বিড়াল অসুস্থ হলে করণীয় How do you treat a sick cat

আপনার আদরের পোষা বিড়াল অসুস্থ হলে নিম্নলিখিত উপায়ে আপনার বিড়ালের যত্ন নিতে পারেনঃ How do you treat a sick cat

প্রথমত তাদেরকে পরিমান  বিশুদ্ধ পানি পান করতে দিতে হবে। এছাড়া তাদেরকে সুষম খাদ্য খেতে দিতে হবে। তারা যদি খাবার খেতে না পারে তাহলে তাদেরকে তরল খাবার খেতে দিন।

যদি আপনার বিড়ালের শ্বাস নিতে সমস্যা হয় তাহলে যত দ্রুত সম্ভব পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। ঘরের নিরিবিলি যায়গায় অসুস্থ বিড়ালের বিশ্রামের ব্যাবস্থা করতে হবে। 

বিড়ালের অসুস্থ হওয়ার লক্ষণঃ

বিড়াল অসুস্থ হলে তাদের স্বাভাবিক আচরণে পরিবর্তন দেখা যায়। নিম্নলিখিত লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার বিড়াল অসুস্থ কিনা-

  • ক্ষুদা হ্রাসঃ আপনার বিড়াল যদি খেতে না চায় অথবা বেছে বেছে খাবার খায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বিড়াল অসুস্থ৷ কারণ বিড়াল খাবার খেতে খুবই পছন্দ করে তাই বিড়ালের খাবার খাওয়ায় অনীহা দেখলে বুঝে নিতে হবে যে, সে অসুস্থ বোধ করছে।
  • অতিরিক্ত ঘুমঃ আপনার বিড়াল যদি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঘুনায় তাহলে বুঝতে হবে সে অসুস্থ৷ বিড়াল এমনিতেও প্রচুর ঘুমায় তবে আপনার পোষা বিড়াল যদি তার দৈনন্দিন রুটিনের তুলনায় অত্যাধিক মাত্রায় ঘুমায় তাহলে আপনার উচিত কোন পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া। কারণ বিড়ালের  অত্যাধিক মাত্রায় ঘুমানো বিড়ালের অসুস্থতার লক্ষণগুলোর মধ্যে একটি।
  • স্বাভাবিকের চেয়ে বেশি ডাকাঃ যদি আপনার পোষা বিড়াল স্বাভাবিকের তুলনায় বেশি ডাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সে অসুস্থ এবং অত্যাধিক মাত্রায় মিউ মিউ করে ডেকে আপনাকে কিছু বোঝাতে চাইছে। তাই এই লক্ষণ দেখা গেলে নিকটস্থ পশু চিকিৎসকের কাছে নিয়ে যান।

How do you treat a sick cat বিড়াল অসুস্থ হলে করণীয়ঃ

যদি আপনার বিড়ালের আচরণে পরিবর্তন খেয়াল করেন অথবা উপরে উল্লেখিত লক্ষণগুলো দেখতে পান তাহলে আপনার উচিত দ্রুত কোন পদক্ষেপ নেওয়া। How do you treat a sick cat বিড়াল অসুস্থ হলে নিম্নলিখিত উপায়ে তার যত্ন নিতে পারেন-

আপনার বিড়াল অসুস্থ হলে দ্রুত তাকে কোন পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। পশুচিকিৎসক আপনার বিড়ালের অসুস্থতা নির্ণয় করে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন। 

আপনার বিড়ালকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে দিন। অসুস্থ বিড়ালের ক্ষুদা হ্রাস পায় তাই নিশ্চিত করতে হবে আপনার আদরের পোষা বিড়ালটি  হাইড্রেটেড রয়েছে। 

বাড়িতে আপনার বিড়ালের যথাযথ যত্ন নিন। আপনার আদরের বিড়ালটি অসুস্থ বোধ করলে তার আরামের জন্য তাকে পরিষ্কার এবং নিরিবিলি যায়গায় বিশ্রাম নিতে দিন। নিয়মিত গ্রুমিং করুন এবং লিটার বক্স সবসময় পরিষ্কার রাখুন। তাকে একটি নরম আরামদায়ক বিছানায় বিশ্রাম নিতে দিন এতে সে কিছুটা আরাম বোধ করবে। 

কখন পশু চিকিৎসকের কাছে নিয়ে যাবেন?

নিচের লক্ষণগুলো দেখা গেলে আপনার বিড়ালকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান-

সাধারণত বিড়াল অসুস্থ হলে তারা লুকিয়ে থাকতে পছন্দ করে। একজন দায়িত্বশীল পোষা প্রাণীর অভিবাবক হিসেবে, কখন আপনার পোষা বিড়ালকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাবেন, তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। নিচের লক্ষণগুলো দেখা গেলে আপনার পোষা বিড়ালকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান-

  • খাদ্যাভ্যাসে পরিবর্তনঃ বিড়ালের ক্ষুদামন্দা বিড়ালের অসুস্থতার একটি লক্ষণ। যদি আপনার বিড়াল স্বাভাবিকের চেয়ে কম খায় তাহলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে তাকে কোন পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।
  • বাথরুমের অভ্যাসের পরিবর্তনঃ যদি আপনার বিড়াল ঘন ঘন প্রস্রাব করে কিংবা ডায়রিয়া হয় তাহলে তার অসুস্থতা বেড়ে যাওয়ার আগেই তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। কারণ এটা বিড়ালের দেহের অভ্যন্তরীণ কোন জটিল রোগের লক্ষণ হতে পারে।
  • অত্যাধিক পরিস্কারে ব্যাস্ত থাকাঃ সাধারণত বিড়ালরা পরিস্কার থাকতে পছন্দ করে। তবে যদি খেয়াল করেন আপনার পোষা বিড়াল অত্যাধিক মাত্রায় পরিস্কার করতে সারাদিন ব্যাস্ত থাকছে তাহলে তাকে কোন পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

বিড়ালের সাধারণ অসুস্থতাঃ 

বিড়ালরা অসুস্থতার ক্ষেত্রে খুবই সংবেদনশীল। বিড়ালের কিছু কমন রোগ রয়েছে যেগুলোতে বেশিরভাগ বিড়ালই আক্রান্ত হয়ে থাকে। যেমন- শ্বাসতন্ত্রের সংক্রমণ, কানের সংক্রমণ, অন্ত্রের কৃমি। 

শ্বাসতন্ত্রের সংক্রমণ বিড়ালের খুবই কমন একটি অসুখ। সাধারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে বিড়ালের শ্বাসতন্ত্রের সংক্রমণ হয়ে থাকে। এই রোগের লক্ষণগুলো হচ্ছে- সর্দি, হাঁচি, চোখ দিয়ে পানি পড়া, জ্বর। এই সংক্রমণে আক্রান্ত বিড়াল সাধারণত কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায় তবে একজন সচেতন অভিবাবক হিসেবে আপনার জেনে রাখা উচিত এগুলো অনেক সময় নিউমোনিয়ার মত গুরুতর রোগের লক্ষণও হয়ে থাকে। তাই এই ধরনের লক্ষন দেখা গেলে পশুচিকিৎসকের পরামর্শ নিন।

অন্ত্রের পরজীবী বা কৃমি হওয়া বিড়ালের আরো একটি সাধারণ অসুখ। দূষিত মাটি বা পানির সংস্পর্শে গেলে বিড়াল এই সংক্রমনে আক্রান্ত হতে পারে। এই পরজীবি বা কৃমি বিড়ালের বমি, ডায়রিয়া, ওজন হ্রাস এমনকি রক্ত স্বল্পতার কারণও হতে পারে। এমনকি কখনো কখনো বিড়ালের সংস্পর্শে গেলে মানবদেহও এই সংক্রমণে আক্রান্ত হতে পারে। তাই আপনার বিড়ালের মধ্যে বমি বা ডায়রিয়া বা ওজন হ্রাসের মত লক্ষন দেখা দিলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। 

বিড়ালের অসুস্থতার যত্নঃ 

যদি আপনার আদরের পোষা বিড়াল অসুস্থ হয়ে থাকে তাহলে তার আরামের জন্য আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন। নিচে এগুলো আলোচনা করা হলো-

  • তাকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে দিন। বিড়াল অসুস্থ হলে ডিহাইড্রেটেড হতে পারে। তাই তাকে হাইড্রেটেড রাখার জন্য প্রচুর পরিমান বিশুদ্ধ পানি পান করতে দিন।
  • একসাথে অনেক বেশি খাবার খেতে দেওয়ার পরিবর্তে ঘন- ঘন অল্প  করে খাবার খেতে দিন
  • যদি তারা তারপরো খেতে না চায় তাহলে সিরিঞ্জে করে অল্প অল্প করে তরল খাবার খাওয়াতে হবে।
  • তাকে ঘরের নিরিবিলি যায়গায় আরামদায়ক এবং নরম বিছানায় বিশ্রাম নিতে দিন। এতে সে কিছুটা আরাম বোধ করবে। 

অসুস্থ বিড়ালকে একা ছেড়ে দিবেন?

যদি আপনার আদরের পোষা বিড়াল অসুস্থ হয়ে এবং আপনি বুঝতে না পারেন যে কি করবেন- তাকে একা ছেড়ে দিবেন নাকি পশু চিকিৎসকের কাছে নিয়ে যাবেন তাহলে এই লেখাটি আপনার জন্যই। আপনি কোন সিধান্ত নেওয়ার আগে নিচের বিষয়গুলো বিবেচনা করে নিন-

  • আপনার বিড়াল কতটা অসুস্থ?
  • বিড়ালের অসুস্থতার কি কি গুরুতর লক্ষণ দেখা যাচ্ছে। 
  • যদি আপনার কাছে মনে হয় সে বেশি কষ্ট পাচ্ছে তাহলে আপনার উচিত পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া।
  • যদি তার লক্ষণগুলো তেমন গুরুতর না হয় তাহলে তাকে তার মত থাকতে দেওয়াই ভালো। 

বিড়ালরা অসুস্থ হলে তা বেশিরভাগ সময়ই লুকিয়ে রাখে। তাই একজন সচেতন অভিবাবক হিসেবে আপনার উচিত সর্বদা তার খেয়াল রাখা এবং অসুস্থতার কোন লক্ষন দেখলে পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া।

অসুস্থ বিড়ালকে কি কি খাওয়াবেন?

বিড়াল অসুস্থ হলে তার ক্ষুদা হ্রাস পায় এবং প্রয়োজনের তুলনায় কম খাবার খায়। এতে তার পুষ্টিহীনতার সমস্যা হতে পারে৷ তাই তার প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটাতে তাকে সুষম খাবার খেতে দিতে হবে। এক এক বিড়ালের পছন্দের খাবার এক এক রকম তবে আমরা এখন আলোচনা করবো আপনার বিড়াল অসুস্থ হলে তাকে কি কি খেতে দিবেন-

আপনার বিড়াল অসুস্থ হলে তার খাবারের জন্য পশুচিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কারণ পশুচিকিৎসক আপনার বিড়ালের রোগ নির্ণয় করে তার জন্য নির্দিষ্ট ডায়েট দিতে পারবেন যা আপনার অসুস্থ বিড়ালের খেতে সুবিধা হবে। বিড়াল অসুস্থ হলে খাবার খেতে চায় না, তাই তাকে একত্রে বেশি খাবার না দিয়ে সারাদিনে অল্প অল্প করে একটু পর পর খাওয়ানোর চেষ্টা করুন। 

আপনার অসুস্থ বিড়ালের যত্ন নেওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে তাকে প্রচুর পরিমাণ বিশুদ্ধ ও তাজা পানি পান করতে দিন। অসুস্থ বিড়াল পর্যাপ্ত খাবার না খাওয়ার কারণে ডিহাইড্রেটেড হতে পারে তাই তাকে হাইড্রেটেড রাখার জন্য তাকে বিশুদ্ধ পানির পাশাপাশি পর্যাপ্ত তরল খাবার খেতে দিন। 

পরিশেষে বলা যায়

একজন সচেতন অভিবাবক হিসেবে আপনার বিড়ালের অসুস্থতার লক্ষণ দেখার সাথে সাথে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। How do you treat a sick cat যদি সে কোন জটিল রোগেও আক্রান্ত হয় তাহলে পশুচিকিৎসক তা নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারবেন। যেকোন রোগের প্রথম অবস্থায়ই চিকিৎসা শুরু করলে তা নিরাময় করা সম্ভব। আপনার বিড়ালের আচরণ এবং খাবারের দিকে খেয়াল রাখুন এবং অস্বাভাবিক রুটিন দেখলে পশুচিকিৎসকের পরামর্শ নিন। সবশেষে, আপনার বিড়ালকে নিয়িমিত টিকা দিয়ে এবং স্পে বা নিউটারড করে সুস্থ রাখুন

Leave a Comment