বিড়ালের বয়স অনুসারে বিড়ালকে বিভিন্ন পরিমানের ও বিভিন্ন রকমের খাবার (cat food by age) দিতে হবে। সাধারনত সব ধরনের খাবার সব বয়সী বিড়ালের জন্য উপযোগী না। ছানা বিড়াল বা কিছুটা বেশী বয়সী বিড়াল, সিবার জন্য নিউট্রিশন আলাদা ধরনের। আপনার বিড়ালের দীর্ঘ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে লাইফের বিভিন্ন স্টেজে সঠিক খাবারটি খেতে দিন।
যখন বিড়ালের খাবার (cat food by age) অর্থাৎ ক্যাট ফুড কিনবেন তখন প্যাকেজিং এর গাঁয়ে কত বয়সী বিড়ালের উপযোগী সেটি ভালোভাবে লক্ষ্য করুন। বয়সের বিভিন্ন স্টেজে নিউট্রিশন অনুযায়ী বিভিন্ন রকমের খাবার দিতে হয় বিড়ালকে। তাই বিড়ালের বয়স, এনার্জী লেভেল, হজমশক্তি অনুসারে বিড়ালকে যথাযথ ক্যাট ফুডস দিন। অনেক সময় ক্যাট ফুড লেবেল বুঝতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু তবুও ভালোভাবে যাচাই ছাড়া বিড়ালকে ক্যাট ফুডস দিবেন না। প্রয়োজনে ভেটের পরামর্শ নিন ক্যাট ফুডস দেয়ার ব্যাপারে।
American Animal Hospital Association এর মতে, বিড়ালের জীবনচক্রে ৬ টি স্টেজ রয়েছে, যেসব স্টেজে আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে ক্যাট ফুডস (cat food by age) চুজ করতে হবে। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

নিউ বর্ন কিটেন ( ০- ৪ মাস বয়সী বিড়াল)
সদ্য জন্মানো বিড়াল ছানা সাধারনত প্রথম ৮ সপ্তাহ মা বিড়ালের সাথে সাথেই থাকে সবসময়। এই সময়টিতে সে পুরোপুরি মা বিড়াল প্রদত্ত দুধের উপর নির্ভরশীল। এতে করে তার ইমিউনি সিস্টেম বুস্ট আপ হয় এবং বিভিন্ন ডিজিজ মোকাবেলা করা শিখে। এই সময়টিতে ঘুম আর খাওয়া ছাড়া অন্য সব কিছুতে তেমন মনোযোগী থাকে না।
যখন আপনার বিড়াল ছানাটির বয়স ৮-৯ সপ্তাহ হবে তখন সে মা বিড়াল প্রদত্ত দুধ খাওয়া ছেড়ে যেয়। তখন সে যেকোন কিছুর সাথে পরিচিত এবং যেতে প্রস্তুত। হুট করেই লক্ষ্য করবেন সে বেশ তরতাজা এবং শক্ত সামর্থ্য অনুভব করছে। এই সময়টিতে ঘুম, খাওয়া দাওয়ার পাশাপাশি সে এখানে সেখানে ছুটাছুটি করে এবং খেলাদুলা সহ নানাবিধ কাজে নিজেকে ব্যস্ত রাখে। তাই এই সময়টিতে তার পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা খুবই জরুরী।
যেহেতু সে আর মা বিড়ালের দুধ গ্রহন করছে না, তাই তার খাবারে ফ্যাটি এসিড সমৃদ্ধ, ফিশ ওয়েল, ফলিক এসিড, এমিনো এসিড, টাওরিন সমৃদ্ধ বিভিন্ন উপাদানে ভরপুর খাবার নিশ্চিত করা খুবই জরুরী। এসব খাবার বিড়ালের ইমিউন সিস্টেম, হার্ট সিস্টেম, চোখের দৃষ্টি ক্ষমতা, ডাইজেস্টিভ সিস্টেম ইত্যাদি সচল রাখবে এবং শরীর গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। কীটেন ফুডের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন। এই প্রোটিন সোর্স বিভিন্ন ধরনের মাংশ ও খাদ্য উপাদান থেকে পাবে বিড়ালটি।
প্রথম দিকে বিড়ালের গ্রোথ রেট প্রচুর বেশী। এই গ্রোথ রেট ধরে রাখতে প্রচুর পরিমাণে খাবার নিশ্চিত করা খুবই জরুরী। তাই পরিপূর্ণ পুষ্টি নিশ্চতে সঠিক খাবার সঠিক পরিমাণে বিড়ালকে খেতে দিন। এতে করে সে হেলদি হয়ে উঠবে। তবে অবশ্যই এই বয়সী বিড়ালের অনুপযোগী খাবার খেতে দিবেন না। এতে করে ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে বিড়ালটি। প্যাকিং এর গাঁয়ে বিড়ালের বয়স উল্লেখপূর্বক খাবার সম্পর্কে নিশ্চিত হয়ে খেতে দিন। প্রয়োজনে ভেটের সাথে পরামর্শ করুন।
বিড়ালের লোম পড়ে যেতে থাকলে কি করবেন? cat hair loss
জুনিয়র বিড়াল( ৭ মাস – ২ বছর) এবং প্রাইম বিড়াল ( ৩ বছর – ৬ বছর)
জন্ম নেয়ার এক বছর পরেই বিড়ালের বিহেভিওরে অনেক পরিবর্তন দেখতে পাবেন। এতে উদ্বিগ্ন বা অবাক হওয়ার কিছু নেই। সে কৈশর থেকে বড় হওয়ার দিকে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে। জুনিয়র বিড়ালের স্টেজ ৭ মাস থেকে শুরু যা ২ বছরে যেয়ে শেষ হয়। অপরদিকে প্রাইম বিড়ালের বয়স ৩ বছর থেকে শুরু হয়ে ৬ বছরে শেষ হয়।
বিড়ালের বয়স এক বছর পার হলেই বিড়ালকে প্রাপ্ত বয়স্ক বিড়াল হিসেবে বিবেচনা করা হয়। তবে বিড়ালকে বয়স দিয়ে বিবেচনা করা ঠিক নয়। অনেক বিড়ালের বয়স ১০ বছর পার হলেও বেশ শক্ত সামর্থ থাকে। তাই বিড়ালের এক্টিভিটি অনুসারে বিড়ালের খাবারের পরিমাণ (cat food by age) নির্ণয় করুন। একটি এভারেজ ছোট বিড়ালকে ঠিক সেই পরিমানেই খাবার দিন যা তার এনার্জি লেভেল ধরে রাখতে সাহায্য করে।
অর্থাৎ দৈনন্দিন ছুটাছুটিতে যতটুকু শক্তি ব্যয় হয় ঠিক সে পরিমানেই খাবার দিন। যদি আপনার বিড়াল এমন হয় যে দিনে প্রচুর ছুটাছুটি, খেলা দুলা করে তবে তার খাবারের পরিমাণ বাড়িয়ে দিন। আবাআর আপনার বিড়াল যদি আলসে টাইপের হয় যেমন দিনের অনেকটা সময় শুয়ে বসেই কাটিয়ে দেয় তবে তার খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে দিন। অর্থাৎ ক্যালরি যতটুকু খরচ হয় সেই অনুযায়ীই খাবার (cat food by age) দেয়ার চেষ্টা করুন। বিড়ালের এক্টিভিটি লেভেল নিইয়ে ভেটের সাথে কথা বলুন, এতে তিনি সাহায্য করতে পারবেন যে বিড়ালকে ঠিক কি পরিমাণে খাবার দিতে হবে।
প্রাপ্ত বয়স্ক একটি বিড়ালের প্রতি বেলার খাবারে যথেষ্ট পরিমাণে ফ্যাট ও প্রোটিন নিশ্চিত করা খুবই জরুরী। এছাড়াও টাওরিন নিউট্রিয়েন্ট যেন থাকে এই ব্যাপারটিও নিশ্চিত করুন। Hill’s® Science Diet® ক্যাট ফুড দিতে পারেন। বাচ্চা বিড়াল থেকে বড় বিড়াল সবার জন্যই বিভিন্ন লেবেলের এই খাবারটি পেতে পারেন। এতে রয়েছে ব্যালান্সড নিউট্রিশেন্ট বিভিন্ন বয়সের, সাইজের এবং এক্টিভিটি অনুসারে আলাদা আলাদা বিভিন্ন বিড়ালের জন্য।
গরম পানি বা আগুনে বিড়াল পুড়ে গেলে কি করবেন?
ম্যাচুয়র ক্যাটস( ৭-১০ বছর) এবং সিনিয়র ক্যাটস(১১-১৪ বছর)
মিডল স্টেজ ক্যাটের জন্য এই দুই স্টেজ তথা ম্যাচুয়র ও সিনিয়র ক্যাটস। এই সময়ে বিড়াল খুবই খুতখুতে হয়ে উঠে খাবার নিয়ে। তাই এই সময়ে বিড়ালের পুষ্টি নিশ্চিত করুন আর এটাও নিশ্চিত করুন সে যেন ডিহাইড্রেট না থাকে। এই সময়ে বিড়াল যেন ফ্রেশ ও সুপেয় পানি পায় এটিও নিশ্চিত করুন।
বয়স বাড়ার কারণে এই সময় নিউট্রিশন বেশ হিসেব করে তারপর খেতে দিতে হয় বিড়ালকে। কেননা বিভিন্ন মেডীকেল ইস্যু দেখা দেয় এই সময়েই। খুব বেশী পরিমাণে বা খুবই কম পরিমাণে খাবার দেয়া এই সময় বিড়ালকে স্বাস্থ্যগত ঝুঁকির মাঝে ফেলে। বিড়ালের এক্টিভিটি এই সময়ে বেশ কমে যায়।
তাই এরকম বয়সের বিড়ালের ডায়েটে খুব সতর্ক থাকুন। বেশী খাবার বা ক্যালরি পেলে বিড়ালে অবসাদ অনুভব করতে পারে। তাই যথাযথ প্রয়োজন অনুযায়ী নিউট্রিশন নিশ্চিত করুন। Youthful Vitality cat food এই বয়সী বিড়ালদের খেতে (cat food by age) দিতে পারেন। বিভিন্ন ডিজিজ যেমন কীডনি ডিজিজ, ওবেসিটি, অস্টেওথিরিটিস ইত্যাদি বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় হেলদি ডায়েটের কারণে।
গেরিয়াট্রিক ক্যাটস( ১৫+ বয়সী বিড়াল)
এই বয়সী বিড়াল আপনার থেকে বেশী আদর নেয়ার চেষ্টা করবে সবসময়। বয়সের সাথে সাথে তার বিহেভিওরার চেঞ্জ দেখতে পাবেন। আর তার খাবারের মিল টাইমও এই সময়ে পরিবর্তন হবে।
এডাল্ট বা সিনিয়র ক্যাটস দের যেমন লো ক্যালরি সম্পন্ন খাবার দিতে হয় এই ধরনের বিড়ালকেও অনেকটা একিই রকম খাবার দেয়ার প্রয়োজন পড়ে। এ ধরনের বিড়ালের ব্যাপারে খাবার নিয়ে সবসময় কনসার্ন থাকতে হয়। Hill’s® Science Diet® Adult 11+ Age Defying Cat Food এই ধরনের বয়সের বিড়ালের জন্য খুবই উপযোগী। এতে সঠিক পরিমাপের ইনগ্রেডিয়েন্ট থাকে এই বয়সের বিড়ালদের জন্য। এছাড়াও যথেষ্ট পরিমাণে এন্টি অক্সিডেন্ট পাওয়া যায় এই ক্যাট ফুডসটিতে।
তরল ও ড্রাই ধরনের খাবার খেতে দিন এই বয়সের ক্যাটসকে। খাবার যেন সফট হয় কেননা বয়সের কারণে সব দাঁত নাও থাকতে পারে এই বিড়ালগুলির। আপনি ধীরে ধীরেই বিড়ালের খাবার প্রিফারেন্স বুঝতে পারবেন।
সব বয়সী বিড়ালের ক্ষেত্রে মাঝে মাঝে খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আনুন। নাইলে তারা বিরক্ত হয়ে যেতে পারে। কাচা মাছ, মাংস খাবার দেয়া থেকে বিরত থাকুন। বিড়াল যেন পানিশূণ্য না হয় সেটির ব্যাপারে সতর্ক থাকুন সবসময়েই।
1 thought on “বিড়ালের বয়স অনুযায়ী ক্যাট ফুডস cat food by age”