শীতে কীভাবে বিড়ালকে উষ্ণ ও হেলদি রাখবেন? How to Keep Cats Warm in Winter

শীতে কীভাবে বিড়ালকে উষ্ণ ও হেলদি রাখবেন? How to Keep Cats Warm in Winter সাধারনত বিড়ালের পশমই (Cat hair) বিড়ালকে শীতের দিনে উষ্ণ রাখে। শীতে উষ্ণতার জন্য তারা নিজেরাই যথেষ্ট হলেও মাঝে মাঝে অতিরিক্ত শীতে আপনার সাহায্যর প্রয়োজন হতে পারে।

এই লিখাটির মাধ্যমে আমরা জেনে নিব কিভাবে বিড়ালকে উষ্ণ রাখবেন শীতের দিনে। খাবার দেয়ার পাশাপাশি তাদের থাকার স্থানকেও আপনি আরামদায়ক করে তুলতে পারেন। এছাড়াও স্ট্রে ক্যাট হলে বেশী কিছু না করেও আপনি তাদের শীতে উষ্ণ রাখতে পারেন। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।

বিড়াল কখন ঠান্ডা অনুভব করে? How to Keep Cats Warm in Winter

আপনার বিড়ালের লোম যদি একদম হালকা ও লম্বাটে না হয় তবে ওয়ার্ম ব্ল্যাংকেট ও সোয়েটার দিয়ে রাখতে পারেন বিড়ালের শরীর দিয়ে। তবুও বিড়ালের ঠান্ডা (cat cold) লেগে যেতে পারে। মাঝে মাঝে শীতের দিনে বিড়াল না বুঝেই ঘর থেকে বাইরে চিল করতে যেয়ে ঠান্ডা অনুভব করতে পারে কিংবা ঘরের ঠান্ডা কোনে আটকে পরেও শীতে কাবু হয়ে যেতে পারে।

এছাড়াও রুমের হীটার কমিয়ে দিয়ে আপনি যদি বাইরে যান তখনও বিড়াল শীত অনুভব করতে পারে। রুমের হীটার বিড়ালের জন্য কমফোর্ট লেভেল অনুযায়ী রাখুন কিংবা সেই লেভেলে রেখে বাইরে বের হন। যদি বেশী ঠান্ডা অনুভব করেন তবে হীটারেরর লেভেল আরো বাড়িয়ে দিন।

বিড়ালের বাইরে যাওয়া সম্পর্কে কিছু কথাঃ

শীতে কীভাবে বিড়ালকে উষ্ণ ও হেলদি রাখবেন? How to Keep Cats Cool in Summer বিড়ালকে অবশ্যই রুমের ভেতরেই রাখবেন তার সুস্বাস্থ্য ও নিরাপত্তার দিকটি বিবেচনা করে। যেসব বিড়াল বাইরে যায় তারা সাধারনত বেশী রিস্কে থাকে প্যারাসাইট বা যেকোন প্রকার সংক্রামক রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার। এছাড়াও বাইরের কোন এক্সিডেন্টেও বিড়ালের জীবন সংশয় হতে পারে। শীতের সময়ে এই রিস্কগুলি অনেক বেড়ে যায়।

এছাড়া আপনাকে অবশ্যই জেনে নিতে হবে কীভাবে গরমের বিড়ালের যত্ন নিবেন। সেজন্য আমাদের আর্টিকেল রয়েছে, পড়ে দেখবেন আশাকরি।

শীতের দিনে বিড়ালকে উষ্ণ রাখার কিছু উপায়ঃ

বিড়ালকে আপনার কোলে রেখে আদর করতে পারেন। এতে করে আপনার শরীরের উত্তাপে নিড়াল উষ্ণ থাকতে পারবে। নিচে  কিছু টিপস দেয়া হল যেভাবে আপনার বিড়ালকে শীতের দিনে উষ্ণ রাখতে পারেনঃ

  • সফট ব্ল্যাংকেট, টাওয়েল অথবা পেট বেড ওয়ার্ম করে দিন যাতে তারা রেস্ট নেয়ার সময় প্রচুর আরামদায়কতা অনুভব করে। 
  • বিড়ালের বয়স যদি বেশী হয়, তবে সতর্কতার সাথে তাদের বেড প্রস্তুত করে দিন। 
  • নিউট্রিশন ডায়েট দিন। এতে সে স্বাস্থ্যবান থাকবে।
  • যদি লম্বা সময়ের জন্য আপনাকে বাসার বাইরে থাকতে হয় তবে আপনার হিটিং সিস্টেম বিড়ালের জন্য যথাযথ কিনা চেক করুন। 

ইন্টারেকটিব গেইমিং এর মাধ্যমেও আপনি আপনার বিড়ালকে ওয়ার্ম রাখতে পারেন। কিছু গেইম যেমন চেজিং পিং পং বল, মাউস হান্ট টয়েস ইত্যাদি গেইম আপনার বিড়ালের ঘাম ঝরাবে এবং তার সুস্বাস্থ্য নিশ্চিত করবে।

এছাড়াও অবস্ট্যাকল কোর্স, কার্ডবোর্ড বক্স ইত্যাদি গেইমও কিছু কিছু বিড়াল খেলতে খুবই পছন্দ করে। খুব সহজেই এসব গেইমের সেট আপ আপনি করে দিতে পারবেন। খেলার সময় বিড়ালকে ভালোভাবে মনিটর করুন। খেলা শেষে সরঞ্জামা গুলি ভালোভাবে গুছিয়ে রাখুন।

এছাড়া আপনার বিড়ালের যদি সদ্য জন্মানো বাচ্চা থাকে তাহলে তাদের টেক কেয়ার সম্পর্কে জানতে আমাদের আর্টিকেল পড়ুন।

শীতের দিনে বিড়ালের স্কিন কি ড্রাই হয়ে যায়?

শীতে কীভাবে বিড়ালকে উষ্ণ ও হেলদি রাখবেন? How to Keep Cats Cool in Summer মানুষের মতোই বিড়ালের শরীরও শীতের দিনে শুষ্ক হয়ে যেতেই পারে। লালচে, স্কেলি বা ফ্ল্যাকি হলে বুঝতে পারবেন বিড়ালের স্কিন শুষ্ক হয়ে উঠছে। বিড়াল চুলকানি বা এচিং অনুভব করতে পারে। ফলে মুখ দিয়ে একটু পর পরই সে চামরা কামড়ে ধরবে। শীতের দিন ছাড়াও আপনার বিড়ালের স্কিন নিয়মিত চেক করুন। প্রয়োজনে ভেটের কাছে নিয়মিত নিয়ে যান এবং পরামর্শ করুন। 

আপনি আপনার ভেট থেকে জেনে নিতে পারেন যে , ওমেগা-৩ ফ্যাটি এসিড আপনার বিড়ালের স্কিনে উপকার এবং পশম হেলদি রাখতে সাহায্য করবে কিনা। ভেট যেভাবে ডোজ দিতে বলে ঠিক সে অনুযায়ী বিড়ালকে ডোজ দিন। কিছু ডোজের গাঁয়ে হাই ডোজ দেয়ার কথা বলা থাকতে পারে। তবুও ভেট যেভাবে বলে ঠিক সে অনুযায়ী ডোজ দিবেন। 

প্রসবের পর মা বিড়াল ও বাচ্চা বিড়ালের যত্ন কীভাবে নিবেন How to Take Care of Newborn Kittens with Mother

শীতকালে বিড়ালের কি ফ্লী হতে পারে?

আপনার মনে হতে পারে ফ্লী খুব একটা সমস্যা হয় না শীতকালে। কিন্ত ধারনাটি ঠিক নয়। শীতকালে বাইরের ঠান্ডার চেয়ে রুমের উষ্ণতাকেই ফ্লী বেছে নেয়। ফ্লী বিভিন্ন ভাবে আপনার বিড়ালকে সংক্রমিত করতে পারে। বাইরে থেকে আপনি বা কেও এলে তার কাপড় (cat winter clothes) বা অন্য কোন ভাবে এটি আপনার রুমে হানা দিতে পারে। এই অবস্থায় ভেটের কাছে আপনার বিড়ালকে অবশ্যই নিয়ে যাবেন এবং পরামর্শ মেনে চলবেন। 

শীতের দিনে বিড়াল কি বেশী ঘুমায়?

বিড়াল সাধারনত ১২ থেকে ১৬ ঘন্টা ঘুমিয়ে কাটায়। কখনো কখনো বিশ ঘন্টাও ঘুমাতে পারে। শীতের দিনে দিনের পরিমাণ যেহেতু কমে যায় তাই বিড়ালের ঘুমানোর পরিমাণও বেশ বেড়ে যায়। এই সময়ে অতিরিক্ত লম্বা সময় ধরে বিড়াল ঘুমালে কোন প্রকার উদ্বিগ্ন হবেন না।

তবে বিড়াল ঠিকমত না খেলে, আলস্যতা অনুভব করলে, খেলতে না চাইলে বা অসুস্থতার কোন লক্ষন দেখতে পেলে দ্রুত ভেটের সাথে যোগাযোগ করুন। তবে শীতের দিনে বিড়ালের বেশী ঘুমানোটা বেশ স্বাভাবিক। 

নতুন বিড়ালকে কীভাবে পুরাতন বিড়ালের সাথে পরিচয় করিয়ে দিবেন? How to Introduce Cats Fast

বিড়াল কি ডিপ্রেসড অনুভব করে?

শীতে কীভাবে বিড়ালকে উষ্ণ ও হেলদি রাখবেন? How to Keep Cats Cool in Summer আমরা ঠিক বুঝতে পারি না বিড়ালে মনে ঠিক কি চলতেসে। তবে আপনি বিভিন্ন সাইন দেখে বুঝে নিতে পারবেন, বিড়ালটি ডিপ্রেশড কিনা। শীতের দিনে উদাস হয়ে যদি বসে থাকে তবে বুঝতে পারবেন বিড়ালটি ডিপ্রেশড। সূর্য দিনে কম থাকার কারণে এমনটি হতে পারে। এছাড়াও শীতের প্রকোপেও তাদের মন ভারী হতে পারে। 

শীতের এই সময়ে আপনি বেশ কিছু উপায়ে বিড়ালের মনকে আনন্দাদায়ক করে তুলতে পারেন। নতুন খেলনা পেলে তারা খুবই খুশী হয়। হাত নাড়ানো, হ্যান্ড শেক সহ নানা ধরনের ট্রিক্স শেখাতে পারেন। যদিও অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয় এতে কিন্ত এথেকে আপনি বেশ ভালো এক্সপেরিয়েন্স পেতে পারেন। 

এছাড়াও জানালার কাছে বার্ড ফীডার স্থাপন করতে পারেন। বিড়াল খুবই আনন্দ অনুভব করে এতে। বিড়াল পাখি দেখতে খুবই উপভোগ করে। তাই জানালার কাছেই বিড়ালের জন্য আরামদায়ক বসার স্থান ঠিক করে দিন। তবে নিশ্চিত করুন যাতে এটি সিকিউর থাকে যাতে করে আপনার বিড়াল ও পাখি উভয়েই নিরাপদ থাকে। 

বিড়ালের নখ কীভাবে কাটবেন? Cat Nail Clipping

শীতে বিড়ালের নিরাপত্তায় ৮ টি টিপসঃ

এই টিপস গুলি মেনে চললে আশা করি আপনার বিড়াল শীতের দিনেও নিরাপদ ও সুস্থ থাকবে। 

১। বিড়ালের খাবার মজুদ করুনঃ

যেহেতু শীতকাল, প্রয়োজনীয় খাবার ও জিনিসপত্র যথেষ্ট পরিমাণে মজুদ করুন। যাতে হুট করেই এগুলি শেষ না হয়।

২। এন্ট্রান্স ও এক্সিট সিকিউড় করুনঃ

দরজা ও  জানালা ঠিকমত সিকিউরড করুন যাতে আপনার বিড়াল বাইরে চলে যা যেতে পারে। 

৩। সুস্বাস্থ্যকর খাবার নিশ্চিত করুনঃ

পরিপূর্ণ পুষ্টিসমৃদ্ধ খাবার বিড়ালের ইমিউনি সিস্টেম বুস্ট আপ করে যা শীতের দিনে খুবই প্রয়োজনীয়। 

বিড়ালের ডায়রিয়া (Cat Diarrhea) ও তার প্রতিকার

৪। পানি খেতে দিনঃ

শীতের দিনেও বিড়ালের ডিহাইড্রেশন বা পানিশূন্যতা হতে পারে। শুষ্ক আবহাওয়ায় বিড়ালের প্রচুর পানি প্রয়োজন। তাই বিড়াল যেন সহজেই পানি খেতে পারে সেই ব্যাপারটি নিশ্চিত করুন এবং সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করুন। 

৫। বাইরের কারো থেকে বিড়ালকে দূরে রাখুনঃ

অন্য কোন প্রাণী যেন আপনার বিড়ালের সংস্পর্শে না আসতে পারে সেই ব্যাপার নিশ্চিত করুন। অন্য কোন প্রাণী থেকে বিড়াল আঘাত পেলে সেটি প্রানঘাতী হতে পারে এই সময়ে। 

৬। হীটার থেকে সাবধানে রাখুন বিড়ালকেঃ

বিড়াল হীটারের কাছাকাছি থাকতে পছন্দ করতে পারে। দেখা যায় তারা হীটারের পাশেই ঘুমিয়ে পড়ে। তাই হীটার থেকে যেন কোন দুর্ঘটঅনা না ঘটে এই ব্যাপারটি নিশ্চিত করুন। 

৭। শীতের বিভিন্ন কেমিক্যাল থেকে বিড়ালকে দূরে রাখুনঃ

যেসব প্রোডাক্ট শীতের দিনে আপনি ব্যবহার করুন সেসব থেকে বিড়ালকে দূরে রাখুন। কেননা, এগুলি বিড়ালের জন্য খুবই ক্ষতিকর। 

৮। ভেটের নিকট যেয়ে চেক করিয়ে আনুনঃ

ভেটের কাছে নির্দিষ্ট সময় পর পর নিয়ে যান এবং বিড়ালকে চেক আপ করান। এতে করে সারা বছর জুড়েই বিড়াল সুস্থ থাকবে। আশাকরি জেনে গিয়েছেন এখন How to Keep Cats Warm in Winter।

মোঃ খালিদ বিন জামান 

3 thoughts on “শীতে কীভাবে বিড়ালকে উষ্ণ ও হেলদি রাখবেন? How to Keep Cats Warm in Winter”

Leave a Comment