বিড়ালের লোম পড়ে যেতে থাকলে কি করবেন? cat hair loss

বিড়ালকে আদর করতে যেয়ে কখনো কি আপনার মনে হয়ে বিড়ালের লোম পূর্বের থেকে বেশ কম? cat hair loss? শরীরের বিভিন্ন জায়গায় লোম পড়ে যেয়ে গোল গোল ফাকা স্থান দৃশ্যমান হচ্ছে। অনেকগুলি কারণেই আপনার বিড়ালের লোম পড়ে যেতে থাকতে পারে। এরকম সমস্যায় অবশ্যই ভেটের কাছে নিয়ে যান যাতে তিনি ভালোভাবে পর্যবেক্ষন করে আপনার বিড়ালের পরিচর্যায় যথাযথ পরামর্শ দিতে পারেন। 

বিড়ালের লোম পড়ে যেতে থাকলে কি করবেন cat hair loss

ভেটের কাছে নিয়মিত চেক আপ করালে বিড়াল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই বা প্রাথমিক লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করতে পারবেন। নীচে হেয়ার লসের কিছু সিম্পটমস বলে দেয়া হল যাতে আপনি আগে ভাগেই বুঝে উঠতে পারেন বিড়াল ঠিক কি কারণে লোম হারাচ্ছে এবং এতে করণীয় কি সে সম্পর্কে। তবে ভেটের সাথে অবশ্যই সব ব্যাপারেই পরামর্শ করে নিবেন। 

বিড়াল কি কি কারণে লোম হারায়? cat hair loss

বিড়ালের লোম হারানোকে alopecia বা এলোপেকিয়া বলে। বেশ কিছু কারণেই এটি হয়ে থাকে। যদি আপনি কারণটি সঠিকভাবে নির্ণয় করতে পারেন তবে সহজেই আপনি ট্রিটমেন্ট করিয়ে বিড়ালকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারবেন। এতে করে বিড়াল আবার পূর্বের মতোই প্রানবন্ত হয়ে উঠবে। বিড়াল নিম্নোক্ত কারনগুলির জন্য লোম হারাতে পারে। 

১। বিড়ালের স্কিন কন্ডিশনঃ

আপনার বিড়ালের যদি ইনফেকশন হয়ে থাকে অর্থাৎ রিং ওর্ম, ফাঙ্গাল ইনফেকশন, বিভিন্ন ধরনের প্যারাসাইটস, ফ্লী অথবা এলার্জিক কোন রিয়েকশন ইত্যাদি বিভিন্ন কারণেই বিড়ালের লোম পড়ে যেতে পারে। যেহেতু স্কিনে এগুলি হয় আপনার বিড়াল নিজে থেকেই প্রচুর স্ক্র্যাচ করাবে। ওভার গ্রুমিং বা ইচিং ইত্যাদির ফলে এরুপ ক্ষেত্রে বিড়ালের লোম পড়ার হার অনেক বেড়ে যায়। এছাড়াও আক্রান্ত স্থানে তারা প্রচুর পরিমাণে লিকিং করে। 

২। স্ট্রেস কিংবা যন্ত্রণাদায়ক স্কিনঃ

মাঝে মাঝে অতিরিক্ত স্ট্রেসে আমাদের মানুষদেরই নিজেদের চুল টেনে ছিড়ে ফেলতে ইচ্ছে করে। এই ব্যাপারটির প্রয়োগ একট স্ট্রেস বিড়ালের মাঝে দেখতে পাবেন। স্ট্রেস ক্যাট মাঝে মাঝেই নিজেদের লোম টেনে ছিরে ফেলা শুরু করে । বেশিরভাগ সময়েই বিড়াল তার আক্রান্ত স্থানে বা যেখানে যন্ত্রণা অনুভব করছে সেই জায়গাটিতে বেশী বেশী গ্রুম করে। 

৩। বিড়ালের হরমোনঃ

হরমোনাল ইমব্যালান্সের কারণেও বিড়ালের লোম পরা শুরু হতে পারে। স্পেসিফিক কিছু হরমোন বিড়ালের লোমের ঘনত্ব বাড়ানোর কাজ করে। এই হরমোনের কোন প্রকার ইমব্যালান্সের কারণেও বিড়াল লোম হারাতে পারে। এই হরমোন যদি বিড়ালের শরীরের ঠিকমত উৎপন্ন হতে না পারে বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপন্ন হয় তবে বিড়াল লোম হারায়। প্রেগনেন্ট বিড়ালও লোম হারায়। প্রেগনেন্সির সময়ে স্বাভাবিক ভাবেই বিড়ালের শরীরে হরমোনের তারতম্য ঘটে। তাই এই সময়ে বিড়াল লোম হারালে চিন্তিত হবেনা না কেননা সেগুলি প্রেগনেন্সি পিরিওড শেষ হলে আপনা আপনিই গজিয়ে উঠে। 

৪। স্বাস্থ্যগত বা পুষ্টিজনিত বা বিভিন্ন ডিজিজঃ

আনহেলদি ডায়েট বা স্বাস্থ্যগত সমস্যা বা রোগে আক্রান্ত হলে অনেক সময়ে বিড়াল প্রচুর পরিমাণে লোম হারাতে থাকে cat hair loss। ঠিকমত পুষ্টি না পেলে বিড়ালের লোম আপনা আপনিই অনেক কমে যেতে থাকে। এগুলি সাধারন সমস্যা তবে বিড়ালের লোম স্বাভাবিকের চেয়ে বেশী পড়ে যেতে দেখলেই ভেটের সাথে যোগাযোগ করুন। উনিই এর লোম পড়ে যাওয়ার আসল সমস্যা উদঘাটন করতে পারবেন। আর সাথে পুষ্টি সমৃদ্ধ্ব খাবার নিশ্চিত করুন। 

হেয়ার লসের কিছু সমস্যা সংক্রামক। এগুলি বিড়াল থেকে মানুষের মাঝেও সংক্রমিত হতে পারে। যদিও এরকমটা খুব কম হয়ে থাকে কিন্তু রিস্ক নেয়ার কি দরকার! তাই দ্রুত ভেটের সাথে যোগাযোগ করুন যাতে আপনি ও বিড়াল দুজনেই সুস্থ থাকেন। 

সাধারনত সারা বছরের যেকোন সময়েই বিড়ালের লোম পড়া জাতীয় সমস্যা দেখা দিতে পারে। তবে গ্রীষ্মে বা বর্ষার দিনে লোম কিছুটা বেশী পড়তে পারে। যদি পুরো শরীর জুড়েই লোম পড়তে থাকে এবং গোল চাকতির মত কিছু দেখতে না পান তবে এটিকে স্বাভাবিক হিসেবেই ধরে নিতে পারেন। 

৫। Endocrine ডিজওর্ডারঃ 

বিভিন্ন থাইওর‍য়েড সমস্যা, ওজন কম ইত্যাদি কারণে বিড়াল লোম হারায়। 

৬। মেডিকেশন সাইড ইফেক্টঃ

বিভিন্ন ঔষুধের সাইড ইফেক্টে এলোপেকিয়া বা লোম হারানোর উপসর্গ দেখতে পারে। এই ঔষুধগুলি বন্ধ করে দিলে দেখতে পাবেন বিড়ালের লোম কমে যাওয়া সমস্যা ঠিক হয়ে যাচ্ছে।

৭। ক্যান্সারঃ 

ক্যান্সারের কারণেও বিড়াল লোম হারাতে পারে cat hair loss। শরীরের কোন কোষের অস্বাভাবিক বৃদ্ধিতে বিড়ালের হেয়ার লস শুরু হতে পারে। তবে এ ধরনের গুরুত্বপূর্ণ কারন খুব কম দেখা যায় বিড়ালের মাঝে। 

ভেটরা কীভাবে ট্রিটমেন্ট করান?

ভেটরা সাধারনত প্রথমেই এলোপেকিয়া যে যে কারণে হতে পারে সেটি খুজে বের করেন। এজন্য তারা বিড়ালকে পুরো চেক করেন। যদি ফ্লীর কারণে লোম পড়ছে সেটি বুঝতে পারেন তবে উনারা ফ্লী প্রতিরোধের ট্রিটমেন্ট করিয়ে থাকেন। ফ্লীর কারণে বিড়ালের শরীরে ইচিং বা হেয়ার লস হয় ফ্লীর কারণে। 

ভেট লোমের স্যাম্পল বা স্কিনের কিছু স্যাম্পল নিয়ে টেস্ট করিয়ে দেখতে পারেন কোন্ন রিং ওর্ম বা প্যারাসাইট আছে কিনা। উদ্বেগের কিছু নেই। এটি একদমই যন্ত্রনাদায়ক নয়। মাঝে মাঝেই ভেটের কাছে নিয়ে গেলে ভেটরা এরকম টেস্টের জন্য স্যাম্পল নোট পারেন। এলার্জিক প্রতিক্রিয়া, স্কিন কন্ডিশন ইত্যাদি বিভিন্ন ধরনের চেক আপে এটি ব্যবহার করা হয়। প্রয়োজনে হেয়ার লসের কারন খুজে বের করতে তারা ব্লাড স্যাম্পল সংগ্রহ করেন এবং টেস্ট করান। 

যদি সব টেস্টের পরেও কোন কারন খুজে পাওয়া যা যায় তবে ভেটরা ভেটেরিনারি ডার্মাটোলোজিস্ট সাজেস্ট করতে পারেন। 

যদি ভেট অন্য কিছু সন্দেহ করেন যেমন বিহেভিওরাল চেঞ্জ বা লাইফস্টাইল বা অন্য কিছুর কারণে বিড়াল হেয়ার লস করতেসে তব্বে বিড়ালের লাইফ স্টাইল, খাবার দাবার ইত্যাদি চেঞ্জের পরামর্শ দিতে পারেন। এছাড়াও বিড়াল কোন কারণে স্ট্রেস ফীল করলেও সেটি যেন আর না করে সেজন্যও ভেট আপনাকে যথাযথ পরামর্শ দিতে পারেন। 

গরম পানি বা আগুনে বিড়াল পুড়ে গেলে কি করবেন?

Alopecia/ এলোপেকিয়া হলে কীভাবে ট্রিটমেন্ট করাবেন?

Alopecia হলে বিড়ালের হেয়ার লস হয়ে থাকে। বিভিন্ন টেস্ট করানোর পর ভেট এই ব্যাপারে নিশ্চিত হলে মেডিকেশন হিসেবে তিনি বিভিন্ন ধরনের ফ্লী কন্ট্রোল প্রোডাক্ট সাজেস্ট করতে পারেন। প্যারাসাইট বা রিং ওর্ম কারন হলে তিনি বিভিন্ন এন্টি ফাংগাল ট্রিটমেন্ট সাজেস্ট করবেন। 

এলার্জিক স্কিন হলে দীর্ঘদিন ব্যাপী চিকিৎসা করাতে হয়। এক্ষেত্রে আপনার ভেটেরনারী ডার্মাটোলোজিস্টের পরামর্শের প্রয়োজন হবে। যে খাবার বা দ্রব্যের কারণে এলার্জিক রিয়েকশন হচ্ছে সেটি বুঝতে পারলে পুরোপুরি সেগুলি এভোয়েড করে চলুন। 

যদি স্ট্রেস রিলেটেড কারণে বিড়ালের লোম পড়ে যেতে থাকে তবে বিহেভিওরাল ভেটের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করান। তারা স্ট্রেসের কারন খুজে বের করে আপনাকে সঠিক পরামর্শ দিবেন বিড়ালকে স্ট্রেস থেকে বের করিয়ে আনতে। এতে করে বিড়ালের লোম পরার হার অনেক কমে যাবে। 

যদি ভেটের ইনভেস্টিগেশনে বের হয় যে, শরীরের কোন অঙ্গে যন্ত্রনার কারণে লোম বেশী পড়ছে তবে উপযক্ত মেডিকেশনের মাধ্যমে ভেট বিড়ালের ট্রিটমেন্ট করাবেন। যখন ব্যাথা একদম ভালো হয়ে যাবে বিড়ালের লোম পড়ার হার অনেক কমে যাবে। 

যদি বিড়ালের এলোপেকিয়া ধরা পড়ে তবে দ্রুতই ভেটের কাছে নিয়ে পরামর্শ করুন। ফলে সহজেই বিড়াল আরোগ্য হয়ে সুন্দর, আনন্দদায়ক জীবনযাপন করতে পারবে। 

বিড়ালের লোম পড়ে গেলে নতুন করে কি গজায়?

সাধারনত বিড়ালের লোম পড়ে গেলে (cat hair loss) সেটি পুনরায় গজায়। তবে থাইওর‍য়েড বা স্টেরয়েডজনিত কারন ছাড়া অন্য যেকোন কারণেই বিড়ালের লোম পরুক না কেন সেটি আবার নতুন করে গজাবেই বিড়াল ঠিকমত সুস্থ হলেই। তবে যেকোন সমস্যাতে ভেটের কাছ থেকে পরামর্শ নিয়ে নিবেন। 

2 thoughts on “বিড়ালের লোম পড়ে যেতে থাকলে কি করবেন? cat hair loss”

Leave a Comment