অনেকেই বিড়াল পালতে পছন্দ করেন, আর কেনই বা করবেন না? এত সুন্দর নরম তুলতুলে একটি প্রাণী আশেপাশে থাকলে, এমনিতেই মন সবসময় ভালো থাকে। সারাক্ষণ দুষ্টুমি আর অস্থিরতা দিয়ে একটি বিড়াল আপনার জীবন ভরিয়ে তুলতে পারে।
how to potty train a cat তবে যারা একদম নতুন বিড়াল পালছেন, তাদের জন্য বিড়াল নিয়ে একটি বিড়ম্বনা হল যেখানে সেখানে বিড়ালের মল মূত্র ত্যাগ করে ফেলাটা। আপনি হয়ত এখন বিড়ালকে Potty Train করাতে চাচ্ছেন!
এটা যেমন বাসায় গন্ধ করে ফেলে, ঠিক তেমনই স্বাস্থ্যগত ভাবেও ব্যাপারটি মোটেও ভালো কিছু নয়। কিন্তু যখন কোন বন্ধুর বাসায় যান, তখন দেখেন যে তার বিড়ালটি ঠিকই একটি নির্দিষ্ট জায়গায় এসে মলমুত্র ত্যাগ করছে। এটা আপনাকে খুব অবাক করতেই পারে। আজকে আমরা কথা বলব ঠিক এই বিষয়টি নিয়ে। আমরা আলোচনা করব, ঠিক কীভাবে একটি বিড়ালকে নির্দিষ্ট জায়গায় পটি করার জন্য আপনি ট্রেনিং দিতে পারবেন।
কীভাবে বিড়ালকে Potty Train করবেন অথবা Litter Box ব্যবহার করা শেখাবেন? how to potty train a cat
বিড়ালকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কিছুদিন রাখলেই দেখবেন সে সবকিছু শিখে গেছে। তখন আপনার বাসা সবসময় পরিষ্কার থাকবে এবং যেখানে সেখানে মলমুত্র ত্যাগের বিষয়টি নিয়েও আপনাকে আর ভাবতে হবে না।
বিড়ালের পটি ট্রেইনঃ how to potty train a cat
বিড়ালের পটি ট্রেনিং এর এই প্রক্রিয়াটির মধ্যে যেতে হলে আপনার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। প্রথমেই আসুন দেখে নেই আপনার কি কি লাগতে পারেঃ
- লিটার বক্স—যদি একের অধিক বিড়াল থাকে তাহলে একের অধিক লিটার বক্স রাখাটাই ভালো।
- বিড়ালের পছন্দের কিছু খেলনা এবং খাবার
- বিড়ালের জন্য বিশেষ ভাবে তৈরি লিটার বক্সও ব্যবহার করতে পারেন
এখন আসুন জেনে নেয়া যায়, ঠিক কীভাবে সেই লিটার বক্সে বিড়ালকে পটি করার জন্য ট্রেনিং দিবেন। যেহেতু আগেই বলেছি যে পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার মত, আর তাই এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ অনুসরণ করা খুবই জরুরী।
পড়ুনঃ গরমে বিড়ালের যত্ন কীভাবে নিবেন? How to Keep Cats Cool in Summer
Cat Potty Train এর প্রথম ধাপঃ
প্রথমেই যখন লিটার বক্সটি কিনে বাসায় নিয়ে আসবেন। সাথে সাথেই বিড়ালকে সেটার সাথে পরিচয় করিয়ে দিন। বিড়ালকে সেটার সাথে খেলতে দিন এবং এটার গন্ধ নিতে দিন। তবে পটি লিটার বক্সটি একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং সেখান থেকে সরাবেন না। এতে করে বিড়াল পরিবর্তিতে কনফিউজড হয়ে যেতে পারে।
Litter Box ব্যবহারের দ্বিতীয় ধাপঃ
আপনার প্রিয় বিড়ালের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলেই সে যখন ঘুমিয়ে যাবে, তখন ঘুম ভাঙ্গার সাথে সাথেই তাকে নিয়ে সেই লিটার বক্সের উপরে রেখে আসেন। এছাড়াও আপনি যদি লক্ষণ দেখে বুঝেন যে বিড়াল এখনই মল মূত্র ত্যাগ করতে যাবে, তখন সাথে সাথে তাকে সেই লিটার বক্সের উপর রেখে দিন। কীভাবে বুঝবেন বিড়াল মলমুত্র ত্যাগ করতে যাচ্ছে কি না?
- বিড়াল যখন ঘরের কোনায় গন্ধ শুঁকবে
- সোফা অথবা ফার্নিচারের কোনায় বেশী ছোক ছোক করবে
- নিয়মিত যেসব জায়গায় মলমুত্র ত্যাগ করে সেখানে ঘুরাফেরা করলে
বিড়ালকে Potty Train এর তৃতীয় ধাপঃ
বিড়াল যখনই লিটার বক্স ব্যবহার করবে, সাথে সাথেই বিড়ালকে কোন একটি পুরষ্কার দিব। হতে পারে সেটা তার প্রিয় বিস্কিট অথবা প্রিয় কোন খেলনা। প্রাথমিক অবস্থায় বিড়াল বুঝতে না পারলেও মনে রাখবেন বিড়াল কিন্তু খুবই বুদ্ধিমান প্রাণী।
অল্প কয়েকদিনের মধ্যেই সে বিষয়টি খেয়াল করে ফেলবে এবং লিটার বক্স ব্যাবহার করার পর সে দেখবেন আপনার দিকে আশা নিয়ে তাকাচ্ছে। যাতে করে আপনি তাকে কোন একটি পুরষ্কার দেন।
পড়ুনঃ বিড়ালের নখ কীভাবে কাটবেন? Cat Nail Clipping
লিটার বক্স ব্যবহারের চতুর্থ ধাপঃ
হুট করে ভুল বশত বিড়াল যদি ঘরের মধ্যে পটি করে দেয়, তাহলে তাকে কখনই বকাঝকা করবেন না। কেননা এমন করে আদতে কোন লাভ হবে না বরং বিড়াল আতংকিত হয়ে যাবে। শাস্তি দেয়ার বিষয়টি কুকুরের সাথে কিছুটা গেলেও, বিড়ালের ক্ষেত্রে শাস্তি দিতে গেলে বরং হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যেভাবে বিড়ালের লিটার বক্স পরিষ্কার রাখবেন
বিড়ালের লিটার বক্সটি নিয়মিত পরিষ্কার করতে হবে আপনাকে। কেননা মনে রাখবেন আদতে বিড়াল খুবই পরিষ্কার একটি প্রাণী। অপরিষ্কার জায়গায় সে কখনো পটি করতে চাইবে না। আর তাছাড়া নিয়মিত যদি পরিষ্কার না করে থাকেন তাহলে ঘরের মধ্যে কিন্তু সেই বাজে গন্ধটা রয়েই যাবে। এজন্য আপনাকে যা করতে হবেঃ
- বিড়াল পটি করার সাথে সাথেই সেটা ময়লার ঝুড়িতে ফেলে দিন
- ট্রে থাকলে ট্রে পরিবর্তন করে দিন
- প্লাস্টিক বিছিয়ে দিতে পারেন, তাহলে শুধু প্লাস্টিকটি তুলে ফেলে দিলেই হয়
- প্রতিদিন একবার করে ধুয়ে নিন
- ব্লিচ ব্যবহার করবেন না
- বক্সের আশেপাশের কিছু জায়গাও স্যাভলন বা এনজাইম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন
বয়স্ক (Old cat potty training) বিড়ালের পটি ট্রেনিং কীভাবে করবেন?
যদিও বড় বিড়ালরা সাধারণত এই ধরনের অভ্যাসের সাথে ইতোমধ্যেই পরিচিত হয়ে থাকে। আর তাই তাকে এই অভ্যাসের মধ্যে নিয়ে আসতে খুব একটা সমস্যা হবে না। তবে বিড়াল যদি আগে থেকেই অভ্যস্ত না হয়ে থাকে, তাহলে তাকে লিটার বক্সের সাথে পরিচিত করে দেয়াটা আপনার জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে।
তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর আপনি যদি বাইরের বিড়াল অর্থাৎ রাস্তার বিড়ালকে পালতে নিয়ে আসেন, তাহলে লিটার বক্সের মধ্যে বাইরের কিছু মাটি এনে রেখে দিলে বিড়ালকে অভ্যাস করাতে অনেক সুবিধা হয়ে থাকে।
বিড়াল যদি লিটার বক্সে পটি না করে—তাহলে কি করবেন?
বিড়াল খুবই পশ একটি প্রাণী। আর তাই সে বিভিন্ন বিষয় নিজের মত করে নেয়ার মধ্যে অনেক কিছু অপশন খুঁজতে থাকে। আপনি যখন দেখবেন আপনার বিড়ালটি নির্দিষ্ট একটি লিটার বক্সের মধ্যে পটি করতে না চায়, তাহলে আপনি তাকে অন্য আরেকটি লিটার বক্স এনে দিতে পারেন।
খেয়াল রাখবেন নতুন লিটার বক্সটি আকার আকৃতি যেন আগেরটার থেকে একদমই আলাদা হয়ে থাকে। এছাড়া লিটার বক্স কখনো ঢেকে রাখবেন না, এতে করে বিড়াল কনফিউজড হয়ে যেতে পারে। তাই লিটার বক্স খোলা রাখবেন, যাতে বিড়াল নিজের চাহিদা মত লিটার বক্সে যে কোন সময় যেতে পারে।
বিড়াল যদি অনেক বেশী বয়স্ক হয়ে থাকে, তাহলে হয়ত বিড়ালের পায়ে ব্যথা বা শরীরে ব্যথা জাতীয় অনেক সমস্যা থাকতে পারে। আর তাই খেয়াল রাখবেন লিটার বক্সটি যেন অনেক উঁচু না হয়। এতে করে বিড়ালের কষ্ট হতে পারে, আর সে তাই লিটার বক্সে যেতে অনিচ্ছা পোষণ করতে পারে। how to potty train a cat
আশাকরি, আমাদের এই আর্টিকেল আপনাকে অনেক বেশী উপকৃত করেছে। এই আর্টিকেলের মাধ্যমে আপনি হয়ত জানতে পেরেছেন যে কীভাবে বিড়ালকে Potty Train দিতে পারবেন। আপনার বাসার পরিবেশ অনেক সুন্দর ও স্বাস্থ্য সম্মত থাকুন আমাদের এটুকুই চাওয়া। আর আপনার যদি বিড়াল লালন পালন নিয়ে যে কোন ধরনের প্রশ্ন থাকে, তাহলে আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব একজন অভিজ্ঞ ব্যক্তি দিয়ে সেই প্রশ্নের উত্তর দেয়ার।
Great post to learn! Thanks
Thanks
বিড়াল দিনে কতবার পটি করে?
রাতে ওকে বিছানায় নিজের কাছে নিয়ে ঘুমালে বিছানা নষ্ট করার সম্ভবনা আছে?
জ্বি সেই সম্ভাবনা আছে। তবে আপনার বিড়াল যদি পটি ট্রেইনিং দেয়া হয় তাহলে সম্ভাবনা কম। সাধারণত বিড়াল যেখানে ঘুমায় সেখানে পটি করে না। হয়ত বিছানার আশেপাশে কোথাও করবে।
আমার বিড়াল আগে অনেক সুন্দর পটি ট্রেইন ছিলো। কয়দিন আগে হিটে আসে আর এখানে সেখানে পি করা শুরু করে দেয়। আগে খালি স্প্রে করতো। কিন্তু এখন পিও করে। নিউটার করালে এটা ঠিক হবে??
জ্বি ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যেতে পারে।