বিড়ালের বমি হলে করণীয় vomiting cat what to do? একদিন সকাল বেলা জহির সাহেব তার অফিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি হঠাৎ খেয়াল করলেন তার পোষা বিড়াল “রিংকু” বমি করছে। জহির সাহেব খুবই চিন্তিত হয়ে পড়লেন। তার আদরের পোষা বিড়াল কি কারণে বমি করছে তা খুঁজে বের করার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত তিনি কোন উপায় খুঁজে না পেয়ে একজন পশুচিকিৎসকের শরনাপন্ন হলেন।
যদি আপনার পোষা বিড়াল বমি করে তাহলে এটা অবশ্যই একটি উদ্বেগের বিষয়। বিড়ালের বমি হওয়া অনেক জটিল রোগের উপসর্গ, তাই বিড়ালের বমি হলে তার কারণ সম্পর্কে সচেতন হওয়া জরুরী। যদি বিড়াল একবার বা দুবার বমি করে তাহলে চিন্তা করার কিছু নেই তবে আপনার পোষা বিড়াল যদি ঘন ঘন বমি করে তাহলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
বিড়ালের বমি করার অনেক কারণ থাকতে পারে, তবে এটাও মাথায় রাখতে হবে বমি করা, অনেক জটিল রোগের লক্ষন হতে পারে, তাই বিড়ালের বমি হলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।
বিড়ালের বমি হলে করণীয় vomiting cat what to do
যদি আপনার বিড়াল দু একবার বমি করে তাহলে এতে আতংকিত হওয়ার কিছু নেই। তবে ঘন ঘন বমি করলে পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কারণ বমি করা কোন রোগ না হলেও এটা অন্যান্য জটিল রোগের লক্ষণ। তাই ঘম ঘন বমি করলে পশুচিকিৎসকের পরামর্শ নিন। বিড়ালের বমি হলে কি করবেন, তা নিয়ে নিচে আলোচনা করা হলো-
যেখানে বমি করেছে সে যায়গাটা পরিষ্কার করুনঃ
যদি আপনার বিড়াল বমি করে তাহলে যত দ্রুত সম্ভব সে যায়গাটি পরিষ্কার করুন। কারণ বমি থেকে রোগ ছড়াতে পারে যা মানুষকেও আক্রান্ত করে থাকে।
বিড়ালের বমির ধরন খেয়াল করুন। যদি বমি পরিষ্কার জলযুক্ত হয় তবে এটা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই তবে যদি বমির সাথে রক্ত বের হয় অথবা বমির ধরন অস্বাভাবিক মনে হয় তাহলে তার যথাযথ ব্যাবস্থা নিতে হবে।
আপনার বিড়ালের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষন করুন। যদি সে দু একবার বমি করে এবং পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায় তাহলে এটা তেমন গুরুতর কিছু নয়। তবে যদি বিড়াল ঘন ঘন বমি করে, খাবার খেতে না চায় এবং নিস্তেজ হয়ে পড়ে তাহলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কারণ এটা গুরুতর রোগের লক্ষণ হতে পারে। বিড়ালের বমি হলে কি করবেন তা নিচে দেওয়া হলো-
- টিস্যু বা কাপড় দিয়ে বমি পরিষ্কার করুন এবং হাতে অবশ্যই গ্লাভস পড়ে নিবেন।
- যদি আপনার বিড়াল ঘন ঘন বমি করে তাহলে পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করুন।
- যদি আপনার বিড়ালের বমি হওয়া বন্ধ হয় তাহলে তাকে অল্প পরিমাণে পানি বা দুধ পান করতে দিন। তাকে চাটার জন্য বরফের চিপও দিতে পারেন।
- পরবর্তী ২৪ঘন্টা আপনার বিড়ালকে চোখে চোখে রাখুন এবং কোন অস্বাভাবিক অবস্থা খেয়াল করলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।
অসুস্থতার লক্ষ্মণগুলো খেয়াল করুনঃ
যদি আপনার বিড়াল বমি করে তাহলে এব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত এর কারণ খুঁজে বের করতে হবে যে, বিড়াল অসুস্থতার কারণে বমি করেছে কিনা। যদি আপনার বিড়াল দুএকবার বমি করে এবং তারপর স্বাভাবিক হয়ে যায় তাহলে এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে যদি আপনার বিড়াল ঘন ঘন বমি করে, ক্ষুদামন্দা দেখা দেয়, লিটার বক্স ব্যাবহার করতে না চায় কিংবা তার স্বাভাবিক আচরণে পরিবর্তন দেখা যায় তাহলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কারণ এগুলো অসুস্থতার লক্ষণ হতে পারে। তাই এই লক্ষণগুলো দেখা মাত্রই তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।
যদি আপনার সন্দেহ হয় যে, আপনার বিড়াল বিষাক্ত কিছু খেয়েছে এবং তার কারণে বমি হচ্ছে তাহলে পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। বিড়ালের বমি যদি ২৪ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকে তাহলে তাকে দ্রুত পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।
কখন পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করবেন?
যদি আপনার বিড়াল ঘন ঘন বমি করে, ডায়রিয়া হয় এবং নিস্তেজ হয়ে পড়ে তাহলে পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করুন। বমি বিভিন্ন গুরুতর অসুখের লক্ষণ হতে পারে, কখনো কখনো খাবারের বদহজম হলেও বমি হতে পারে। যদি আপনার বিড়াল ঘন ঘন বমি করে, ডায়রিয়া হয়, খাবার খেতে অনীহা দেখায় এবং নিস্তেজ হয়ে পড়ে তাহলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।
বমি এবং ডায়রিয়ার কারণে ডিহাইড্রেশন হতে পারে, যা বিড়ালের জন্য মারাত্মক হতে পারে। যদি আপনার বিড়ালের মধ্যে উপরিউক্ত লক্ষণগুলোর কোন একটি লক্ষণ দেখা যায় তাহলে আপনার পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করা জরুরী।
বিড়ালের হোম ট্রিটমেন্ট cat vomiting treatment at home
যদি আপনার বিড়াল বমি করে তাহলে প্রাথমিক ভাবে আপনি তাকে হোম ট্রিটমেন্ট দিতে পারেন।
- প্রথমত আপনার বিড়ালকে প্রচুর পরিমাণে পানি পান করান। তার সামনে বরফের চিপ দিতে পারেন। যদি সে শুধু পানি পান করতে না চায় তাহলে সাথে টুনা বা মুরগির ঝোল দিতে পারেন।
- দ্বিতীয়ত আপনার বিড়ালকে অল্প অল্প করে খাবার খেতে দিন। তাকে এমন খাবার খেতে দিন যা সহজে হজমযোগ্য, যেমন- সেদ্ধ মুরগি বা ভাত। যদি আপনার বিড়াল এগুলো খায় তাহলে আস্তে আস্তে তাকে তার দৈনন্দিন ডায়েটের খাবার গুলো খেতে দিতে পারেন।
- আপনার বিড়ালেত বিশ্রামের জন্য একটি নিরবিলি যায়গা ঠিক করুন এবং তাকে সেখানে বিশ্রাম নিতে দিন।
- বমির পর প্রাণীদেহ ক্লান্ত অনুভব করে তাই পর্যাপ্ত বিশ্রাম নিলে আস্তে আস্তে সে তার শক্তি ফিরে পাবে।
প্রতিরোধঃ
যদি আপনার বিড়াল বমি করে তাহলে এর কারণ খুঁজে বের করুন। আপনার বিড়ালকে আবর্জনা অন্যান্য অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে রাখুন। পেট খারাপ এড়াতে আপনাত বিড়ালকে সহজে হজমযোগ্য খাবার খাওয়াতে পারেন। আপনাত বিড়ালকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ ও তাজা জল পান করতে দিন। বমি যদি না কমে তাহলে পশুচিকিৎসকের পরামর্শ নিন।
বিড়ালের বমি করা খুবই সাধারণ অসুস্থতা এবং প্রায় সময়ই বিড়ালরা এতে আক্রান্ত হয়। তবে আতংকিত না হয়ে সঠিক ভাবে যত্ন করার মাধ্যমে আপনি আপনার বিড়ালকে পুনরায় সুস্থ করে তুলতে পারেন কারণ বমি করা তেমন গুরুতর অসুস্থতা নয়।
যদি আপনার বিড়াল বমি করে তাহলে এর কারণ খুঁজে বের করুন। খেয়াল করে দেখুন সে এমন কিছু খেয়েছে কিনা যা বমির কারণ হতে পারে। খেয়াল করুন বমির সাথে সাথে ডায়রিয়া বা অন্য কোন অসুস্থতা আছে কিনা, যেগুলো জটিল রোগের উপসর্গ। যদি না থাকে তাহলে আপনার বিড়ালকে অল্প অল্প করে খাবার খেতে দিন এবং বিশুদ্ধ তাজা জল পান করতে দিন।
যদি আপনার বিড়াল বমি করে এবং যদি মনে হয় সে ব্যাথা অনুভব করছে তাহলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান এবং তার পরামর্শ মেনে চলুন। বিড়ালের বমি হলে করণীয় vomiting cat what to do!
পরিশেষে, বমি বিড়ালের খুবই সাধারণ অসুস্থতা। বিড়াল বমি করলে সঠিক যত্নের মাধ্যমে সে আবার সুস্থ হয়ে উঠতে পারে৷ যদি আপনার বিড়াল ঘন ঘন বমি করে তাহলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত।