ক্যাট এলার্জী নিয়ে কিভাবে বিড়াল লালন পালন করবেন?

আমাদের মাঝে অনেকেই আছেন যারা অপছন্দ বা ভয়ের কারনে বিড়াল পালন করেন না। এলার্জিক রিয়েকশনের জন্যও অনেকেই বিড়াল পালন এভোয়েড করে থাকেন। তবে আপনার ক্যাট এলার্জী এলার্জিক রিয়েকশনের উপর নির্ভর করে অনেক কিছুই। আপনার যদি স্নিজিং, ভেজা চোখ অথবা ভেজা নাক ইত্যাদি এলার্জিক রিয়েকশন হয় তাহলে ধীরে ধীরে বিড়াল পালনে এলার্জীর সমস্যাটি দূর করতে পারবেন। 

তবে বিড়াল পালনের পূর্বেই আপনার এলার্জী রয়েছে কিনা সেই ব্যাপারটি নিশ্চিত হওয়া প্রয়োজন। সেজন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনার। যদি আপনার এজমা থেকে থাকে তাহলে আরো গুরুত্ব সহকারে টেস্টের দরকার পড়বে। একটি স্টাডিতে দেখা যায় যে শতকরা ৩০ শতাংশের অধিক লোক কোন না কোনভাবে কুকুর বা বিড়াল লালন পালনে এলার্জীর সমস্যা অনুভব করেন। এই লিখাটিতে আমরা আজ তুলে ধরবো কিভাবে বিড়াল পালনে এলার্জীর সমস্যা মোকাবেলা করবেন। 

ক্যাট এলার্জী লক্ষণঃ

ক্যাট এলার্জীর লক্ষণসমূহ খুব সহজেই আপনি বুঝতে পারবেন। যখনই বিড়াল আপনার আশেপাশে থাকবে তখনই আপনা আপনি এই লক্ষণগুলি প্রকাশ পাওয়া শুরু করবে। আপনার বডি ইমিউনি সিস্টেম  বিড়ালের সংস্পর্শে আসা মাত্রই নিম্নের লক্ষণগুলি প্রকাশ করবে। 

  • স্নিজিং
  • কাশি
  • হুইজিং
  • স্কিং র‍্যাশ 
  • ন্যাসাল কঞ্জেশন 
  • নিঃশ্বাস নিতে কস্ট অনুভব হওয়া 
  • ভেজা নাক
  • ইচি, লাল এবং ভেজা চোখ 

এলার্জেনমুক্ত ঘর প্রস্তুত করুনঃ

আপনি যদি ঘরে কোন বিড়াল নিয়ে আসতে চান তবে প্রথমেই ঘরকে এলার্জেন মুক্ত করুন। অর্থাৎ যেসব উপাদান থেকে আপনার এলার্জী সমস্যা শুরু হয় সেগুলি সরিয়ে ফেলুন। এলার্জেন উপাদান বিভিন্ন রকমের জিনিস হতে পারে যেমন, মাইটস, ধুলাবালি, মোল্ড ইত্যাদি। এছাড়াও বাতাসে ভেসে বেড়ানো এলার্জেন উপাদান কার্টেইন, আপহোলস্টারি, ফ্লোর কাভার ইত্যাদিতে লেগে থাকতে পারে। এলার্জেনসমূহ থেকে যেভাবে ঘর পরিষ্কার করতে পারেন সেগুলি হচ্ছেঃ

  • জানালার কাভারের জন্য ব্লাইন্ডস ব্যবহার করতে পারেন। যদি ভাড়া থাকেন এবং যথাযথ অনুমতি না পান তবে এগুলি নিয়মিত পরিষ্কার রাখুন এবং ভ্যাকুওম দ্বারা পরিষ্কার করুন। 
  • যদি সম্ভব হয়, আপহোলস্টার ফার্নিচার লেদার দ্বারা প্রতিস্থাপন করুন। 
  • সুন্দর সুগন্ধযুক্ত ক্যান্ডেল, পটপোরি, এয়ার ফ্রেশনার সহ অন্যান্য এলার্জিক উপাদানগুলি সরিয়ে ফেলুন। 
  • দেয়ালের কার্পেটিং কাঠ বা টাইলস ফ্লোর দ্বারা প্রতিস্থাপন করুন। অন্যথায় নিয়মিত ভ্যাকুওম করুন। 

টিপ-১ঃ

ভ্যাকুওম পরিষ্কার করলেও এলার্জেন উপাদান গুলি বাতাসে ছড়িয়ে দিতে পারে। তাই হেপা ফিল্টার সমৃদ্ধ ভ্যাকুওম ক্লিনার ইউজ করবেন সবসময়। 

এলার্জী মেডিকেশন গ্রহন করুনঃ

নিয়মিত এলার্জীর মেডিসিন গ্রহন করুন। এলার্জীজনিত সমস্যায় সবার প্রথমেই মেডিসিন নিয়ে থাকেন অনেকেই। ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপসন অনুযায়ী মেডিসিন গ্রহন করুন। অনেকেই আবার ইমিউনিথেরাপী গ্রহন করে থাকেন। এটিও বেশ ভালো কাজ করে। তবে সবসময় ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন। 

বন্ধুদের বিড়ালের সংস্পর্শে যানঃ

বিড়াল পালন করেন এরুপ বন্ধুদের ভিজিট করুন এবং তাদের বিড়ালের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করুন। আপনার বন্ধুর থেকে শুনে নিন যে, কখন বিড়ালটি রিলাক্স অনুভব করে।  আপনার বন্ধুকে অনুরোধ করে রাখতে পারেন বিড়ালকে এলার্জী নিরোধক স্প্রে করে রাখার জন্য। উল্লেখ্য এটি বিড়ালের জন্য বেশ নিরাপদ। 

এলার্জী মেডিসিন কমপক্ষে ৩০ মিনিট পূর্বে গ্রহন করুন। বিড়াল আপনার পা অথবা আঙ্গুল শুকে অভ্যর্থনা জানাতে পারে। যদিও এটি বিড়ালের উপরেই পুরোপুরি নির্ভর করে। আপনি বিড়ালের পিঠে হাত দিয়ে আদর করে দিতে পারেন। এসবের পরে যদি আপনার এলার্জী কন্ট্রোলে থাকে তখন বিড়ালকে কোলে নিতে পারেন। কমপক্ষে ১৫ মিনিট সময় অতিবাহিত করুন বিড়ালের সাথে। এতে করে বিড়ালটি এবং আপনি দুজনের বেশ কমফোর্টেবল অনুভব করবেন। 

পরবর্তীতে এক বা দুই সপ্তাহ পর একিই বিড়ালকে আবার দেখতে যান। কিছুটা দীর্ঘ সময় অতিবাহিত করুন পূর্বের চেয়ে। প্রায় ১ ঘন্টা বা তার বেশী সময় অতিবাহিত করতে পারেন। এরপর অন্য কোন বন্ধুর বিড়ালকে একিই উপায়ে দেখতে যেতে পারেন। 

হাইপো এলার্জেনিক ব্রীড বিড়াল কনসিডার করুনঃ

বিড়ালের কিছু ব্রীড আছে যাদেরকে হাইপো এলার্জেনিক ব্রীড সম্পন্ন বিড়াল বলা হয়। এগুলি যাদের এলার্জীর মাত্রা অত্যধিক বেশী তাদের জন্য বেশ সহায়ক। ব্রীড গুলি হচ্ছেঃ

  • স্ফিনক্সঃ এগুলির বেশ সুন্দর, ঘন ও কোঁকড়ান লোম রয়েছে। 
  • রেক্সঃ রেক্স ব্রীডের বেশ প্রকারভেদ রয়েছে। তবে ডেভন রেক্স ব্রীডের সুন্দর, কার্লি হেয়ার রয়েছে যার এলার্জেনের পরিমাণ কম।
  • সাইবেরিয়ানঃ এই ব্রীডের বিড়ালের স্যালাইভাতে এলার্জেনের পরিমাণ কম এবং লোম খুবই কম ঝরে। তাই এলার্জী রয়েছে এমন ব্যাক্তির জন্য এরুপ বিড়াল খুবই কমফোর্টেবল। 

এলার্জেন কম সম্পন্ন আরো কিছু ব্রীড রয়েছে। এই সম্পর্কে আপনি আরো ভালোভাবে জানতে পারবেন লোকাল কোন ভেট শপ বা ক্যাট শপে যদি যান। ক্যাট ব্রিড ক্লাবগুলিতে আপনা ভালোভাবে এক্সপেরিয়েন্স নিতে পারবেন। 

লোকাল এনিমেল শেল্টারে ভিজিট করুনঃ

আপনি যদি অনুভব করুন যে আপনার এলার্জী কন্ট্রোলে রয়েছে তবে এই পর্যায়ে এডোপশনের চিন্তা করতে পারেন। এনিমেল শেল্টারে যাওয়ার পূর্বে বেশ কিছু বিষয়ে কনসিডার করুনঃ

  • কমফোর্টেবল, ক্যাজুয়াল ক্লোথ পরিধান করুন।
  • এলার্জিক মেডিকেশন যথা নিয়মে গ্রহন করুন। 
  • ঘন্টাখানেকের উপরে সেখানে অতিবাহিত করার মানসিক প্রস্তুতি নিন। 
  • বেশ কিছু ধরনের ক্যাট ধরে আদর করুন। 

সাধারনত বলা হয় যে, বিড়ালই আপনা আপনি তার হিউমেনকে পছন্দ করে। তাই ক্লোজভাবে অবসার্ভ করুন কোন বিড়ালটি আপনাকে বেছে নিচ্ছে। প্রয়োজনে বেশ কয়েকবার এনিমেল শেল্টারে ভ্রমন করুন। 

কিছু ব্যাপারে সবসময় সতর্কতা অবলম্বন করুন। মেডিকেল হেল্প আপনাকে ক্যাট এলার্জী কমিয়ে রাখলেও পুরোপুরি নির্মূল করতে পারে না। অতিরক্ত কিছু টিপস সমূহ হচ্ছেঃ

  • যতটা কম সম্ভব টাচ, হাগ বা কিস করুন বিড়ালকে। ন্যাচারালি যতটা কন্ট্যাক্ট হয় ততটুকুই ভালো। 
  • বিড়ালকে একাকী ঘুরে বেড়াতে দিবেন না। আর আপনার বেডরুমেই একেবারেই প্রবেশ করাবেন না। 
  • আপনার বিড়ালকে যতটা সম্ভব নিরাপত্তা বজায় রেখে বাইরে ঘুরতে দিন। বিড়ালে এলার্জী থাকা সত্ত্বেও অনেকেই এই পদ্ধ্বতিতেই বিড়াল পালন করে থাকেন। 
  • বিড়ালের লোম সব জায়গায় পড়ে থাকায় বেশ ভালোভাবে রুম পরিষ্কার করুন। হেপা ফিল্টার সমৃদ্ধ্ব ভ্যাকুম ক্লিনার দিয়ে রুম পরিষ্কার রাখুন। 
  • এয়ার ক্লিয়ার ব্যবহার করুন। এতে বাতাসে ভেসে বেড়ানো এলার্জেন থেকে আপনি রক্ষা পাবেন। 
  • নিয়মিত আপনার বিড়ালকে গোসল করিয়ে দিন। এতে করে এলার্জেনের পরিমান কমবে। 

ক্যাট এলার্জী কিভাবে ট্রিটমেন্ট করা হয়ঃ

  • এন্টি হিস্টামিন জাতীয় বিভিন্ন ঔষধ দ্বারা এলার্জী কন্ট্রোলে রাখতে পারেন। 
  • ডিকনজেস্টেন্ট দ্বারা এলার্জী কন্ট্রোলে রাখতে পারবেন। 
  • বিভিন্ন রকম ন্যাসাল স্প্রে দ্বারা ক্যাট এলার্জী কন্ট্রোলে রাখতে পারবেন। 

তাই বিড়াল পালনে ৫টি ধাপ অবশ্যই মেইনটেইন করবেনঃ

  • বাড়ি পুরোপুরি এলার্জেন মুক্ত করবেন। 
  • এলার্জী মেডিকেশন নিয়মিত সেবন করবেন। 
  • বিড়াল লালন পালন করে এরুপ বন্ধুদের নিয়মিত ভিজিট করুন। 
  • সুগন্ধযুক্ত ক্যান্ডেলস, পটপৌরি এবং এয়ার ফ্রেশনার সরিয়ে ফেলুন। 
  • হাইপো এলার্জিক ব্রীড সম্পন্ন বিড়াল পালন করুন। 

পুরো ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলে ধরে নিবেন আপনি বিড়াল পালনের জন্য পুরোপুরি উপযুক্ত। কোন বিড়ালের সাথে ভালোভাবে বন্ডিং হলে আপনি যথাযথ কতৃপক্ষের সাথে কথা বলুন। তাদেরকে জানান আপনার এলার্জীর কথা। যদি বেশী সমস্যা অনুভব করেন তবে যেন বিড়ালকে ফিরিয়ে দিতে পারেন সেটি নিয়ে ডিসকাস করুন। তবে সাধারনত উপরের উল্লিখিত সব বিষয় যদি ভালোভাবে মেনে চলেন তবে বিড়ালকে ফিরিয়ে দেয়ার ভয় করতে হবে না।

প্রয়োজনে ভেটের থেকেও পরামর্শ নিতে পারেন। কিছু রেস্ট্রিকশন যেমন বিড়ালকে বেড রুমে না যেতে দেয়া ইত্যাদি মেনে চললে প্রবল এলার্জী থাকা সত্ত্বেও আপনি বেশ নিশ্চিন্তেই রাতে বিড়ালকে সাথে নিয়ে ঘুমুতে পারবেন। তাই ক্যাট এলার্জী থাকলেও আপনি বিড়াল পালনের বিষয়টি ভেবে দেখতে পারেন। 

Leave a Comment