পোষা বিড়ালের সাথে ঘুমানো উচিত? Cat Sleep in Bed with You?

পোষা  বিড়ালকে সাথে নিয়ে এক বিছানায় ঘুমানোর কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে যা আপনার অবশ্যই বিবেচনায় আনা উচিত। স্বাস্থ্যবিশেষজ্ঞরা এই বিষয়ে নির্দিষ্ট কিছু দিক তুলে ধরেন যা আপনার জানা উচিত। Should You Let Your Cat Sleep in Bed with You?

যারা বলে থাকেন যে, কুকুররা মানুষের সবচেয়ে কাছের এবং ভালো বন্ধু, তারা হয়তো কখনও বিড়াল জাতীয় কোনো প্রাণীর সংস্পর্শে আসেন নি। 

যদিও প্রতিটি বিড়ালই আলাদা এবং তাদের আচরণে ভিন্নতা রয়েছে, কিন্তু কিছু আচরণে তাদের মিলও খুজে পাওয়া যায়। সুপার-কিটি আচরণের পাশাপাশি বিড়ালরা আপনার হৃদয়ের গভীরে জায়গা করে নিতেও সক্ষম। যারা বিড়ালকে পোষা প্রাণী হিসেবে নিয়েছেন তাদের সবার মতেই বিড়াল তাদেরকে একটি আনন্দদায়ক ও উৎফুল্ল এক পরিবেশ উপহার দিয়ে থাকে বলে জানা যায়।

এর মধ্যে অবশ্যই ঘুমনোর সময় বিছানায় বিড়ালকে আদর করাও একটি অংশ। তবে কারো বিড়াল এতে অভ্যস্ত না থাকে এবং রাতে এক সাথে ঘুমানোতে রাজি না থাকে তবে অবশ্যই বিষয়টি এতটা আনন্দময় নাও হতে পারে।

আপনার বিড়ালকে আপনার সাথে ঘুমোতে দেয়ার জন্য যথেষ্ট ভালো দিক রয়েছে। এই ভালো দিকগুলোর মধ্যে রয়েছে- আপনাদের দুইজনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে এবং শারীরিক ও মানসিক উভয় প্রকার শান্তি পাবেন দুজনেই। এছাড়াও একজন অতিথিকে বিছানায় সঙ্গী হিসেবে পাওয়ার মতই বিড়াল মানসিক প্রশান্তির পাশাপাশি  আরামও দিয়ে থাকে।

ঘুমানোর সময় আপনি আপনার বিড়ালের ছন্দময় শ্বাস-প্রশ্বান শুনতে পাবেন যা আপনার শ্রবণশক্তিকেও প্রশান্তি দিবে এবং আরও তাড়াতাড়ি আপনার ঘুম আসবে। 

কিন্তু আপনার বিড়াল কি রাতে চুপচাপ ঘুমাবে কি না এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার উপর তারা আপনার ঘুমে সমস্যা করতে পারে এবং আপনার কিছু স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে আপনার বিড়ালের সাথে ঘুমানোর ফলে।

Should You Let Your Cat Sleep in Bed with You

গর্ভবতী বিড়ালের যত্ন কিভাবে নিবেন? জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন

বিড়াল কিভাবে আপনার ঘুমের উপর প্রভাব ফেলতে পারে Should You Let Your Cat Sleep in Bed with You?

বিড়ালের সাথে ঘুমানো একটি সুন্দর এবং আরামদায়ক সিচুয়েশন যা আপনার মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করবে এবং আপনার এনক্সাইটি জাতীয় যাবতীয় সমস্যায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

কিন্তু অপরদিকে সমস্যার কথা হলো, বিড়ালরা নিশাচর প্রাণী। বিড়ালের সাথে যিনি ঘুমাবেন তার ঘুমের মধ্যে বিড়াল নানারূপ শব্দ করতে পারে এবং মাঝ রাতে ঘুম ভেঙ্গে ফেলার কারন হতে পারে। এজন্যই রাতে বিড়ালের  সাথে ঘুমানো সবসময় আনন্দদায়ক নাও হতে পারে।

অনেক বিড়ালই গভীর রাতে খেলতে চায় এবং নানান ব্যায়াম জাতীয় অঙ্গভঙ্গী করতে চায়। এমন কি পায়ের পাতায় কামড় দেয়াকেও তারা খেলার অংশ মনে করে থাকে৷ যেসব বিড়ালের চামড়ায় এলার্জি জাতীয় সমস্যা আছে, যদি তা খুব বেশি মারাত্মক হয় তাহলে নিজের শরীর চুলকাতে গিয়ে যিনি বিড়াল নিয়ে ঘুমাবেন তার গায়ে কামড় দিয়ে বসতে পারে।

বিড়ালরা আপনার বাচ্চার সাথেও অনেক  ঘনিষ্ঠভাবে ঘুমাতে চাইতে পারে। কিন্তু তার এরূপ আচরণ আপনার সন্তানের জন্য ভালো নয়। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলে থাকেন যেন বাড়ির ছোটদের ঘুমানোর সময় বিড়াল আশেপাশে না থাকে।

ছোট বাচ্চাদের সাথে কখনো বিড়াল বা  এ জাতীয় যেকোনো পোষা প্রাণীদের সাথে ঘুমাতে দেয়া একদমই উচিত নয়। অনিচ্ছাকৃত ভাবে হলেও বেশ কিছু কারনে বিড়ালের মাধ্যমে শিশুর ব্যাথা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

যদি বিড়ালটি কোনোভাবে ভয় পেয়ে থাকে বা কোনো কারনে রাগান্বিত হয়ে যায় তবে সে শিশুকে কামড় দিতে পারে বা খামচি দিতে পারে। এছাড়াও কুকুর এবং বিড়ালের খামচি এবং কামড়ের মাধ্যমে খুব সহজেই শিশুদের মধ্যে অসুখ ছড়ায়।

আপনি চাইলে আপনার ভেট বা পশুচিকিৎসকের সাহায্য নিয়ে কিছু উপায় জেনে নিতে পারেন যে কিভাবে আপনার পোষা বিড়ালের সাথে এক বিছানায় ঘুমাতে যেতে পারেন। 

এখানে আরও একটি প্রশ্ন জড়িত তা হলো- “আপনার বিড়াল কি মানুষ ব্যাতিত অন্য কোনো পোষা প্রাণীর সাথে থাকতে ইচ্ছুক কি না। কিছু বিড়ালের কোনও সমস্যা না হলেও,  এমন কিছু বিড়াল আছে যারা অন্য প্রাণীদেরকে জীবন ঝুঁকি হিসেবে দেখে এবং যার ফলে ঘুমানোর সময়ে অনাকাংখিত অবস্থার সৃষ্টি হতে পারে। 

আপনার পোষা বিড়ালকে আপনার বিছানায় রাখায় সে দাপট দেখাতে পছন্দ করতে পারে। , তারা মনে করতে থাকে যে, সেই বিছানাটি তার নিজস্ব জায়গা এবং এখানে তারই আধিপত্য বিস্তৃত। তাই এখানে হয়তো আর কাউকে থাকতে দিতে চাইবে না।

শীতে কিভাবে বিড়ালকে উষ্ণ ও হেলদি রাখবেন? জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন

গৃহপালিত বিড়াল বনাম বাহিরের বিড়াল

কিছু বিড়াল এমন আছে যারা কখনই বাইরে যায় না রবং তাদের কাছে ঘরের ভেতরেই তার রাজত্ব,  আর কিছু বিড়াল ঘরের ভেতর এবং বাহিরের সমন্বয়ে বড় হয়ে থাকে। এ ধরনের বিড়াল আপনার বিছানায় ঘুমালে অবশ্যই কিছুটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।

বাইরের বিড়ালরা বিভিন্ন জীবাণুবাহী হয়ে থাকে। এই তালিকায় রয়েছে বাইরের বিড়াল, শিকারী বিড়াল, কীট, মাছি, মশা জাতীয় নানান কীট পতঙ্গ।

এই সবগুলোতেই রয়েছে রোগ হওয়ার মত কর্মক্ষমতা যেমন- ভাইরাস, ব্যাকটেরিয়া, অন্যান্য প্যারাসাইট এবং আরও অনেক ধরনের জীবাণু যা আপনাকে সংক্রমিত করতে পারে। কুকুর-বিড়ালদের জন্য তৈরি ছোট দরজাও ঘরের ভিতরে নানান প্রকার রোগ হওয়ার কারন হতে পারে।

কি ধরনের রোগ হতে পারে?

গেস্ট্রোইন্টেস্টিনাল ওর্ম, গিয়ারডায়াস, রিংওর্ম। টোক্সোপ্লাস্মোসিস, প্লেগ এবং হান্টাভাইরাস ইনফেকশন। এগুলো হলো পোষা প্রাণীদের মাধ্যমে ছড়ানো প্রধান অসুখসমূহ। 

গ্রীষ্মকালে যখন বিভিন্ন রকমের পরজীবিরা অনেক বেশি কর্মক্ষম থাকে তখন ভেটরা পরামর্শ দেন যেন খুব নিয়মিত বিড়ালদের পশম এবং চামড়া পরিষ্কার করা হয়। এটি বিড়াল এবং তার মালিক উভয়ের জন্যই সমানভাবে উপকারী। 

এসব রোগ থেকে বাচাঁর জন্য সব থেকে ভালো উপায় হলো এদের নিয়ে খুব নিয়মিত পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং এদের টিকা দান করা। অনেকসময় কিছু রোগ প্রাণঘাতীও হতে পারে। তাই রোগ সৃষ্টির পূর্বেই রোগের প্রতিষেধক নিশ্চিত করুন। 

বিড়ালের হাচি হলে কি রনীয়, জানতে আর্টিকেলটি পড়ুন

বিড়ালদের আদর করার সময় কোন জিনিসগুলো মনে রাখা উচিত

বিড়ালদের স্বাধীন মনোভাবের কারণে হয়তো মনে হতে পারে সে তাই করবে যা তার ইচ্ছে হয়। বেশিরভাগ বাসাতেই বিড়ালদের কোলে নিয়ে আদর করা হয় যা খুবই মজার একটি দৃশ্য। তবে ভেটরা বলে থাকেন যে এ সময়ে কিছু নির্দিষ্ট জিনিস মাথায় রাখা খুবই জরুরি। 

প্রথমত, বিড়ালকে কোলে নিয়ে আদর করা রোগ স্থানান্তরে সাহায্যকারী। তাই এই ঝুঁকি এড়াতে ভেট বা পশুচিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

দ্বিতীয়ত, বিশেষজ্ঞরা বলেন কিছু প্রাপ্তবয়ষ্ক এবং শিশুরা যাদের ইমিউনি সিস্টেমের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য প্রাণীদের মাধ্যমে অসুস্থ হওয়ার একটি বিরাট সম্ভাবনা থাকে। কিন্তু আপনার শরীরের যেই অবস্থাই থাকুক না কেন, কিছু নির্দিষ্ট রোগের লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনার বিড়ালকে একা থাকতে দিতে হবে।

এছাড়াও আপনার বিড়ালকে ধরে আদর করবেন না যদি তার লোম খসে পড়া, স্কিন ব্রণ,  হাচি, কাশি, চামড়ায় এলার্জি, বমি অথবা ডায়রিয়া ইত্যাদি জাতীয় কোনো লক্ষণ দেখা দেয়। সবসময় আপনার বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা করান যেন তার শারীরিক অবস্থা সম্পর্কে আপনি অবগত থাকতে পারেন রবং তার শরীর যেন অবশ্যই সুস্থ্য থাকে। প্রয়োজনে নিয়মিত ভেটে বা পশুচিকিৎসকের সাথে নিয়মিত কনসাল্টেন্সি করুন,। 

বিড়াল বাসায় পালিত হোক বা বাহিরে, আপনার বিড়ালের সাথে আপনার অবশ্যই মনে রাখার মত অনেক মুহূর্ত আছে। বিড়ালকে নিয়ে বিছানায় ঘুমানোর জন্য যা যা ঝুঁকির সম্মুখীন হতে হবে তা সম্পর্কে জানা থাকলে আপনি বিভিন্ন সাবধানতা অবলম্বন করবেন।

এতে করে সেই ঝুঁকিসমূহ আপনার জন্য আর থ্রেট হিসেবে কাজ করবে না। ফলে আপনার সাথে আপনার বিড়ালের সময় আরও সুন্দর কাটবে এবং একসাথে অনেক উপভোগ্য কিছু সময় কাঁটাতে পারবেন। Should You Let Your Cat Sleep in Bed with You?

গরমে বিড়ালের কিভাবে যত্ন নিবেন? জানতে এই আর্টিকেলটি পড়ুন

1 thought on “পোষা বিড়ালের সাথে ঘুমানো উচিত? Cat Sleep in Bed with You?”

Leave a Comment