বাইরে বেরুনোর সময় বিড়ালের গলায় দড়ি পড়ানোর ট্রেনিং harness and leash for cats

আপনার পোষা বিড়ালকে যদি আপনার সাথে বাইরে নিয়ে যেতে চান বা এডভেঞ্চারের সঙ্গী করতে চান তবে অবশ্যই তার গলায় বন্ধনী বা দড়ি সদৃশ লিশ পড়াতে হবে এবং লিশ (harness and leash for cats) পড়িয়ে তাকে হাটার জন্য প্র্যাকটিসও করাতে হবে। লিশ ওয়াকিং বাইরে বেরুনোর সময় অনাকাংক্ষিত যেকোন সিচুয়েশন বা দুর্ঘটনা থেকে আপনার বিড়ালকে নিরাপত্তা দিতে পারে যেহেতু সে খুব কাছে কাছেই থাকবে আপনার।

আপনার ট্রাভেলিং ও ভেটের কাছে বিড়ালকে নিয়ে যাওয়ার সময় লিশ ওয়াকিং খুবই উপকারী। তবে প্রথমেই লিশ ওয়াকিং কমফোর্টেবল নাও হতে পারে। এজন্য আপনার বিড়ালকে ট্রেনিং দেয়া লাগতে পারে কিছুটা। এবং আপনার অভ্যস্ত হতেও কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে। তবে একবার অভ্যস্ত হয়ে গেলে আপনি ও আপনার বিড়াল দুজনেই ব্যাপারটা খুবই উপভোগ করবেন। 

বিড়াল বাইরে বেরুতে খুবই পছন্দ করে। যদি বিড়াল খুবই ছুটাছুটি করে তবে লিশ ওয়াকিং অবশ্যই মেইনটেইন করতে হয় বাইরে গেলে। 

বিড়ালকে যদি নিয়মিত বাইরে নিয়ে যান তবে বিড়ালের মেজাজ বেশ প্রফুল্ল থাকবে। সে সহজেই স্ট্রেসড হবে না। তাই বাইরে বেরুতে লিশ ওয়াকিং দ্বারা সহজেই এবং নিরাপদে বিড়ালকে নিয়ে ঘুরে বেড়াতে পারেন।

এজন্য বেশ স্বল্প সময়েই বিড়ালকে ট্রেনিং দিতে পারেন লিশ ওয়াকিং এ। বিড়াল ছোটি থাকা অবস্থাতেই ট্রেনিং দেয়াতে পারেন। এতে করে বিড়াল আরো সহজেই এবং স্থায়ীভাবে এটি গ্রহন করতে পারবে। তবে আপনাকে অবশ্যই ধৈর্য এবং সহনশীল হতে হবে। 

তবে বিড়ালের বয়স, পার্সোনালিটির উপর ভিত্তি করে লিশ ওয়াকিং ট্রেনিং দেয়া নির্ভর করে। অনেক সময় বিড়াল লিশ ওয়াকিং এ কখনো অভ্যস্ত নাও হতে পারে। তাই বিড়ালকে কখনোই জোর করবেন না। যদি বুঝতে পারেন আপনার বিড়াল harness and leash for cats লিশ ট্রেনিং উপভোগ করছে তবে নীচের ধাপ অনুসরণ করে ট্রেনিং দেয়া শুরু করতে পারেন। 

harness and leash for cats

পরিচয়পর্বঃ harness and leash for cats

প্রথমেই একটি পজিটিভ এক্সপেরিয়েন্স তৈরী করেন বিড়ালটির সাথে। লিশ বা দড়ি খাবারের আশে পাশেই রাখুন। এতে স্মেল নেয়ার মাধ্যমে সে এটির সাথে আস্তে আস্তে আগে থেকেই পরিচিত হওয়া শুরু করবে। মাঝে মাঝে বিড়ালকে ট্রিট দেয়ার মাধ্যমে তাকে লিশের সাথে আরেকটু আগ্রহী করে তুলতে পারেন।

লিশিং ব্যবহারে কিছুটা আওয়াজ সৃষ্টি হয় যা বিড়াল প্রথমে পছন্দ নাও করতে পারে। তবে চিন্তার কিছু নেই, সে ধীরে ধীরে এর সাথে অভ্যস্ত হয়ে উঠবে। 

নতুন বিড়ালকে কিভাবে পুরাতন বিড়ালের সাথে পরিচয় করিয়ে দিবেন? জানতে এই আর্টিকেলটি পড়ুন

লিশ পড়িয়ে দেয়াঃ leash for cats

যেহেতু বিড়াল হার্নেস বা লিশের সাথে কিছুটা পরিচিত হয়েই উঠেছে তাই এখন একে বিড়ালের গলায় পরিয়ে দিন। এই সময়টিতে বিড়ালকে বেশী বেশী ট্রিট দিন যাতে সে এই ব্যাপারে আরো উৎসাহী হয় এবং লিশ বা হার্নেস পড়তে বাধা না দেয়। খাবারের ঠিক পূর্বেই লিশ পড়িয়ে দিতে পারেন। বেশ কিছুদিন একিইভাবে চেষ্টা করুন। এতে সে দ্রুতই অভ্যস্ত হয়ে উঠবে। 

শুরুতেই বিড়াল যদি অভ্যস্ত হয় তবে এখন একটু টাইট করে এটিকে অভ্যস্ত করে তুলুন। হার্নেস পড়িয়ে দেয়ার পর এক দুই আঙ্গুল ভেতরে ঢুকান। যদি সহজেই ঢুকে যায় তবে বুঝবেন টাইট ঠিক আছে। বিড়াল এতে অস্বস্তি অনুভব করবে না। তবে বিড়াল ভীত হয়ে গেলে সাথে সাথেই খুলে ফেলুন। 

প্রথমে হার্নেস পড়িয়ে ফেললে সাথে সাথেই বিড়ালকে রিওয়ার্ড দিন। এতে করে বিড়ালটি হার্নেসের সাথে আরো আগ্রহী হয়ে উঠবে। যদি বিড়াল হার্নেসের সাথে কমফোর্টেবল হয়ে উঠে তবে হার্নেস সহ বিড়ালকে খেলার জন্য ছেড়ে দিন পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করে। তবে রিওয়ার্ডের পরিমাণ বাড়িয়ে দিন। 

তবে এটি খুবই নর্মাল বিড়াল প্রথমে ফ্রিজ হয়ে যাওয়া, কিংবা একেবারেই না হাটা। কারন বিড়ালের কাছে এই ব্যাপার খুবই স্ট্রেঞ্জ। কিছুদিন সময় গেলেই বিড়াল এটিতে অভ্যস্ত হয়ে উঠবে।

যদি আপনার বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করেল কি করবেন? জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন

হার্নেসের সাথে লিশ এটাচ করাঃ

হার্নেস কয়েক সপ্তাহ পড়ানোর পর এটির সাথে লিশ এটাচ করে দিতে পারেন। যখন হার্নেস সাথে নিয়ে বিড়াল একা একাই স্বাভাবিক হাটাচলা শুরু করে তবে এটির সাথে লিশ এটাচ করে দিতে পারেন। 

এমন ভাবে রুম সাজান যাতে লিশ এটাচ করায় বিড়ালের কোন দুর্ঘটনা না ঘটে। ফার্নিচার থেকে যেন কোনরুপ দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে খেয়াল রাখুন। প্রচুর ট্রিট দিন এই সময়ে এবং খেলনা দিয়ে খেলতে অনুপ্রেরনা দিন। লিশ সংযুক্ত থাকা অবস্থাতেই বিড়ালকে চলাফেরা করতে দিন। মাঝে মাঝে লিশ ধরে আপনিও বিড়ালকে হাটা চলা করান। এভাবে বিড়ালের সাথে প্র্যাকটিস করতে থাকুন। অবশ্যই রিওয়ার্ড, চকলেট, খেলনা ইত্যাদি দিতে ভুলবেন না। 

কিছুদিন প্র্যাকটিসের পর আস্তে আস্তে বিড়ালকে নিয়ে বের হোন। বেশী দূরে আবেন না। আশে পাশেই কিছুদূর নিরাপদ দূরত্বে হাটা চলা করুন। লিশ ধরে হাটার সময় বিড়াল যেন অযথা টান ফীল না করে সেদিকে খেয়াল রাখবেন। 

তাছাড়া আপনি যদি জানতে চান বিড়ালের নখ কিভাবে কাটোবেন? জানতে আমাদেরেই আর্টিকেলটি পড়ুন

বাইরে বের হওয়াঃ

প্রথম প্রথম যখন বিড়ালকে নিয়ে বাইরে যাবেন তখন বিড়াল খুবই হাই এলার্ট এবং কো অপারেটিভ নাও হতে পারে। কেননা এই ব্যাপারটি তার কাছে একদমই নতুন। এই সময়ে তাকে নিয়ে বেশ দূরে কোথাও ঘুরতে যান। এতে সে ন্যাচারের সাথে ভালোভাবে খাপ খাওয়াতে পারবে। শান্ত নিরিবিলি কোন জায়গা পছন্দ করুন ঘুরতে নিয়ে যাওয়ার জন্য।   

সবসময় তার পাশে থাকুন এবং তাকে পছন্দ করতে দিন কোনদিকে যেতে হবে। লিশ অবশ্যই লুজ রাখবেন এবং লিশ ধরে ঠিক পেছনেই হাটবেন। অবশ্যই কোন ব্যাপারে তাকে ফোর্স করবেন না। 

ধীরে ধীরে সে এটির সাথে খুবই খাপ খাওয়ে নিবে। প্রথমদিকে কিছুটা ফ্রিক আউট হলেও এটি পরবর্তীতে একদম ঠিক হয়ে যাবে। যদি প্যানিক হয়ে যায় কোন কারণে তবে টাওয়েল পেচিয়ে তাকে কোলে রাখুন। উপরের বর্ণনা অনুযায়ী কয়েকবার বাইরে লিশ ওয়াকিং করলে সে আর প্যানিক হবে না। 

তবে বিড়াল মাঝে মাঝে লং ওয়াকিং এ আগ্রহ হারিয়ে ফেলতে পারে কিংবা সে উপভোগও করতে পারে। পুরো ব্যাপারটি তার মুডের উপর নির্ভর করে। তাই বিড়াল যে কাজটি করে স্বাচ্ছন্দ্যবোধ করে সেটিই করতে দিন। বিড়ালের কমফোর্ট জোনের বাইরে কখনো ফোর্স করবেন না। 

একটু থামুন–আপনি কি জানেন বিড়ালের হিট আসলে আদতে কি করতে হবে? যদি না জেনে থাকেন, তাহলে আমাদের আর্টিকেলটি পড়ে দেখতে পারেন।

লিশ ওয়াকিং টিপ্সঃ

একটি বিড়ালের লিশ ট্রেনিং কুকুরের লিশ ট্রেনিং হতে ভিন্ন। এছাড়াও তাদের হার্নেস ও লিশও ভিন্ন ধরানার harness and leash for cats। তাই অবশ্যই বিড়ালের উপযোগী সরঞ্জামাদি লিশ ট্রেনিং এ ব্যবহার করবেন। নিচে অতিরিক্ত কিছু টিপস দেয়া হল ট্রেনিং এর সুবিধার্থে।  

১। লিশ পরা অবস্থায় বিড়ালকে কখনো একাকী বাইরে বের হতে দিবেন না। সবসময় আপনি সাথে সাথে থাকবেন। একাকী লিশ পরিহিত অবস্থায় বিড়াল বাইরে গেলে যেকোনভাবে দুর্ঘটনা ঘটে যেতে পারে। 

২। বিড়াল বাইরে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করলে সবসময় বাইরে নিয়ে বের হবেন না। এতে করে তার কান্নার পরিমাণ বেড়ে যাবে এবং প্রায়ই আপনাকে তাকে নিয়ে বের হতে হবে। 

৩। কখনো এক মুহুর্তের জন্যও বিড়ালকে বাইরে একা ছাড়বেন না। এতে করে নিজেকে আহত করাসহ বিড়াল যেকোন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। 

৪। লিশ পরিয়ে প্রথমেই বিড়ালকে বাইরে নিয়ে যাবেন না। সর্বপ্রথমে ঘরে বসেই বিড়ালকে লিশ ট্রেনিং দেয়ান। এতে সে স্ট্রেসড আউট হবে না। 

৫। লিশ পরা অবস্থায় মাঝে মাঝে বিড়ালকে হালকা পেছন থেকে টান দিন। যাতে প্রয়োজনের সময় টান দিলে সে প্যানিক না হয় এবঙ্গা গে থেকেই অভ্যস্ত থাকে। 

৬। বিড়ালের সাথে আপনি ইনডোর বা ঘরের ভেতরে হেটে বেরান। এতে করে সে পুরো বিষয়টির সাথে খাপ খাইয়ে নিবে বাইরে বেরুনোর পুর্বেই। 

৭। এরপর বিড়ালকে নিয়ে বাইরে বের হতে পারেন। ফোর্স করবেন না কোন ব্যাপারে। পুরো ব্যাপারটিতে উৎসাহ দিতে বিড়ালকে রিওয়ার্ড দিন। harness and leash for cats ট্রেনিং পুরোপুরি শেষ হয়ে গেলে আপনি ও আপনার বিড়াল দুজনেই পুরো ব্যাপারটি তুমুল উপভোগ করবেন। 

বিড়ালের লোম পরে যেতে থাকলে কি করবেন? জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন

Leave a Comment