অনেক বিড়ালই আছে যারা নতুন কোন বিড়াল সদস্যের সাথে স্বাভাবিকভাবেই মানিয়ে নিতে পারে না। নতুন বিড়ালকেও ভালোভাবে নেয় না। তাহলে নতুন বিড়ালকে কীভাবে পুরাতন বিড়ালের সাথে পরিচয় করিয়ে দিবেন? How to Introduce Cats Fast
ছোট ধরনের সমস্যা দেখা দিতে পারে এতে। সাধারনত নতুন বিড়াল বেশ ফ্রেন্ডলী এবং সবার সাথেই মিশতে চায়। কিন্ত খুব কম সময়েই বড় বিড়াল নতুন বিড়ালকে পাত্তা দিয়ে চলে।
প্রায়ই দেখা যায় বড় বিড়াল মন খারাপ করে বসে আছে, আওয়াজ করতেসে এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে আছে। কেননা নতুন সদস্যের সাথে সে ভালোভাবে এডজাস্ট করে নিতে পারছে না।
নতুন সদস্যের আগমনে পুরনো বিড়াল এ ধরনের ব্যবহার করে কেননা তার টেরিটরিতে সে অন্য কাওকে ভাগ দিতে চায় না। এছাড়াও বিড়াল স্বভাবতই পরিবর্তন পছন্দ করে না। তাই যথোপভাবে আপনার পুরনো বিড়ালের সাথে নতুন বিড়ালের পরিচয় করিয়ে দিতে হবে।
অন্যথায় আপনাকে বেশ কিছু জটিলতা ফেস করতে হতে পারে। তাই নতুন বিড়ালকে পুরনো বিড়ালের সাথে পরিচয় করিয়ে দিতে বেশ কিছু স্টেপ অনুসরণ করতে পারেন।
বিড়ালকে শান্ত করুনঃ Calm a Cat
আসুন তাহলে জেনে নেই নতুন বিড়ালকে কীভাবে পুরাতন বিড়ালের সাথে পরিচয় করিয়ে দিবেন? How to Introduce Cats Fast
Pheromones/ ফেরোমনস (calmer for cats) বিড়ালকে শান্ত করতে সাহায্য করে। নতুন বিড়াল আনার এক স্পতাহ পূর্বে থেকেই এর ব্যবহার শুরু করতে পারেন। এই ড্রাগটি ডিফিউজার, স্প্রে বা ওইয়াপ যেকোন ভাবেই বিড়ালের উপর প্রয়োগ করতে পারবেন। তবে নতুন বিড়াল আনার কয়েক সপ্তাহ পূর্বে থেকেই এই মেডিসিন ব্যবহার করা শ্রেয়।
আপনি যদি মনে করেন আপনার পুরনো বিড়ালটি নতুন বিড়ালের আগমনে স্ট্রেস অথবা এনক্সিয়াস হয়ে পড়বে তবে পুষ্টিসমৃদ্ব সাপ্লিমেন্ট দিতে পারেন। এতে বিড়াল রিলাক্স অনুভব করবে। নতুন বিড়াল আসার কয়েক সপ্তাহ পূর্বে থেকে দেয়া শুরু করে নতুন বিড়াল আসার কয়েক সপ্তাহ পর পর্যন্ত নিয়মিত সাপ্লিমেন্ট খাবার দিতে হবে।
এই সাপ্লিমেন্ট খাবারে সাধারনত এল থেয়ানাইন, ফেলোডেনড্রন, মেগনোলিয়া, গম অথবা মিল্ক প্রোটিন উপাদানে সমৃদ্ধ থাকে। এছাড়াও বিড়ালের জন্য নিরাপদ বিভিন্ন প্রাকৃতিক উপাদান থাকে এই সাপ্লিমেন্ট সমূহে। how to calm cats এগুলি বিড়ালের উপর খুবই কার্যকরী।
আপনার বাসা প্রস্তুত করেনঃ Cat Friendly Home
নতুন বিড়ালের জন্য খাবারের পাত্র, পানি পানের পাত্র, বিছানা, লিটার বক্স, খেলনা ইত্যাদি যাবতীয় সবকিছু প্রস্তুত করুন। নতুন বিড়াল আসার পূর্বেই এগুলি নিশ্চিত করুন এবং এক সপ্তাহ আগে থেকেই এগুলি যথাস্থানে সাজিয়ে রাখুন। এর ফলে পুরনো বিড়াল নতুন গন্ধের সাথে আগে থেকে পরিচিত হতে পারে।
যদি সম্ভব হয়, আগে থেকেই নতুন বিড়ালের ব্যবহার্য কোন কিছু বাড়িতে এনে রাখতে পারেন যাতে পুরনো বিড়ালটি নতুন বিড়ালের স্মেল সম্পর্কে আগে থেকে জানতে পারে। তবে সবার আগে আপনাকে প্রস্তুত হতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন তবে নতুন এবং পুরনো বিড়ালের মাঝে নেগেটিভ এফফেক্ট ফেলতে পারে।
প্রথম সপ্তাহেই ছোট বিড়ালকে একটি ছিম ছাম ছোট জায়গায় থাকার ব্যবস্থা করে দিন। বড় বিড়াল যেন সহজেই নতুন বিড়ালের স্মেল এবং শব্দ শুনতে পারে। ছোট বিড়ালের আনুষঙ্গিক জিনিষপত্রের সাথে বড় বিড়ালের কোন খেলনা সাথে রেখে দিতে পারেন। এতে করে ছোট বিড়ালটিও বড় বিড়ালের স্মেলের সাথে পরিচিত হয়ে উঠবে।
এছাড়া আপনি যদি বিড়ালের নখ খেটে তাকে পরিষ্কার এবং নতুন বিড়ালের জন্য নিরাপদ রাখতে চান তাহলে আপনাকে এই বিষয়ে জেনে নিতে হবে।
বিড়ালকে প্রস্তুত করুনঃ
আপনার পুরনো বিড়ালের সুস্বাস্থ্য নিশ্চিত করুন। সুস্বাস্থ্যবান বিড়াল তুলনামূলক সহজেই নতুন বিড়ালকে মেনে নিয়ে থাকে। সুস্বাস্থ্য সম্পন্ন বিড়াল মানসিক ভাবেও বেশ সবল হয়। আপনার পুরনো বিড়ালকে ভেটের কাছে নিয়ে যান এবং সব ধরনের চেক আপ সম্পন্ন করুন। অবশ্যই বিড়ালকে নিয়মিত ভ্যাক্সিন দিবেন।
আপনার বিড়ালকে অবশ্যই পটি ট্রেইন অর্থাৎ লিটার বক্স ব্যবহার করা শেখাবেন।
বিড়ালের রোগ ব্যাধি বেশ সংক্রামক। এক বিড়াল থেকে অন্য বিড়ালে দ্রুতই ছড়িয়ে যায়। আর বাচ্চা বিড়াল ছানা বেশী রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তাই নতুন বিড়াল থেকে যেন আপনার বড় বিড়ালে রোগ না ছড়ায় সেজন্য বড় বিড়ালকে পূর্বেই ভ্যাক্সিন দিয়ে রাখুন। এছাড়াও নতুন ও পুরনো বিড়ালে যদি মারামারি বা খামচি দেয়া নেয়া হয় তবে আপডেটেড ভ্যাক্সিন আপনার দুই বিড়ালকেই নিরাপদ রাখবে।
সাধারনত দুই বিড়ালেরই কিছুটা সময়ের প্রয়োজন এডজাস্ট হতে। মাঝে মাঝে বড় বিড়াল নতুন বিড়ালকে কখনোই মেনে নেয় না। শুধু সহাবস্থানে থাকে। এরকমটি হলে বুঝতে পারবেন দুই বিড়ালের আলাদা থাকা দেখেই। এরুপ ক্ষেত্রে আপনার মূল কাজটি হবে তাদেরকে শান্ত রাখা এবং দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে তোলা।
বিড়ালের স্বাস্থ্যের দিকে আপনাকে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে ছোটখাটো অনেক বিষয় আপনার জানা থাকা প্রয়োজন। যেমন বিড়ালের হাঁচি হলে কি করবেন অথবা বিড়ালের ডায়রিয়া হলে কি করবেন ইত্যাদি।
দুই বিড়ালের মাঝে পরিচয় করে দেয়ানোঃ
যখন নতুন বিড়ালকে নিয়ে বাসায় ঢুকবেন, প্রথমেই পুরনো বিড়ালকে নতুন বিড়ালের গন্ধ শুকতে দিন। এরপর সরাসরি নতুন বিড়ালের জন্য প্রস্তুতকৃত বেডে রেখে দিন। ছোট বিড়ালকে স্বাধীনভাবে ঘুরা ফেরা করতে দিন।
লিটার বক্স, খাবার পাত্র, পানির পাত্র, খেলনা ইত্যাদি সহজেই যেন পায় সেই ব্যবস্থা করুন। তবে বড় বিড়াল থেকে একটু সাবধানে রাখবেন ছোট বিড়ালকে যেন সহজেই আক্রমন না করতে পারে।
যদি কোন কারণে বাসায় থাকতে না পারেন, তবে ছোট বিড়ালের রুম দরজা দিয়ে আটকিয়ে যান।। এতে বড় বিড়াল রুমে প্রবেশ করতে পারবে না। তবে বড় বিড়াল আগ্রহী হবে রুমের ভেতরের ছোট বিড়ালকে নিয়ে।
স্মেল নেয়ার চেষ্টা করবে এবং আওয়াজ শুনারও চেষ্টা করবে। এভাবে এক দুই সপ্তাহ চলার পর বিড়ালের আচরণের পরিবর্তন লক্ষ করুন। তবে বড় বিড়ালকে প্রচুর সময় দিন এবং খেলা করুন। আপনার কাপড়ে লেগে থাকা ছোট বিড়ালের স্মেল বড় বিড়ালকে সহজ করে তুলবে নতুন বিড়ালের সাথে।
দুই বিড়ালকে একত্রে রাখুনঃ
এক সপ্তাহ পরেই, দুই বিড়ালকে একত্রে পুরো বাসা দিয়ে ঘুরে বেড়াতে দিন। অবশ্যই সতর্ক থাকবেন। বড় বিড়ালের আচরণ লক্ষ করুন। সেই অনুযায়ী বড় বিড়ালকে রিওয়ার্ড বা ট্রিট দিন। তবে অবশ্যই জোড় করে দুই বিড়ালকে একত্রে রাখবেন না। বড় বিড়ালের পছন্দের কোন খেলনা যেমন লেসার প্যেন্টার বা ফেদার ওয়ান্ড থাকলে সেগুলি দিয়ে দুই বিড়ালের সাথেই খেলতে পারেন।
এতে তাদের মিউচুয়াল বোঝাপড়া ভালো হবে। এছাড়াও একিই সময়ে আপনি তাদেরকে ট্রিট দিতে পারেন, খাবার খেতে দিতে পারেন। তবে কিছুটা দুরত্বে রাখবেন খাবারের পাত্রটি।
বড় বিড়ালের যেকোন পজিটিভ এটিটিউডকে রিওয়ার্ড দেয়ার মাধ্যমে উৎসাহ দিবেন বেশী বেশী। আপনি অবশ্যই চাইবেন ছোট বিড়ালের সাথে বড় বিড়ালের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে উঠুক।
বড় বিড়ালকে কর্তৃত্ব গঠনে সাহায্য করুনঃ
সময়ের সাথে সাথে বড় বিড়াল কর্তৃত্ব গঠন করতে চাইবে। এটি খুবই নরমাল একটি ব্যাপার। দেখা যাবে ছোট বিড়াল যদি ভুল কিছু বা বড় বিড়ালের সাথে সাংঘর্ষিক কিছু কাজ করে তবে বড় বিড়াল তেড়ে যাবে ছোট বিড়ালের দিকে। এটি কর্তৃত্ব গঠনের একটি ধাপ। এরুপ ক্ষেত্রে কোন প্রকার ইন্টারফেয়ার করবেন না। এতে করে বড় বিড়াল ছোট বিড়ালের বাউন্ডারী, অধিকার ইত্যাদি বুঝিয়ে দিচ্ছে।
অন্যান্য কিছু বিষয়ঃ
কোন কারণে প্রথমেই বড় বিড়াল পজিটিভ আচরণ নাই দেখাতে পারে। কিছু হাল ছেড়ে দেয়া যাবে না। বড় বিড়ালের কিছুটা সময় লাগে ছোট বিড়ালের সাথে খাপ খাইয়ে নিতে। বেশী তাড়াহুড়া করলে এতে ফল বিপরীত হতে পারে। আশাকরি আপনি জেনে গিয়েছেন, নতুন বিড়ালকে কীভাবে পুরাতন বিড়ালের সাথে পরিচয় করিয়ে দিবেন? How to Introduce Cats Fast
আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে এবং উৎসাহ দিয়ে যেতে হবে যাতে বড় বিড়াল বেশ বন্ধুত্বপুর্ন আচরণ করে। ধীরে ধীরে তাদের একত্রে রাখার সময় বাড়ান। কিন্ত আপনার বড় বিড়াল খুব বেশী আক্রমনাত্নক আচরণ করলে অবশ্যই ভেটের কাছে থেকে পরামর্শ নিন।
মূলত প্রস্তুতিই বেশ বড় বিষয় দুই বিড়ালের মাঝে বন্ধু সুলভ আচরণ গড়ে তোলার জন্য। আপনি যদি বড় বিড়ালকে ছোট বিড়াল আসার আগে থেকেই প্রস্তুত করে ফেলতে পারেন তবে খুব সহজেই দুই বিড়ালের মাঝে পরিচয় করার ধাপটি সম্পন্ন করতে পারবেন। যথেষ্ট সময় দিয়ে বড় বিড়ালকে প্রস্তুত করে তুলুন নতুন বিড়ালকে স্বাগতম জানানোর জন্য।
5 thoughts on “নতুন বিড়ালকে কীভাবে পুরাতন বিড়ালের সাথে পরিচয় করিয়ে দিবেন? How to Introduce Cats Fast”