পরিত্যক্ত বিড়ালছানার যত্ন

পরিত্যক্ত বিড়ালছানার যত্ন । আপনি যদি একটি অবহেলিত বা পরিত্যক্ত বন্য কিংবা অনাথ বিড়ালছানার দেখা পেয়ে থাকেন আর সেটি উদ্ধার করে লালন করতে চান, তাহলে কিভাবে কী করতে হবে এই আর্টিকেলে আপনি বিস্তারিত পাবেন।

আপনার কি উচিত একটি অবহেলিত বা পরিত্যক্ত বিড়ালছানা ঘরে আনা?

একটি অবহেলিত বিড়ালছানার এলাকা থেকে তাকে আপনার ঘরে তোলার ক্ষেত্রে আপনাকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে বিড়ালছানাটি আসলেই অবহেলিত কিনা। একটি মা বিড়াল প্রাকৃতিকভাবেই অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে যে ব্যক্তি তার বিড়ালছানার ক্ষতি করতে চায় কিংবা তাকে চুরি করতে চায়।

এজন্য অবহেলিত বিড়ালছানার এলাকা থেকে অথবা বিড়ালছানাটির বাসা থেকে বিড়ালছানাটি উদ্ধার করতে আপনাকে সাবধান ও সতর্ক অবস্থায় থাকতে হবে। যদি অবহেলিত বিড়ালছানার সাথে তার মা উপস্থিত না থাকে, তার মানে এই না যে আশেপাশে তার মা কোথাও নেই।

আপনার দেখা বিড়ালছানাটি যদি পরিস্কার, স্বাস্থ্যবান এবং স্তূপ কিংবা খড়কুটো দিয়ে তৈরি ঢিপির ওপর শান্তভাবে ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে বিড়ালছানাটি একটি যত্নশীল মা পেয়েছে। আর এরকম বিড়ালছানাকে আপনার নিয়ে আসা ঠিক হবে না।

সাধারণত অবহেলিত বিড়ালছানাদের শরীর কম বেশি অনেকটাই ময়লা ও অপরিস্কার থাকে এবং এদের আবাসস্থলও নোংরা হয়। তাছাড়া ক্ষুধার জন্য আপনি এদের অনবরত কান্না করতে দেখবেন। আর এরকম অবহেলিত ও অসহায় বিড়ালছানাদের আপনি উদ্ধার করে নিয়ে আসতে পারেন যদি এদের বয়স কমপক্ষে ৫ থেকে ৬ মাসের মাঝামাঝি হয়।

তবে অবহেলিত বিড়ালছানাটি যদি কোনো বন্য স্থানের হয় তাহলে সম্ভব হলে ৪ মাস বয়সী হলেও আপনি একে ঘরে তুলতে পারেন। কেননা এই বয়সী বিড়ালছানাদের আপনি খুব সহজেই পোষ মানাতে পারবেন।

আর যেহেতু এই সময়ের মধ্যেই বিড়ালছানারা এদের বিভিন্ন শারীরিক রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ও মহামূল্যমান এন্টিবডি তাদের মায়ের দুধেই পেয়ে থাকে, তাই পরবর্তীতে এদের শারীরিক পুষ্টিজনিত ঘাটতির সমস্যা নিয়ে চিন্তার কোনো কারণ আপনার নেই।

তবে আপনার নিয়ে আসা বিড়ালছানাটি যদি ৬ মাসের চেয়ে বেশি বয়সী হয় তাহলে একে পোষ মানানো আপনার জন্য অনেকটা কঠিন হতে পারে। যেমন বিড়ালছানাটি যদি ৮ মাসের বেশি বয়সী হয় তাহলে একে পোষ মানাতে আপনার কয়েক মাসও সময় নিতে পারে যেটা অনেকটা ধৈর্য্যের ব্যাপার।

অবহেলিত বা পরিত্যক্ত বিড়ালছানার প্রাথমিক চিকিৎসা

যদি আপনার উদ্ধারকৃত বিড়ালছানাটি ঠান্ডায় কাঁপতে থাকে, তাহলে এটিকে দ্রুত তাপ দিন কিন্তু ধীরে ধীরে। প্রথমে বিড়ালছানাটিকে তোয়ালে মোড়ানো উষ্ণ প্যাডের উপর কোনো ঢালু জায়গায় রাখুন অথবা ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এক বোতল পানি গরম করে বোতলটিক তোয়ালে মুড়িয়ে বিড়ালছানাটির সাথে রাখুন।

অনেক পশুচিকিৎসকের নিকট ইনকিউবেটর (কৃত্রিম তাপ দেয়ার যন্ত্র) থাকে, আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারেন। বিড়ালছানাটি গরম ও স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো খাবার এটিকে খেতে দিবেন না। কেননা ঠান্ডা অবস্থায় এটি সঠিকভাবে কোনো খাবার হজম করতে পারবে না।

তবে এ অবস্থায় বিড়ালছানাটির দ্রুত শারীরিক উন্নতির জন্য আপনি সিরিঞ্জে করে ৫ ভাগ চিনি মেশানো সিরাপ অল্প পরিমাণে এর ঠোঁটে ঢেলে দিতে পারেন।

উদ্ধারকৃত বিড়ালছানা কোনো প্রকার ডিহাইড্রেশন বা অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছে কিনা এটা জানতে আপনি একে নিয়ে পশুচিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। যেহুতু তরুণ বিড়ালছানারা ডিহাইড্রেটেড হওয়ার ঝুঁকিতে সবসময় থাকে, তাই এটা করাই খুব ভালো হবে।

বিড়ালছানাটি যদি ডিহাইড্রেটেড থাকে, এমতাবস্থায় এটিকে একটি ইনজেকশান দেয়া দরকার হতে পারে। আপনি যদি পশুচিকিৎসকের শরণাপন্ন না হোন তাহলে কিভাবে কোন ইনজেকশান পুশ করতে সেটা আগে থেকে জেনে নেয়া ভালো। তবে ইনজেকশান দেয়া একান্ত আবশ্যক হয় যদি আপনার বিড়ালছানাটি মাঝরাতে খুব দ্রুত ডিহাইড্রেটেড হয়ে পড়ে।

অনেক পশুচিকিৎসক আপনাকে বিনামূল্যে সেবা দিতে পারে যদি আপনি বলেন যে এটি একটি অবহেলিত বিড়ালছানা যা আপনি উদ্ধার করে এনেছেন। তাছাড়া এটা শোনার পরে পশুচিকিৎসকের কর্মীরা আপনাকে কিভাবে বিড়ালছানা বড় করতে হবে এ সম্পর্কে নানা উপদেশ দেয়ার পাশাপাশি বিড়ালছানার বিভিন্ন সামগ্রী দিতে পারে।

তাই এটি যেন আপনার মনে থাকে। সবশেষে আপনি আপনার স্থানীয় প্রাণীরক্ষা সংস্থাগুলোতে যোগাযোগ করে বলতে পারেন যে আপনার কাছে উদ্ধারকৃত একটি অবহেলিত বিড়ালছানা রয়েছে। কমবেশি এই সংস্থাগুলো বিনামূল্যে বিড়ালছানার মেডিকেল সহায়তা দিয়ে থাকে।

( আরো পড়ুনঃ যদি আপনার বিড়ালের এলার্জি থাকে)

বিড়ালছানাকে কী খাওয়াবেন?

শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে বিড়ালছানার জন্য গরুর দুধ পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর নয়। তাছাড়া গরুর দুধ খেলে তরুণ বিড়ালছানাদের ডায়রিয়াসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে।

তাই আপনার উদ্ধারকৃত বিড়ালটি যদি কম বয়সী বিড়ালছানা হয়, তাহলে এটিকে গরুর দুধ খাওয়ানোর আগে অবশ্যই একজন্য পশু চিকিৎসকের সাথে কথা বলুন। আপনার নিকটস্থ এলাকায় যদি কোনো প্রাণীসেবা ক্লিনিক কিংবা অভিজ্ঞ পশু চিকিৎসক না থাকে, তাহলে আপনি তাদের দেয়া পরামর্শমত আপনার বিড়ালছানাকে খাওয়াতে পারেন।

অবহেলিত বা পরিত্যক্ত বিড়ালছানার জন্য যে জিনিসগুলো সংগ্রহ করবেন

আপনার অবহেলিত বিড়ালছানার জন্য আপনাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে। যেমন- বিড়ালছানার নার্সিং কিট। নার্সিং কিটে সাধারণত একটি বোতল, কয়েক প্রকারের স্তনবৃন্ত (প্লাস্টিক দিয়ে তৈরি স্তনের মতো দেখতে; যেগুলোতে দুধ ভরে বিড়ালছানাকে দুধ খা্ওয়ানো হয়) এবং একটি পরিষ্কার করার ব্রাশ থাকে।

নার্সিং কিট সংগ্রহ করা হয়ে গেলে কাঁচি দিয়ে যেকোনো একটি স্তনবৃন্তের ডগায় একটু কেটে ছিদ্র করতে হবে যা দিয়ে আপনি বিড়ালছানাকে খাওয়াতে পারবেন। তবে বিড়ালছানার জন্য যদি আপনি কেএমআর এবং জাস্ট বর্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধের প্যাকেট সংগ্রহ করেন তাহলে বিড়ালছানার জন্য সবচেয়ে ভালো হবে।

বিড়ালছানাকে খাওয়ানোর জন্য যেভাবে প্রস্তুতি নিবেন

বিড়ালছানাকে খাওয়ানোর আগে অবশ্যই আপনাকে বোতল এবং স্তনবৃন্তের বোতলগুলি জলে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এজন্য আপনি একটি বোতলে মাইক্রোওয়েভে করে ১০ সেকেন্ডের বেশি (তবে ফুটতে দেয়া যাবে না) কিংবা বোতলটিকে গরম পানির পাত্রে কয়েক মিনিটের জন্য রেখে দিতে পারেন।

এছাড়া বিড়ালছানাকে খাওয়ানোর আগে অবশ্যই আপনার হাত ভালভাবে ধুয়ে নেয়া উচিত এবং সবশেষে বিড়ালছানাকে খাওয়ানোর পরেও হাত ধোয়া একটি আপনার জন্য নিরাপদ। কেননা এতে বিড়ালছানা এবং আপনি নিজে একে অপরের জীবাণু থেকে সুরক্ষিত থাকবেন। তবে আপনি যদি একটি ল্যাটেক্স সার্জিক্যাল গ্লাভসের বক্স কিনে প্রতিবার বিড়ালছানাকে খাওয়ানোর আগে হাতে গ্লাভস পরে নেন তাহলে আপনার জন্য আরো ভালো হয়।

অনেক ব্যক্তি বিড়ালছানাকে যে ঘরে রাখে সেখানে একটি বিশেষ টি-শার্ট, সোয়েটার বা এপ্রোন রাখতে পছন্দ করে এবং খাওয়ানোর আগে এবং পরে এটি সরিয়ে ফেলতে ভুলে যায়। এর ফলে বিড়ালছানার থেকে কিছু ভাইরাস পোশাকে চলে আসতে পারে এবং এটি ঘরের অন্যান্য প্রাণীতে ছড়াতে সাহায্য করতে পারে। তাই এ সম্পর্কে সচেতন থাকা আপনার ও আপনার বিড়ালছানার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পরিত্যক্ত বিড়ালছানার যত্ন

পরিত্যক্ত বিড়ালছানার যত্ন। আপনার বিড়ালছানার খাওয়ানোর জন্য এর অবস্থান সম্পর্কে ধারণা রাখা একান্ত আবশ্যক। বিভিন্ন ব্যক্তির বোতলে করে বিড়ালছানাকে দুধ খাওয়ানোর বিভিন্ন ধরণ রয়েছে। কিন্তু মা-বিড়াল তাদের বিড়ালছানাদের যেভাবে দুধ খাওয়ায় সেভাবেই দুধ খাওয়ালে আপনার বিড়ালছানার জন্য সেটা সবচেয়ে বেশি সহজ ও আরামদায়ক হবে।

তবে সাধারণভাবে যে অবস্থানে আপনার বিড়ালছানাকে খাওয়ালে ভালো হয়- বিড়ালছানাটিকে এর পেটে একটি তোয়ালে বা কাপড়ের উপর রেখে এটিকে জড়িয়ে ধরতে হবে যেন এটি এর থাবাগুলো কাপড়ের সাথে আঁকড়ে ধরতে পারে।

এজন্য আপনি আপনার পায়ের ভিতর বিড়ালছানাটিকে নিয়ে মেঝেতে আড়াআড়িভাবে বসতে পারেন এবং বিড়ালছানাটিকে সহজ হওয়ার জন্য আপনার পায়ে এটির পাঞ্জা রাখতে দিন। পরিশেষে আপনার কোলে যে তোয়ালেটি আপনি বিড়ালছানার জন্য নিবেন সেটি যেন একটি শুকনো ও পরিষ্কার তোয়ালে হয়।

Leave a Comment