বিড়ালের ক্ষত হলে করণীয় How to Care for an Injured Cat

আপনার বিড়াল কোন ভাবে ব্যাথা পেলে দুঃশ্চিন্তা করবেন না।  How to Care for an Injured Cat? আপনি আতংকিত হয়ে গেলে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে, তখন পরিস্থিতি আসলে আরো খারাপ হবে। আপনি শান্ত হয়ে বসুন এবং পরিস্থিতি পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নিন। যদি বিড়াল ছোটখাটো চোট পায় সে ক্ষেত্রে আপনি বাড়িতেই তার চিকিৎসা করতে পারবেন। তবে যদি আপনার কাছে মনে হয় বিড়ালের আঘাতটি গুরুতর তাহলে আপনাকে অবশ্যই পশুচিকিৎসকের সাথে যোগাযোগ করত্ব হবে।

কেউই চায় না তার আদরের পোষা প্রাণীটি আঘাতপ্রাপ্ত হোক, তবে দূর্ঘটনা ঘটতেই পারে। আপনার বিড়াল আহত হলে আপনার বিড়াল যেন কিছুটা ভালোবোধ করে তার জন্য আপনি বাড়িতেই কিছু ব্যাবস্থা নিতে পারেন। যদি বিড়ালের আঘাতপ্রাপ্ত যায়গা থেকে রক্তপাত হয় তাহলে একটি পরিষ্কার কাপড় দিয়ে সে স্থানটিতে চাপ দিয়ে ধরে রেখে রক্তপাত বন্ধের চেষ্টা করুন। যদি এতে রক্তপাত বন্ধ না হয় অথবা আপনার বিড়ালের স্বাস নিত্ব সমস্যা হয় তাহলে তাকে দ্রুত পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।

বিড়ালের ক্ষত হলে করণীয়

How to Care for an Injured Cat বিড়ালের ক্ষত হলে করণীয়ঃ

যদি আপনার বিড়াল গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তাহলে আপনার উচিত যত দ্রুত সম্ভব তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া৷ যদি আঘাতটি গুরুতর না হয়ে থাকে তাহলে আপনি বাড়িতেই তাকে প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। তবে গুরুতর আঘাতের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ততটা কাজে লাগবেনা তাই তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে গেলে, তিনি পরিস্থিতি পর্যবেক্ষন করে চিকিৎসা করতে পারবেন। আপনার বিড়াল আহত হলে কি করবেন সে ব্যাপারে কিছু টিপস নিচে দেওয়া হলোঃ

  • যদি আপনার বিড়ালের ছোটখাটো কাটা বা স্ক্র্যাপ থাকে, তবে গরম জল এবং সাবান দিয়ে জায়গাটি পরিষ্কার করুন। ক্ষতস্থানে অল্প পরিমাণে অ্যান্টিবায়োটিক মলম লাগান এবং একটি জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন।
  • যদি আপনার বিড়ালের আরও গুরুতর ক্ষত থাকে, যেমন গভীর কাটা বা খোঁচা, তাহলে তাকে অবিলম্বে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। আপনার পশুচিকিৎসক ক্ষতটি পরিষ্কার করবেন এবং ক্ষতস্থানে ব্যান্ডেজ করবেন এবং সংক্রমণ রোধ করতে অ্যান্টিবায়োটিক লিখে দিতে পারেন।

আহত বিড়ালের প্রাথমিক চিকিৎসাঃ

আপনার বিড়াল আহত হলে তা নিয়ে আতংকিত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত এবং যত্নের মাধ্যমে আপনার বিড়াল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে৷ বিড়াল আহত হলে কি কি করবেন তার কিছু টিপস নিচে দেওয়া হলো-

প্রথমত, আপনার বিড়ালের ক্ষতস্থান থেকে রক্তপাত হলে একটি পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিন। যদি দুই তিন মিনিটের মধ্যে রক্তপাত বন্ধ না হয় তাহলে তাকে দ্রুত কোন পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।

দ্বিতীয়ত, যদি আপনার বিড়ালের শ্বাস নিতে সমস্যা হয় তাহলে চেক করুন যে আপনার বিড়ালের শ্বাসনালীতে কিছু আটকে আছে কিনা। যদি কিছু আটকে থাকে তাহলে তা পরিষ্কার করার চেষ্টা করুন। তারপরও যদি বিড়ালের শ্বাস নিতে সমস্যা হয় তাহলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উত্তম।

পরিশেষে, আপনার বিড়ালের যদি হাড় ভেঙ্গে যায় বা এমন ধরনের কোন গুরুতর আঘাত পেয়ে থাকে তাহলে তাকে ঘরেই সারিয়ে তোলার চেষ্টা না করে পশুচিকিৎসকের পরামর্শ নিন। এসকল গুরুতর পরিস্থিতিতে পেশাদারদের সাহায্য ছাড়া কিছুই করতে পারবেন না। চিকিৎসা শুরু হওয়ার আগ পর্যন্ত আপনার বিড়ালকে উষ্ণ এবং শান্ত রাখার চেষ্টা করুন।

বিড়ালের ক্ষতের ঘরোয়া যত্নঃ

আপনার বিড়াল আহত হলে কিভাবে বাড়িতে তার যত্ন নিবেন সে ব্যাপারে নিচে আলোচনা করা হলো-

পোষা প্রাণীর অভিবাবক হিসাবে, আপনার বিড়াল যদি ক্ষত হয় তবে কীভাবে তার যত্ন নেওয়া যায় তা জানা গুরুত্বপূর্ণ। যদিও বেশিরভাগ ছোটখাটো কাটা এবং স্ক্র্যাপগুলি বাড়িতে চিকিত্সা করা যেতে পারে, আরও গুরুতর ক্ষতের জন্য পেশাদার চিকিত্সার প্রয়োজন হতে পারে।

আপনি যদি নিশ্চিত না হন, আপনার বিড়ালের ক্ষত গুরুতর কিনা তাহলে বাসায় চেষ্টা না করে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া ভালো। তবে ছোটখাটো ক্ষত বা আঘাতগুলোর জন্য আপনি বাড়িতেই তার চিকিৎসা করতে পারেন। 

বিড়ালের ক্ষতগুলোর ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার কিছু টিপস নিচে দেওয়া হলো-

  • হালকা গরম পানি এবং অল্প সাবান দিয়ে ক্ষত পরিষ্কার করে রাখুন। হাইড্রোজেন পারক্সাইড বা অ্যালকোহল ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এগুলি ক্ষতকে জ্বালাতন করতে পারে।
  • সংক্রমণ প্রতিরোধের জন্য এন্টিবায়োটিক মলম দিতে পারেন তবে অল্প পরিমাণ দিতে হবে।

বিড়ালের ক্ষত প্রতিরোধ

পোষা বিড়ালের অভিভাবক হিসেবে আপনার বিড়াল যদি অসুস্থতায় ভোগে তাহলে এর সকল দায়ভার আপনার। আপনার বিড়ালের ক্ষত কিভাবে প্রতিরোধ করবেন? বিড়ালের ক্ষত প্রতিরোধের কারণগুলো হচ্ছে, অন্য বিড়ালের সাথে লড়াই করা, কোন ধরনের দূর্ঘটনা বা ধারালো কিছুর মাধ্যমে আঘাত পাওয়া।

আপনার বিড়ালের আঘাত পাওয়া প্রতিরোধ করতে কিছু টিপস দেওয়া হলো-

১. আপনার বিড়ালকে সর্বদা বাড়িতে রাখুন। এতে অন্যান্য বিড়ালের সাথে লড়াই করা থেকে বিরত থাকবে।

২. আপনার বিড়ালের নখ ছোট রাখুন। নখ বড় হলে অনেকসময় বিড়াল নিজের নখের আচড় খেতে পারে, এছাড়া আপনি কিংবা অন্য কেউও বিড়ালের আচড় থেকে রক্ষা পাবে।

৩. বাড়ির আশেপাশের জিনিষগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। বাড়ির আশেপাশে যেন ধারালো কিছু না থাকে সে ব্যাপার নিশ্চিত করুন। এতে বিড়াল ছোটাছুটি করার সময় দূর্ঘটনা থেকে রেহাই পাবে।

একটি আহত বিড়ালকে কিভাবে পরিবহন করবেন?

যদি আপনি রাস্তায় একটি বিড়ালকে আহত অবস্থায় খুঁজে পান এবং তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চান তাহলে কিভাবে তাকে পরিবহন করবেন?

একটি আহত বিড়ালকে কিভাবে পরিবহন করবেন তার টিপস নিচে দেওয়া হলো-

১. সম্ভব হলে বিড়ালকে ধরার সময় গ্লাভস পরুন৷ এটি আপনাকে বিড়ালের যেকোন রোগ থেকে রক্ষা পেতে সহায়তা করবে।

২. বিড়ালের ক্যারিয়ারে কম্বল বা তোয়ালে দিয়ে দিবেন। এতে বিড়ালের জন্য আরামদায়ক নরম বিছানা তৈরি হবে।

৩. গাড়িতে বিড়াল পরিবহন করলে সমান ও সুরক্ষিত যায়গায় বিড়ালের ক্যারিয়াটি রাখুন। 

৪. চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিড়ালটিকে নিকটস্থ পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।

বিড়ালের ঘা শুকানোর ওষুধ

আপনার বিড়ালের অস্বস্তি কমাতে এবং তাকে দ্রুত সুস্থ করতে কিছু কাজ করতে পারেন। যেমন বিড়ালের ক্ষতের যায়গাটিকে শুস্ক, পরিষ্কার এবং আরামদায়ক করে রাখা। সাবান মিশ্রিত পানি দিয়ে আপনি বিড়ালের থাকার যায়গাটি পরিষ্কার করতে পারেন। তবে সাবান মিশ্রিত পানিতে সাবানেএ পরিমাণ কম দিবেন এবিং পরিস্কার করার পর, পরিষ্কার পানি দিয়ে সে স্থানটি আবার ভাল করে ধুয়ে ফেলবেন। এটা না করলে সাবানের কারণে বিড়ালের ক্ষত স্থান জ্বালা করবে। উষ্ণ এবং নরম কাপড় দিয়ে বিড়ালের ক্ষত স্থানটি পরিষ্কার করুন।

বিড়ালের ক্ষত স্থানটি পরিষ্কার করার পর এটি সম্পূর্ন ভাবে শুকাতে হবে। এরজন্য সবচেয়ে ভালো হবে ব্লো ড্রায়ার ব্যাবহার করা। আপনার বিড়ালের কাছ থেকে ১২ইঞ্চি দূরে ব্লো ড্রায়ার সেট করবেন এবং ক্ষতের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্ষত স্থানটি শুকাবেন।

ক্ষতস্থানটি পরিষ্কার এবং শুষ্ক করার পর ক্ষতস্থানটিতে, ক্ষত বা পোড়ার জন্য তৈরি করা মলম লাগিয়ে দিবেন।

বিড়ালের ব্যাথার ওষুধ

বিড়ালের ব্যাথার জন্য বিভিন্ন ওষুধ রয়েছে। ব্যাথার ধরনের উপর নির্ভর করে এসব ওষুধ ব্যাবহার করতে হয়।

তীব্র ব্যাথা যেমন সার্জারি, ট্রমা বা দাঁতের ক্ষেত্রে সাধারণত বুপ্রেনরফাইন বা ফেন্টানাইল জাতীয় পেইনকিলার ব্যাবহার করা হয়।  এই ওষুধগুলো ইঞ্জেকশন বা ট্রান্সডার্মাল প্যাচ এর মাধ্যমে ব্যাবহার করতে হয়৷ 

দীর্ঘস্থায়ী ব্যথার জন্য, যেমন আর্থ্রাইটিস বা ক্যান্সারের কারণে, গ্যাবাপেন্টিন বা ট্রামাডলের মতো পেইনকিলাত ব্যবহার করা যেতে পারে। এই ওষুধগুলো মুখে বা ইনজেকশন দ্বারা দেওয়া যেতে পারে।

আপনার বিড়াল যদি ব্যাথা পায় তাহলে পশুচিকিৎসকের সাথে কথা বলে তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করুন।

আপনার বিড়াল আঘাতপ্রাপ্ত হলে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। ওভার দ্যা কাউন্টার পেইনকিলার গুলো মানুষের ক্ষেত্রে কার্যকর হলেও, বিড়ালের ক্ষেত্রে তা বিপজ্জনক হতে পারে। পশুচিকিৎসকের সাথে পরামর্শ না করে বিড়ালকে কোন ওষুধ খাওয়াবেন না।

বিড়ালের ব্যাথার ধরনের উপর নির্ভর করে তার চিকিৎসা কেমন হবে How to Care for an Injured Cat। তাই বিড়াল ব্যাথা পেলে পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং বিড়ালের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। পেইনকিলার হয়তো কিছু ব্যাথার ক্ষেত্রে ইন্সট্যান্ট কাজ করবে কিন্ত দীর্ঘস্থায়ী ব্যাথার ক্ষেত্রে হয়তো থেরাপি দিতে হতে পারে।

যেহেতু বিড়ালের চিকিৎসার ধরন নির্ভর করে তার ব্যাথার ধরনের উপর, তাই আপনার বিড়াল ব্যাথা পেলে তাকে ভালো করে পর্যবেক্ষণ করুন এবং পশুচিকিৎসককে অবহিত করুন। সঠিক যত্ন এবং চিকিৎসার মাধ্যমে বিড়ালকে সুস্থ ও স্বাভাবিক জীবন উপহার দেওয়া সম্ভব। যদিও ব্যাথা থাকা সত্বেও অনেক বিড়াল তুলনামূলক স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

4 thoughts on “বিড়ালের ক্ষত হলে করণীয় How to Care for an Injured Cat”

  1. বিড়ালের লেজর ডগার দিকে কেটে হার বেরিয়ে গেছে কি করবো

    Reply

Leave a Comment