বিড়াল কি রসুন খেতে পারে?

বিড়াল কি রসুন খেতে পারে? মানুষের জন্য রসুন খুবই উপকারী। এটি খাবারে আলাদা স্বাদ এবং সুগন্ধ যুক্ত করে থাকে। বাজারে কাঁচা রসুন, রসুনের আচার, রসুনের গুড়া সহ বিভিন্ন ভাবে পাওয়া যায়। বিড়াল মানুষের জন্য খাবারে আলাদা স্বাদ যুক্ত করলেও বিড়ালের জন্য এটা বিপজ্জনক হতে পারে। 

বিড়ালের জন্য কি রসুন বিপজ্জনক?

রান্না করা হোক কিংবা কাঁচা রসুন, উভয়ই বিড়ালের জন্য বিষাক্ত। আপনার বিড়ালকে কোন ভাবেই কোন কারণে রসুন খাওয়ানো উচিত হবেনা। যেমন- 

  • রসুনের আচার
  • রসুনের সালাদ
  • রসুনের পাউডার
  • রসুন দিয়ে রান্না করা তরকারি কিংবা তার ঝোল

এমনকি রসুন দিয়ে বাচ্চাদের জন্য তৈরিকৃত খাবারও বিড়ালকে খেতে দেওয়া উচিত না। 

রসুন এলিয়াম (Allium) গোত্রের  একটি  বাল্ব জাতীয় সবজি। পিঁয়াজ, পিঁয়াজজাতীয় গাছ এসকল কিছুই এই গোত্রের অন্তর্ভুক্ত। এ ধরনের কোন সবজিই বিড়ালকে খাওয়ানো উচিত না। 

রসুনে সোডিয়াম এন-প্রোপাইল থায়োসালফেট নামে একটি বিষাক্ত যৌগ রয়েছে। এই টক্সিন লোহিত রক্ত ​​কণিকার ক্ষতি করে, লোহিত রক্ত কণিকাকে ভঙ্গুর করে তোলে। একটা সময় এই যৌগ লোহিত রক্ত কণিকাকে ভেঙ্গে ফেলে। এটাকে হেমোলাইসিস বলা হয়ে থাকে। হেমোলাইসিসের ফলে প্রস্রাব বিবর্ণ হয়ে লাল বা বাদামী রঙ এর হয়ে যায়। এছাড়া রক্তের স্বল্পতাও দেখা যায়। এছাড়া এনিমিয়া হতে পারে। এনিমিয়া অর্থ হলো শরীর অর্গ্যানগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে সঠিক ভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে এবং মৃত্যু হতে পারে। 

আপনার বিড়ালের জন্য রসুন খুবই বিপজ্জনক হতে পারে। যদি আপনার বিড়াল আপনার অসবাধানতা বশতঃ রসুন খেয়ে ফেলে তাহলে দেরি না করে দ্রুত কোন পশু চিকিৎসকের কাছে নিয়ে যান।তার অসুস্থতার লক্ষণের জন্য অপেক্ষা করবেন না।  রসুনের বিষাক্ততার কারণে আপনার বিড়াল মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে।

বিড়াল কি ভেজিটেরিয়ান হতে পারে? জানতে ক্লিক করুন

রসুন বিড়ালের জন্য কতটা বিষাক্ত?

রসুন বিড়ালের জন্য পিঁয়াজের চেয়ে পাঁচ গুণ বেশি ক্ষতিকর। বিড়ালের আকার ছোট হওয়ার কারণে এবং রসুনের ক্ষমতা অনেক বেশি হওয়ার কারণে অল্প পরিমানে খেলেও মারাত্মক বিষক্রিয়া হতে পারে। 

গড় হিসেব করলে একটি ১০-১২ পাউন্ড ওজনের বিড়ালের জন্য রসুনের একটি ৫-৭ গ্রাম ওজনের ছোট টুকরো বিড়ালের দেহে বিষক্রিয়া করার জন্য যথেষ্ট। অর্থাৎ দেড় চা চামচ পরিমাণ ব্লেন্ড করা রসুন কিংবা ১/৮ চা চামচ পরিমাণ রসুনের পাউডার একটি বিড়ালের দেহে বিষক্রিয়া করতে পারে। 

রান্না করা বা রসুনজাত কোন খাবারে রসুনের পরিমাণ নির্ধারণ করা সম্ভব না। তাই আপনার বিড়ালকে এ জাতীয় খাবার খেতে দিবেন না। যদি অসবাধানতা বশতঃ আপনার বিড়াল কখনো রসুন জাত খাবার খেয়ে ফেলে তাহলে তাকে কোন পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উত্তম। 

বিড়ালের দেহে রসুনের বিষক্রিয়ার লক্ষন

যদি আপনার বিড়াল রসুন খেয়ে ফেলে তাহলে একদিনের মধ্যে কিছু লক্ষণ দেখা যাবে। কখনো কখনো কয়েকদিন পর এই লক্ষনগুলো দেখা যেতে পারে। চলুন জেনে নিই কি কি লক্ষণ দেখা দিতে পারে-

  • বমি করা
  • ডায়রিয়া হওয়া
  • ক্ষুদামন্দা
  • দাঁতের মাড়ি ফ্যাকাশে গোলাপি বা হলুদ অথবা সাদা হয়ে যাওয়া
  • প্রস্রাবের রঙ লাল বা বাদামী হয়ে যাওয়া
  • ঘন ঘন নিঃশ্বাস নেওয়া
  • হার্টবিট বেড়ে যাওয়া

বিড়াল রসুন খেলে কি করবেন?

বিড়াল অল্প পরিমাণে রসুন খেলেও তার বিষক্রিয়া হতে পারে। আপনার বিড়াল যদি ভুল ক্রমে রসুন খেয়ে ফেলে তাহলে তাকে অবিলমে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। কি পরিমাণ রসুন খেয়েছে তা নির্ণয় করার চেষ্টা করুন। সম্ভব হলে বিড়াল যে রসুন জাত খাবার খেয়েছে তার নমুনা সাথে নিয়ে নেন।

বিড়াল রসুন খেয়ে ফেললে তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন না। তাকে জোর করে বমি করানোর চেষ্টা করবেন না। তাকে পশু চিকিৎসকের কাছে নিয়া যাওয়া শ্রেয়। সম্ভব হলে পশু চিকিৎসককে বিস্তারিত বলুন। এতে পশু চিকিৎসক পরিস্থিতি বুঝে সঠিক চিকিৎসা দিতে পারবেন। 

পরিত্যাক্ত বিড়ালের যত্ন সম্পর্কে জানতে পড়ুন

বিড়াল রসুন খেয়ে ফেললে চিকিৎসা

বিড়াল রসুন খেয়ে ফেললে বিড়ালের দেহে বিষক্রিয়া হতে পারে। বিষক্রিয়া হয়েছে কিনা তা নির্ণয় করার জন্য পশু চিকিৎসকরা সাধারনত অসুস্থতার লক্ষণ এবং রক্তের নমুনার মাইক্রোস্কোপিক পরীক্ষার মাধ্যমে করে থাকেন। রসুনের বিষাক্ত যৌগ (সোডিয়াম এন-প্রোপাইল থায়োসালফেট) লোহিত রক্ত কণিকাকে ভেঙ্গে ফেলে। এটা মাইক্রোস্কোপিক পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। 

যদি আপনার বিড়াল রসুন খাওয়ার দুই ঘন্টার মধ্যে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো হয়। পশু চিকিৎসক বিড়ালকে বমি করানোর চেষ্টা করতে পারে। তবে বিড়ালদেরকে জোর করে বমি করানো কঠিন এবং এটা ক্ষতিকরও বটে। 

বমি করানোর বিকল্প

বিড়াল রসুন খেয়ে ফেললে আর তাকে জোর করে বমি করানোর চেষ্টা করা বিড়ালের জন্য ক্ষতিকর। তাই পশু চিকিৎসক বিকল্প চিকিৎসা পদ্ধতি গুলোর মাধ্যমে চেষ্টা করতে পারেন। আপনার বিড়ালের পেটের টক্সিন গুলোকে নিষ্ক্রিয় করার জন্য এক্টিভেটেট চারকোল পদ্ধতি এপ্লাই করতে পারে। বিড়ালের অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে।

অল্প পরিমাণে রসুন খেলে আর বিষক্রিয়া হলে বেশিরভাগ বিড়ালই পুনরায় সুস্থ হয়ে যায়। তবে কখনো কখনো রসুনের বিষক্রিয়া বিড়ালের জন্য মারাত্মক হতে পারে। তাই বিড়ালকে রসুন বা রসুন জাত খাবার থেকে দূরে রাখুন। ভুলবশতঃ বিড়াল এগুলো খেয়ে ফেললে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করুন। 

বিড়ালের অন্যান্য ক্ষতিকর খাবার সম্পর্কে জানতে পড়ুন

Leave a Comment