ফ্লী এবং রোগ সংক্রমনকারী কীট পতঙ্গদের সাধারনত গ্রীষ্মের শেষে এবং জায়গা ভেদে সারা বছরই দেখতে পাওয়া যায়। এদের দ্বারা সংঘটিত রোগ ব্যাধি আপনার পোষা কুকুর বিড়ালের জন্য বেশ ক্ষতিকর ও অস্বস্তিদায়ক। বাড়ি যদি নিয়মিত পরিষ্কার ও চেক না করেন তবে এই সমস্যাটি আপনাকে বেশী ভুগাতে পারে। তবে ফ্লী নির্মূলের জন্য ফ্রন্টলাইন বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে frontline for ticks and fleas। আপনার বিড়াল ও কুকুরের নিরাপত্তায় আপনি ফ্রন্টলাইন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
ফ্রন্ট লাইন কিভাবে এপ্লাই করবেন frontline for ticks and fleas
১। এপ্লাইয়িং ফার্স্ট ডোজঃ
পেট স্টোর বা ভেট স্টোর থেকে ফ্রন্টলাইন কিনতে পারেন। কিছু ড্রাগ স্টোরেও ফ্রন্ট লাইন পাবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি কোন ভেট থেকে এটি কিনতে পারেন। সাধারনত ভেটরাই আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক প্রোডাক্টটি দিতে পারবে।
- ফ্রন্টলাইন পোকামাকর ও কীট পতঙ্গ থেকে আপনার বিড়াল ও কুকুরকে সুরক্ষা দেয়। তাই সঠিক পরিমাণে একে ব্যবহার করা উচিত। নাহলে আপনার কুকুর ও বিড়ালের ক্ষতি হতে পারে এটি থেকে।
- আপনার পোষা প্রাণীর ওজন অনুসারে এর ডোজের মাত্রা নির্ধারন করুন। সাধারনত প্যাকেটের গায়েই ওজন অনুপারে রিকোমেন্ডেশন পাবেন। সে অনুযায়ীই এটি ব্যবহার করুন।
২। রিমুভিং দ্যা এপ্লিকেটরঃ
ফ্রন্টলাইন বেশ কিছু ছোট প্লাস্টিক এপ্লিকেটরে পাবেন। এগুলি অনেকটা ছোট বোতলের মত দেখতে। প্রতিটি এপ্লিকেটরে ফ্রন্টলাইনের সিঙ্গেল ডোজ পাবেন।
- প্রতিটি এপ্লিকেটরে প্রিফরেটেড লাইনস দেখতে পাবেন। আপনি সেই প্রিফরেটেড লাইনস গুলি কাচি দিয়ে কাটতে বা ছিড়ে ফেলতে পারেন।
- এপ্লিকেটর গুলি যখন আলাদা করবেন তখন খুবই সতর্ক থাকবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন, এপ্লিকেটর থেকে এক ফোটা ডোজ যেন বাইরে না পড়ে।
৩। স্ন্যাপ অফ দ্যা ওপেনিং দ্যা এপ্লিকেটরঃ
প্রতিটি এপ্লিকেটরে একটি ছোট টিপ পাবেন যা সহজেই স্ন্যাপ অফ করতে পারবেন। টিপটি স্ন্যাপ অফ করতে হবে ফ্রন্টলাইন ডগ বা ক্যাটে এপ্ল্যাই এর পূর্বেই।
- আপনার মুখকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন। কেমিক্যাল যাতে আপনার মুখে না আসে সে ব্যাপারে অবশ্যই নিশ্চিত থাকবেন।
- টিপ যদি সহজে না আসে, তাহলে কাচি ব্যবহার করে কাটুন।
৪। আপনার পোষা প্রাণীর পীঠে পারফেক্ট স্পট খুজে বের করুনঃ
ফ্রন্টলাইন আপনার পোষা প্রাণীর পীঠে পারফেক্ট স্পটে ভালভাবে ম্যাসাজ করুন। পোষা প্রাণীর দুই ঘাড়ের মাঝে স্পট খুজে বের করুন। পেট স্কিনে ফ্রন্টলাইন ব্যবহার করা খুবই নিরাপদ। কেননা আপনার পোষা প্রাণী ফ্রন্টলাইন এপ্লাই এর স্থানে পৌছাতে পারবে না। তারা সেই স্থানটিতে লিকিং বা চাটতে পারে না।
পার্ট ২- আপনার পোষা প্রাণীটির যত্ন নিনঃ frontline for ticks and fleas
১। মেডিকেশন ঠিকভাবে শুকাতে দিনঃ
লিকুইডটি রাব অথবা স্প্রেড করবেন না। দ্রুতই আপনা আপনি এটি শুকিয়ে যাবে। ফ্রন্টলাইন এপ্লাই এর কিছুক্ষন পর আপনার পোষা প্রাণিকে মুক্ত ভাবে ঘুরে বেড়াতে দিন।
- ফ্রন্টলাইন আপনার হাতে লেগে গেলে দ্রুত ধুয়ে ফেলুন। সাবান ও পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করুন।
২। ৪৮ ঘন্টা পর্যন্ত পোষা প্রানীকে শুকনো রাখুনঃ
ফ্রন্টলাইন পর্যাপ্ত ভাবে শুকানোর জন্য দুইদিন পর্যন্ত সময় লাগতে পারে। পানি অথবা ঘাম দ্বারা নেচারালি ফ্রন্টলাইন পুরো বডিতে ছড়িয়ে যায়। ৪৮ ঘন্টা পর্যন্ত আপনার পোষা প্রানীকে কোনভাবেই ভিযাবেন না।
- ফ্রন্টলাইন এপ্লাই করে পোষা প্রানিকে গোছল করাবেন না। ফ্রন্টলাইন ফ্লী এবং টিকস থেকে আপনার পোষা প্রানীকে খুবই নিরাপদ রাখবে। ফ্লী বাথ অথবা টিপ একদমই নেসাসারী নয়।
- আপনার পোষা প্রানীকে ৪৮ ঘন্টা পর্যন্ত সাতার কাটতে দিবেন না।
৩। প্রয়োজনে ফ্রন্টলাইন পুনরায় এপ্লাই করুনঃ
ফ্রন্টলাইন কুকুরের জন্য ৮ সপ্তাহ পর্যন্ত কার্যকরী। আর বিড়ালের জন্য ৬ সপ্তাহ পর্যন্ত কার্যকরী। ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। ৬ থেকে ৮ সপ্তাহ পর আবার রি এপ্লাই করুন।
পার্ট ৩ঃ সেফটি মেজার মেইনটেইন করাঃ
১। সব ধরনের ইনস্ট্রাকশন ও ওয়ার্নিংস ভালোভাবে পড়ুনঃ
সব ধরনের মেডিকেশনের জন্য এটি খুব ভালো একটি প্রিভেনশন। মেনুয়াল না পড়ে অবশ্যই ফ্রন্টলাইন ব্যবহার করবেন না।
- আপনার পোষা প্রানীর যদি স্বাস্থ্যগত কোন প্রকার ঝুঁকি থেকে থাকে তবে পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ইনস্ট্রাকশন মেনুয়াল কোথাও বুঝতে যদি সমস্যা হয় সেটি নিয়েও ভেটের সাথে পরামর্শ করুন।
২। সঠিক ধরনের ফ্রন্টলাইন পোষা প্রানীর জন্য ব্যবহার করুনঃ
কুকুর ও বিড়ালের ফ্রন্টলাইন ভিন্ন ধরনের। অনেকেই একিই ধরনের ফ্রন্টলাইন দুটি প্রানীর ক্ষেত্রে ব্যবহার করেন যা একেবারেই ঠিক নয়। অবশ্যই একিই ধরনের প্রোডাক্ট কুকুর ও বিড়ালের জন্য ব্যবহার করবেন না।
- আপনি যদি ভুল ধরনের ফ্রন্টলাইন পোষা প্রানীর ক্ষেত্রে ব্যবহার করুন তবে ভেটের সাথে দ্রুত পরামর্শ নিন। অন্যথায় পোষা প্রানীর বিপরীত রিয়েকশন হতে পারে।
- যদি একিই ফ্রন্টলাইন যা বিড়াল ও কুকুর উভয় প্রাণীর জন্য পেতে চান তবে ফ্রন্টলাইন স্প্রে ব্যবহার করুন।
৩। এপ্লিকেটর শেয়ার করবেন নাঃ
প্রতিটি এপ্লিকেটরে একটি সিঙ্গেল ডোজ ফ্রন্টলাইন থাকে। এপ্লিকেটর পেট বা পোষা প্রানীর গাঁয়ে এপ্লাই করবেন না। কেননা এতে করে আপনার পোষা প্রাণী ফুল ডোজ পাবে না। ইফেক্টিবলি কাজ করার জন্য এপ্লিকেটর শেয়ার করবেন না।
আপনার পোষা কুকুরটি হয়ত আপনার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু পশুজাতীয় এরা কামড় দেয়ার ক্ষমতা রাখে।