বিড়াল ছানাকে কি দুধ খাওয়ানো উচিত? অনেকেই হয়তো বিড়াল ছানাকে দুধ খেতে দিয়ে থাকেন। কিন্ত আপনি কি একবারো ভেবে দেখেছেন বিড়াল ছানাকে দুধ খেতে দেওয়া উচিত কিনা? গরুর দুধ, ছাগলের দুধ বা এলমন্ড দুধ কি বিড়াল ছানার জন্য স্বাস্থ্যকর? যদি বিড়াল ছানা অনাথ হয়ে থাকে তাহলে কি তাকে এগুলো খেতে দেওয়া উচিত?
বিড়াল ছানাকে কি দুধ খাওয়ানো উচিত?
সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে বিড়াল ছনার জন্য একমাত্র স্বাস্থ্যকর দুধ হচ্ছে তার মেয়ের দুধ। যদি তার মায়ের দুধ খেতে না পারার কোন কারণ থাকে তাহলে তাকে দুধের বিকল্প হিসেবে কেএমআর (কিটেন মিল্ক ফর্মুলা) দেওয়া যেতে পারে।
বিড়াল ছানাকে গরুর দুধ খেতে দেওয়া উচিত না। কারণ গরুর দুধের ল্যাকটোজ হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম বিড়ালের দেহ উৎপন্ন করতে পারেনা। ফলে বিড়াল ছানার ডায়রিয়া হতে পারে অথবা ডিহাইড্রেশনে ভুগতে পারে। অর্থাৎ বিড়াল ছানাকে গরুর দুধ খেতে দিবেন না।
বিড়াল ছানাকে এলমন্ড মিল্ক বা সয়ামিল্ক দেওয়া যাবে?
যেহেতু বিড়াল ছানার পাকস্থলী খুবই সংবেদনশীল তাই বিড়াল ছানাকে সয়ামিল্ক, এলমন্ড মিল্ক এবং অন্যান্য বাদামজাত দুধ খেতে দেওয়া উচিত হবেনা। এ ধরনের দুধ গুলো বিড়াল ছানাকে প্রয়োজনীয় অ্যামিনো এসিড সরবরাহ করেনা। যেহেতু বিড়াল ছানা একধনের মাংসাশী প্রাণী তাই তাদেরকে প্রানিজ আমিষ দিতে হবে নতুবা তারা অপুষ্টিতে ভুগবে।
বিড়াল ছানাকে ছাগলের দুধ দেওয়া উচিত?
আপনি যদি অনলাইনে সার্চ করে থাকেন তাহলে দেখবেন অনেকেই বলছে, বিড়াল ছানাকে ছাগলের দুধ খাওয়ানো যাবে। কিন্ত বেশিরভাগ পশু চিকিৎসকই বলে থাকেন যে, বিড়াল ছানাকে ছাগলের দুধ খাওয়ানো উচিত না।
বাজারে ছাগলের দুধের চেয়েও ভালো কিটেন মিল ফর্মুলা রয়েছে যেগুলো বিড়াল ছনার পাচনতন্ত্রের উপযোগী এবং এতে বিড়াল ছানার জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে।

কিটেন মিল্ক ফর্মুলা
যেসকল বিড়াল ছানা সলিড খাবার খেতে পারেনা এবং এখনো তাকে দুধ খাওয়াতে হয় সেসকল বিড়াল ছনার জন্য দুধের বিকল্প হিসেবে PetAg KMR পাউডার , PetAg KMR লিকুইড, Hartz KMR পাউডার ফর্মুলা এবং GNC Pets আল্ট্রা মেগা প্রিমিয়াম কিটেন মিল্ক রিপ্লেসার পাউডারের মতো কিটেন মিল্ক দেওয়া যেতে পারে।
বিড়াল ছানার ৪-৫ সপ্তাহ বয়স পর্যন্ত লালন পালনের জন্য তার মায়ের কাছে রাখা উচিত অথবা তার মা না থাকলে তাকে ফিডারের মাধ্যমে কিটেন মিল্ক ফর্মুলা দেওয়া উচিত। যদি ককোন বিড়াল ছানা অসুস্থতা বা অপুষ্টিতে ভুগে তাহলে তাকে আরো পরে দুধ খাওয়ানো ছাড়াতে হবে। কারণ প্রজাতিভেদে বিড়াল ছানারা ভিন্ন হয়ে থাকে। তাই দুধ ছাড়ানোর আগে আপনার বিড়াল ছানার স্বাস্থ্যের প্রতি খেয়াল করুন। যদি আপনার কাছে মনে হয় সে দুধ ছাড়ানোর উপযোগী এবং এখন থেকে সলিড খাবার খেতে পারবে তাহলেই তাকে দুধ ছাড়ানো যেতে পারে।
বিড়াল ছানার দুধ ছাড়ানোর প্রক্রিয়া চলাকালীন সময়ে যদি আপনি দেখেন যে বিড়াল ছানার ওজন কমতে শুরু করেছে, তার এক্টিভিটি কমে গেছে, খাবার খেতে চাইছেনা। তাহলে তাকে আরো ৪-৫ দিন দুধ খেতে দিন। তারপর ধাপে ধাপে তাকে সলিড খাবার খেতে অভ্যস্ত করে তুলুন।
বিড়াল ছানার দুধ ছাড়ানোর প্রক্রিয়া
যদি আপনি খেয়াল করেন যে আপনার বিড়াল ছানার মাড়িতে ছোট ছোট দাঁত উঠছে তাহলে আপনি বুঝে নিত্যে পারেন যে আপনার বিড়াল ছানা সলিড খাবার খাওয়ার উপযোগী হয়েছে। প্রথম দিকে আপনি বিড়াল ছানাকে কিটেন ক্যাট ফুড খেতে দিতে পারেন। এই ক্যাট ফুড গুলো স্পেশালি বিড়াল ছানার জন্য তৈরি করা হয়ে থাকে। এতে বিড়াল ছানার দেহের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পাওয়া যায়।
বিড়াল ছানার দুধ ছাড়ানোর প্রক্রিয়া- ১ম ধাপ
প্রাথমিক ভাবে আপনার লক্ষ্য হচ্ছে বিড়াল ছানাকে সলিড খাবারে অভ্যস্ত করা। তাই হুট করেই সলিড খাবার খেতে দিলেন, ব্যাপারটা এমন না। কিছু বিড়াল ছানা খুব সহজেই সলিড খাবারে অভ্যস্ত হয়ে যায়, কিছু৭ বিড়াল ছানা সলিড খাবার খেতে চায়না।
তাই প্রথম দিকে আপনি মিল্ক ফর্মুলা আর কিটেন ক্যাট ফুড একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে তাকে খেতে দিন। এতে সে আস্তে আস্তে খাবারের স্বাদ বুঝতে পারবে এবং এক সময় সলিড খাবারে অভ্যস্ত হয়ে পারবে, এছাড়া এটা তরল হওয়ার কারণে তার খেতেও সুবিধা হবে।
বিড়াল ছানাকে প্রথম দিকে আপনি ক্যাট বোলে এই ব্লেন্ড করা খাবারটি দিতে পারেন। তবে এক্ষেত্রে প্রতিবার খাবারের পর সেই যায়গাটা পরিষ্কার করার জন্য প্রস্ততি রাখবেন। মানুষের ক্ষেত্রে যেমন ছোট বাচ্চারা খাবার খাওয়ার সময় অগোছালো ভাবে খায় এবং আশে পাশে নোংরা হয় তেমনি বিড়াল ছানার ক্ষেত্রেও এটা হবে। তাই প্রতিবার খাবারের পর যায়গাটা পরিষ্কার করুন। আপনি ক্যাট বোলের নিচে পুরোনো কাগজ বা সংবাদপত্র দিয়ে দিতে পারেন। এতে আপনার পরিষ্কার করাটা সহজ হয়ে যাবে।
বিড়াল ছানার দুধ ছাড়ানোর প্রক্রিয়া- ২য় ধাপ
বিড়াল ছানা খাবারের উপর দিয়ে হেঁটে যাবে, হুট করে খাবারে থাবা বসাবে, সে খাবার নিয়েই পুরো বাড়ি ঘুরে বেড়াবে। প্রথম দিকে বেশিরভাগ বিড়াল ছানাই এটা করে। বিড়াল ছানাকে ব্লেন্ড করা লিকুড খেতে দেওয়ার ৭-১০দিন পর ,খাবারের মিশ্রনটিতে আস্তে আস্তে ক্যাট ফুডের পরিমাণ বাড়ান এবং তার প্রতিক্রিয়া খেয়াল করুন।
যদি দেখেন যে সে স্বাভাবিক ভাবেরি খাচ্ছে তাহলে এভাবে একসময় কিটেন মিল্ক ফর্মুলা কমাতে থাকুন। আর যদি দেখেন যে সে খেতে চাইছেনা, তাহলে খাবারের মিশ্রনে আবারো কিটেন মিল্ক ফর্মুলা দিবেন এবং এই ধাপটি পুনরায় শুরু করুন যতদিন না সে সলিড খাবারে অভ্যস্ত হচ্ছে।
আপনি মাঝে মাঝে ড্রাই ফুড দিয়েও দেখতে পারেন। এতে সে সলিড খাবারের স্বাদ এবং টেক্সচারে অভ্যস্ত হতে পারবে। তবে ব্লেন্ড করা খাবার দেওয়া বন্ধ করবেন না। কারণ সে তার প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান প্রথম দিকে এই ব্লেন্ড করা খাবারটি থেকেই পাবে।