বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করলে কি করবেন?

আপনার বিড়াল কি হুট করেই লিটার বক্স ব্যবহার বন্ধ করে দিয়েছে? বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করলে কি করবেন? what do you do if your cat stops using the litter box? বিড়াল বিভিন্ন কারণেই হঠাৎ করেই লিটার বক্স ব্যবহার বন্ধ করে দিতে পারে। বিভিন্ন মেডিকেল কন্ডিশন, ইনভায়রনমেন্ট পরিবর্তন, লিটার বক্সজনিত কোন সমস্যা ইত্যাদি নানাবিধ কারণে বিড়াল আর লিটার বক্স ব্যবহার করতে নাই চাইতে পারে। আপনি ইনভেস্টিগেট করে সহজেই লিটার বক্স ব্যবহার করতে না চাওয়ার কারন খুজে বের করতে পারবেন। তবে যেকারনেই এটি হোক না কেন, এগুলি সহজেই নিরাময়যোগ্য। 

তবে মনে রাখবেন, বিড়াল একবার লিটার বক্সে অভ্যস্ত হয়ে গেলে আপনাকে শুধু শুধু বিরক্ত করার জন্য এর ব্যবহার বন্ধ করবে না। তাই তাকে জোর না করে লিটার বক্স ব্যবহার না করার কারন খুজে বের করুন। স্ট্রেস রিলেটেড বিষয়ের জন্য বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করে। তাই আপনি পানিশমেন্ট দিলে সে আরো স্ট্রেসড আউট হয়ে সমস্যা আরো বাড়িয়ে তুলতে পারে।

তাই যথাযথ কারন নির্নয় করা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে বিড়ালের প্রতি একটু বাড়তি সজাক দৃষ্টি রাখুন। যেহেতু এটি অনেকটা বিহেভিওরালের উপর নির্ভরশীল, তাই পরিবর্তনের কারন খুজে বের করলেই এই সমস্যাটি থেকে উত্তরন ঘটাতে পারবেন। পুরো লিখাটিতে আমরা এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো।

কিভাবে বিড়ালকে potty train করবেন অথবা litter box ব্যবহার করা শেখাবেন? জানতে এই আর্টিকেলটি পড়ুন

বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করলে কি করবেন?

বিড়াল কেন লিটার বক্সের বাইরে বর্জ্য ত্যাগ করে?

লিটার বক্স ম্যানেজমেন্ট প্রব্লেমঃ

Why is my cat suddenly pooping outside the litter box? যদি আপনার বিড়াল লিটার বক্সে কমফোর্ট ফীল না করে তবে সে এটি ব্যবহার করতে চাইবে না। এছাড়াও লিটার বক্সে সহজেই যেন এক্সেস পায় সেই ব্যাপারটি নিশ্চিত করতে হবে। নাইলে লিটার বক্স ব্যবহার একদমই করতে চাইবে না। লিটার বক্সের কিছু সমস্যা নিচে দেয়া হলঃ

  • আপনি যদি লিটার বক্স নিয়মিত পরিষ্কার না করেন।
  • যদি প্রতি বিড়ালের জন্য আলাদা আলাদা লিটার বক্স না সরবরাহ করেন তবে একাধিক বিড়াল একটি লিটার বক্স ব্যবহার নাই করতে পারে। তাই সব বিড়ালের জন্য আলাদা আলাদা এবং অতিরিক্ত একটি লিটার বক্স নিশ্চিত করবেন। 
  • যদি বিড়াল অনুযায়ী লিটার বক্সের আকার একদমই ছোট হয়ে যায়। 
  • যদি সহজেই বিড়াল লিটার বক্সের এক্সেস না পায়।
  • লিটার বক্সের হুড ও লাইনার অসুবিধার কারন হলে বিড়াল লিটার বক্স ব্যবহার করতে চায় না। 
  • লিটার বক্স বেশী গভীর হলেও বিড়াল এটি ব্যবহারে স্বাচ্ছন্দ্য নাও পেতে পারে। বিড়াল এক দুই ইঞ্চি গভীর লিটার বক্স পছন্দ করে। 

বিড়ালের সাধারন কিছু রোগ,জানতে এই আর্টিকেলটি পড়ুন

সার্ফেস প্রিফারেন্সঃ

কিছু বিড়াল বর্জ্য নিষ্কাসনে সার্ফেস পছন্দ করতে পারে। যেমন কার্পেট, বেড ইত্যাদি। 

লিটার প্রিফারেন্সঃ

বিড়াল টাচ ও স্মেল সেন্সিটিভ হওয়ায় লিটার পছন্দ নাও করতে পারে। এছাড়াও পারিপার্শ্বিক ভাবেও বিড়াল লিটার বক্স পছন্দ না করে এটির ব্যবহার বন্ধ করে দিতে পারে। একিই লিটার বার বার ব্যবহারের জন্যও বিড়াল লিটার বক্সটি ব্যবহার নাও করতে পারে। 

লোকেশনঃ

লিটার বক্সের লোকেশন বেশ গুরুত্বপুর্ন। কোন সমস্যা না থাকলেও যথাযথ লোকেশন না হওয়ায় বিড়াল লিটার বক্স ব্যবহারে নাও স্বাচ্ছন্দ্য পেতে পারে। সাধারনত তারা নিরিবিলি জায়গায় লিটার বক্স ব্যবহার করতে পছন্দ করে। 

লিটার বক্সে সহজে এক্সেস না পাওয়াঃ

লিটার বক্সে সহজেই এক্সেস না পেলে, বা চারদিকে উচু বাউন্ডারি থাকলে বা উচু কোন স্থানে লিটার বক্স স্থাপন করলে বিড়াল লিটার বক্স ব্যবহার করতে নাও পারে। 

লিটার বক্স ব্যবহারে বিরুপ অভিজ্ঞতাঃ 

লিটার বক্স ব্যবহারে কোন কারণে বিরুপ অভিজ্ঞতা হলে বিড়াল লিটার বক্স ব্যবহার করতে চায় না আর। বিরুপ অভিজ্ঞতায় বিড়াল আপসেট থাকে যার কারণে সে আর আগ্রহ বোধ করে না। আপনি ব্যাপারটি সহজেই ধরতে পারবেন। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সে লিটার বক্স ব্যবহারে কিছুটা হেজিটেট ফীল করছে। বিড়াল লিটার বক্সে প্রবেশ করলেও খুবই দ্রুত বের হয়ে আসে। এছাড়াও পেইন ফীল করলে বা মেডিকেল কোন কন্ডিশন থেকে থাকলে বিড়াল লিটার বক্সে ডিসকমফোর্ট অনুভব করে। তবে বিড়াল সুস্থ হলেও পরবর্তীতে লিটার বক্সে ফিরতে নাও চাইতে পারে। 

ক্যাট কনফ্লিক্টঃ

বাসায় একাধিক বিড়াল থাকলে ক্যাট কনফ্লিক্ট তৈরি হয়। বিড়াল লিটার বক্স শেয়ার করতে পছন্দ করে না। এরা একজন আরেকজনকে নিজের লিটার বক্স ব্যবহারে বাধা দেয়া শুরু করে। 

স্ট্রেসঃ

স্ট্রেসের কারণে লিটার বক্স রিলেটেড প্রবলেম দেখা দিতে পারে। বিভিন্ন ট্রমাটিক কারণে বিড়াল স্ট্রেসড হতে পারে। নতুন কোন বিড়ালকে বাসায় আনা অথবা রুম পরিবর্তন ইত্যাদি বিভিন্ন কারণে বিড়াল স্ট্রেস অনুভব করতে পারে যা লিটার বক্সে ইফেক্ট ফেলে। 

মেডিকেল প্রবলেমঃ

বিভিন্ন মেডিকেল প্রবলেম তথা ইউরিনারী ট্রাক্ট ইনফেকশন, ফেলাইন ইনটারস্টিটাল সিস্টিস, কিডনী স্টোন ইত্যাদি বিভিন্ন কারণে বিড়াল লিটার বক্স ব্যবহার করতে নাও পারে। এসব মেডিকেল কন্ডিশনে বিড়াল ব্যাথা অনুভব করতে পারে। ঠিকমত ইউরিনেট না হওয়ায় বিড়াল লিটার বক্স ছাড়াও বাইরে বর্জ্য ত্যাগ করতে পারে। এছাড়াও হুট করে ইউরিন আসায় সে লিটার বক্সে যাওয়ার সময় করে উঠতে পারে না। ফলে লিটার বক্সটি ব্যবহার করে না বিড়ালটি। এরকম যেকোন স্বাস্থ্যগত সমস্যায় দ্রুত ভেটের কাছে নিয়ে যান। স্বাস্থ্যগত সমস্যা সমাধানের মাধ্যমে এই লিটার বক্সের সমস্যাটি সল্ভ করতে পারবেন। 

বিড়ালের ডায়রিয়া ও তার প্রতিকার কি? জানতে এই আর্টিকেলটি পড়ুন

অন্যান্য কিছু বিহেভিওরাল সমস্যাঃ

ইউরিন মার্কিংঃ

লিটার বক্স রিলেটেড সমস্যার একটি কারন হতে পারে ইউরিন মার্কিং। এজন্য লিটার বক্স ব্যবহার ছাড়াই বাইরে বিড়াল বর্জ্য ত্যাগ করে। ইউরিং মার্কিং এর কারণে বিড়াল লিটার বক্স ছাড়াও জায়গায় জায়গায় ইউরিন ত্যাগ করে। এটি হতে পারে সোফায়, চেয়ারের স্ট্যান্ড বা টেবিলে। 

গরমে বিড়ালের যত্ন কিভাবে নিবেন? জানতে এই আর্টিকেলটি পড়ুন

লিটার বক্সের বাইরে বিড়াল বর্জ্য ত্যাগ করতে থাকলে আপনি কি করবেন?

cat won’t use litter box tried everything. বেশ কিছু টিপস দেয়া হল যাতে আপনি ইনস্ট্যান্ট সল্ভ করতে পারেন এরুপ সমস্যা দেখা দিলে। বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করলে কি করবেন?

  • লিটার বক্স সবসময় পরিষ্কার রাখবেন এবং একদিন পর পর এটি চেঞ্জ করে দিবেন। বেকিং সোডা বা স্মেলবিহীন সাবান দিয়ে এটি পরিষ্কার রাখুন। 
  • বেশিরভাগ বিড়াল বড় আকারের লিটার বক্স ব্যবহার করতে পছন্দ করে। এতে করে সহজেই সে লিটার বক্সে প্রবেশ করতে পারে। 
  • এক দুই ইঞ্চির বেশী গভীর করবেন না লিটার বক্স। 
  • স্মেলবিহীন লিটার বক্স ব্যবহার করতে দিন। বিড়াল স্মেলবিহীন লিটার বক্স পিফার করে। 
  • ছোট অবস্থায় যে ধরনের লিটার বক্স বিড়ালটি ব্যবহার করেছে সেধরনের লিটার বক্সই বিড়ালকে ব্যবহার করতে দিন। 
  • বক্স লাইনার বা লিড অর্থাৎ ঢাকনাযুক্ত লিটার বক্স বিড়াল পছন্দ করে না। তাই সেগুলি পরিহার করুন। 
  • নিরিবিলি স্থানে লিটার বক্স স্থাপন করুন। এছাড়াও জায়গাটি তাদের পছন্দ হচ্ছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকুন। পছন্দ না করলে প্রয়োজনে বিভিন্ন স্থানে লিটার বক্স স্থাপন করে বিড়ালের প্রিফারেন্স বুঝার চেষ্টা করুন। 
  • সেলফ ক্লিনিং লিটার বক্স বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বিড়াল দ্রুতই এটির সাথে খাপ খাইয়ে নিতে পারে। তবুও বিড়াল এটিকে ভালোভাবে এক্সেপ্ট নাও করতে পারে। সেক্ষেত্রে পুরনো ধরনের লিটার বক্স ব্যবহার করুন। 

লিটার বক্স ব্যবহারের সমস্যার সমাধান

লিটার বক্স রিলেটেড যেসব সমস্যা উৎপন্ন হচ্ছে সেগুলির সমাধান করুন। বিহেভিওয়ার চেঞ্জ হলে সেটির কারন বের করুন এবং সমাধান করুন। লিটার বক্স যেন সহজেই ব্যবহারের এক্সেস পায় সেটি নিশ্চিত করুন। অবশ্যই পরিষ্কার রাখবেন লিটার বক্সটি। বিড়াল পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করে।

বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করলে কি করবেন? একাধিক বিড়াল থেকে থাকলে সবার জন্য আলাদা আলাদা লিটার বক্স নিশ্চিত করুন। মেডিকেল রিলেটেড যেকোন সমস্যায় ভেটের পরামর্শ নিন। মেডিকেশন প্রেসক্রাইভ থাকলে সেটি যথাযথভাবে দিন। বিড়ালের কোন কিছুতেই জোর করে ফোর্স করবেন না। ধৈর্য্য নিয়ে সমস্যার সমাধান করুন। এতে করে লিটার বক্স সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। 

2 thoughts on “বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করলে কি করবেন?”

Leave a Comment