গর্ভবতী বা প্রেগনেন্ট বিড়ালের যত্ন কীভাবে নিবেন? Pregnant Cat Care

আপনার বিড়ালটি কী প্রেগনেন্ট? সাধারনত সবাই পালিত বিড়ালকে প্রেগনেন্ট হওয়ার পূর্বেই স্পেইড বা নিউটারড করানোর পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু আপনি যদি স্পে বা নিউটার করাতে খুব দেরী করে ফেলেন তবে বিড়াল প্রেগনেন্ট হয়ে যেতেই পারে। আসুন জেনে নেই কিভাবে গর্ভবতী বা প্রেগনেন্ট বিড়ালের যত্ন কীভাবে নিবেন? Pregnant Cat Care

তবে যাই হোক বিড়ালটি যেহেতু প্রেগনেন্ট তবে আপনাকে অবশ্যই সর্বোচ্চ যত্ন করতে হবে বিড়ালের।

আপনার বিড়াল যদি প্রেগনেন্ট হয়েই পড়ে তবে নীম্নোক্ত টিপস গুলি অনুযয্যী বিড়ালের পরিচর্চা করতে পারেন। 

গর্ভবতী বা প্রেগনেন্ট বিড়ালের যত্ন কীভাবে নিবেন Pregnant Cat Care
গর্ভবতী বা প্রেগনেন্ট বিড়ালের যত্ন কীভাবে নিবেন Pregnant Cat Care

কীভাবে বুঝবেন বিড়ালটি প্রেগনেন্ট?

আপনি যদি কনফার্ম না হতে পারেন বিড়াল প্রেগনেন্ট কিনা, তবে বিড়ালের কিছু আচরণ দেখে নিশ্চিত হয়ে নিতে পারেন আপনার বিড়াল আসলেই প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না।

এছাড়া আপনাকে অবশ্যই জেনে নিতে হবে কীভাবে গরমের বিড়ালের যত্ন নিবেন। সেজন্য আমাদের আর্টিকেল রয়েছে, পড়ে দেখবেন আশাকরি।

Pregnant Cat Physical Changes ফিজিক্যাল চেঞ্জঃ

সকাল বেলায় বিড়াল মর্নিং সিকনেশ অনুভব করবে। প্রেগনেন্টের দিন যত বেশী যাবে তাদের খাবার গ্রহনের পরিমাণও অনেক বেশী হবে। পাঁচ সপ্তাহ পরেই আপনার বিড়ালের পেট বেশ বড় হয়ে উঠবে। বাচ্চা বিড়াল জন্মাদানের পূর্ব পর্যন্ত বিড়ালের পেট বড় হতেই থাকে। আরো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন বিড়ালের নিপল এই সময়ে খ্যেরী বা লালচে হয়ে উঠেছে। 

বিহেবিওরাল চেঞ্জঃ গর্ভবতী বা প্রেগনেন্ট বিড়ালের যত্ন

এই সময়ে দেখবেন যে আপনার বিড়ালের আচরণ (pregnant cat behavior) বেশ পরিবর্তন হয়ে যাচ্ছে। হুট করেই খেয়াল করবেন যে, আগে যে বিড়াল ফ্রেন্ডলী ছিল সেখি অল্পতেই এখন লুকানোর চেষ্টা করছে। কিংবা হুট করেই এগ্রেসিভ বা রেগে যাচ্ছে। 

এছাড়া আপনার বিড়ালের যদি সদ্য জন্মানো বাচ্চা থাকে তাহলে তাদের টেক কেয়ার সম্পর্কে জানতে আমাদের আর্টিকেল পড়ুন।

আপনার কি বিড়াল ব্রিড করানো উচিত?

বিড়ালের জনসংখ্যা পুরো দুন্নিয়া জুড়েই একটি সমস্যা। তাই উদ্দেশ্যমূলকভাবে বিড়ালকে প্রেগনেন্ট হতে দিবেন না। তবে আপনি যদি নিশ্চিত থাকুন যে, বিড়াল জন্মদানের পর সব গুলি বাচ্চাকে আপনি ভালোভাবে পালতে পারবেন তবেই এই ঝুকিটি নিবেন। অনেকেই ছানা বিড়াল পালতে না পেরে  রাস্তায় বা দূরে কোথাও রেখে আসে।

ভেটের সাথে প্রয়োজনে এই ব্যাপারে কনসাল্ট করুন। আপনি যদি ক্যাট ব্রিডিং এ নতুন হয়ে থাকুন তবে এক্সপার্ট ব্রিডার থেকে পরামর্হস নিতে পারেন। ফলে প্রেগনেন্সি থেকে বাচ্চা বিড়াল জন্মদান বা জন্মানোর পরেও আপনি ভালো পরামর্শ পেতে পারবেন। এতে করে মা বিড়াল ও বাচ্চা বিড়াল উভয়েই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। 

প্রসবের পর মা বিড়াল ও বাচ্চা বিড়ালের যত্ন কীভাবে নিবেন How to Take Care of Newborn Kittens with Mother

প্রেগনেন্ট বিড়ালের ভেটেরনারী কেয়ারঃ

আপনি যদি দেখেন আপনার বিড়াল প্রেগনেন্ট বা হিটে রয়েছে তবে প্রথমেই ভেটের সাথে যোগাযোগ করুন। প্রেগনেন্সির একদম শুরুর দিকে স্পে করানোর একটি সুযোগ থাকে যদি দুর্ঘটনাবশত বিড়াল প্রেগনেন্ট হয়ে যায়। তবে তিন চার সপ্তাহের আগে ঠিক বুঝা যায় না বিড়ালটি প্রেগনেন্ট কিনা। আপনার সন্দেহ হলেই ভেট থেকে চেক করিয়ে নিন শুরুতেই। 

ভেটরা সাধারনত এবডোমেন্ট ইত্যাদি চেকিং দ্বারা বুঝতে পারেন বিড়াল প্রেগনেন্ট কিনা। যদি এভেইলেবল থাকে তবে আলট্রাসাউন্ড দ্বারাও প্রেগনেন্সির ব্যাপারটি নিশ্চিত হওয়া যায়। ভেট হয়তো আপনাকে বিড়ালের স্পে করানো কিংবা ছানা বিড়াল জন্মদান দুটোর ব্যাপারে সিদ্ধ্বান্ত নিতে বলতে পারেন।

নতুন বিড়ালকে কীভাবে পুরাতন বিড়ালের সাথে পরিচয় করিয়ে দিবেন? How to Introduce Cats Fast

আপনার সিদ্ধ্বান্ত অনুযায়ী বিড়ালের চিকিৎসা উনি শুরু করবেন। আপনি যদি ছানা বিড়াল জন্মানোর পক্ষ নিয়ে থাকেন তবে ভেট যথাযথ পরামর্শ দিবেন কিভাবে মা বিড়ালের যত্ন নিবেন। প্রপার নিউট্রিশন সম্পর্কেও তিনি ধারণা দিবেন।

তবে আপনার পালিত বিড়ালের অসুস্থতাজনিক শারীরিক কোন জটিলতা থাকলে ভেট স্পে করানোর পরামর্শও দিতে পারেন। যাতে মৃত্যুর রিস্ক কমে যায়। 

প্রেগনেন্সির প্রায় ৫৫ দিন পর এক্স রের মাধ্যমে কতগুলি ছানা বিড়াল জন্ম নিতে যাচ্ছে এই ব্যাপারটি জানা যেতে পারে (pregnant cat stages)। আপনি যদি আগে থেকেই সংখ্যাটি জানতে পারেন তবে আগে থেকেই বুঝতে পারবেন যে কখন মা বিড়ালটির জন্মদান পর্ব শেষ হবে। প্রেগনেন্সির সময়ে বিড়ালকে কিছু র‍্যাবিস ভ্যাক্সিন ছাড়া অন্য কোন প্রকার ভ্যাক্সিন দিতে ভেটরা না করে থাকেন।  

প্রেগনেন্ট বিড়ালকে কি খাওয়াবেন?

যখন প্রেগনেন্ট বিড়ালের সব লক্ষণ আপনার বিড়ালের মাঝে দেখতে পাবেন কিংবা ভেট থেকে নিশ্চিত হবে যে আপনার বিড়াল প্রেগনেন্ট তখন থেকেই এর পরিপূর্ন পুষ্টি নিশ্চিত করুন। যেহেতু তার অতিরিক্ত পুষ্টির প্রয়োজন তাই দুই,তিন, চার কিংবা পাঁচবার প্রয়োজনে খেতে দিন (pregnant cat food)। 

আপনার ভেট বিভিন্ন রকমের কিটেন ফুড খাওয়ার পরামর্শ দিতে পারেন। এসব খাবার বিড়ালের অতিরিক্ত পুষ্টি নিশ্চিত করবে। বাচ্চা বিড়াল পেটে থাকায় মা বিড়ালের অতিরিক্ত ক্যালরির প্রয়োজন হয় এই সময়ে।

তাই বিড়ালের খাবার দেয়ার পরিমাণ অনেক বাড়িয়ে দিন। প্রেগনেন্সির সময় যত গড়াবে বিড়ালের বাচ্চা পেটে বড় হতে থাকবে। ফলে পেটে খাবারের জন্য জায়গা কম হবে। এই সময়ে বিড়ালকে অল্প অল্প কিন্ত বার বার খেতে দিন। 

এই সময়টিতে প্রচুর পরিমাণে পানি খেতে দিন। যাতে বিড়াল পানিশূণ্য না হয়ে পড়ে। এই সময়ে ঘরের বিভিন্ন জায়গায় পানির পাত্রসহ সুপেয় পানি রেখে দিতে পারেন। যাতে বিড়াল সহজেই পানি খেতে পারে।

নিয়মিত পানি চেঞ্জ করে দিন। যদি আপনার বিড়ালের অন্য কোন শারীরিক সমস্যা বা সেন্সটিভ স্টমাক থাকে তবে ভেটের সাথে প্রয়োজনে পরামর্শ করুন। খাবারে কোন প্রকার পরিবর্তনেও ভেটের পরামর্শ নিন। 

প্রেগনেন্ট বিড়ালের যত্নঃ Pregnant Cat Care

প্রেগনেন্সির সময়ে বিড়ালকে কম বেশী একটিভ রাখুন যাতে সে সফলভাবে বাচ্চা জন্মদান দিতে পারে। যেকোন প্রকার বিড়ালকে উত্তেজিত করবেন না। ডেলিভারির দিন যত ঘনিয়ে আসবে বিড়ালকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন

স্ট্রেস (pregnant cat stress) অনুভব করে এরকম যেকোন প্রকার কার্যকালাপ থেকে বিড়ালকে দূরে রাখুন। বিড়ালের যথেষ্ট খাবার এবং আরামদায়কতা সুনিশ্চিত করুন। যদি কোন কারণে বিড়াল না খেতে চায় তবে বুঝবেন বিড়াল বিরক্ত না স্ট্রেস অনুভব করছে। এতে করে বুঝবেন কোন সমস্যা অনুভব করছে বিড়ালটি। 

জন্ম দানের সময়ে বিড়ালকে প্রস্তুত করে তুলুনঃ

ডেলিভারির কাছাকাছি সময়ে বিড়ালকে একটি চারকোনা বক্স বা থাকার স্থান করে দিন যেখানে সে তার সন্তানকে জন্ম দিবে। বক্সটি যেন যথেষ্ট বড় হয় বিড়াল এবং তার বাচ্চাটির জন্য। এছাড়াও বক্সটি কিছুটা লম্বাটে দিবেন যাতে করে বিড়ালের বাচ্চা নিজে থেকে বের হতে না পারে। থাকার জায়গাটি ওয়ার্ম রাখুন। বক্সের মেঝে নরম টাওয়েল বা ব্ল্যাঙ্কেট দিন।

নিরিবিলি এক জায়গায় বক্সটি রাখুন যাতে বিড়াল কোন প্রকার আওয়াজে বিরক্ত না হয়। বিড়ালকে আগে থেকে বক্স সম্পর্কে ধারণা দিন এবং এর সাথে পরিচিত করে তুলুন। সতর্কতার সাথে খেয়াল করুন সে বক্সটি পছন্দ করেছে কিনা অথবা স্যুট করছে কিনা। 

বিড়ালের নখ কীভাবে কাটবেন? Cat Nail Clipping

লেবর পেইন শুরু হলে কি করবেন?

আপনার বিড়ালের মাঝে বন্য বিড়ালের অনেক স্বভাবই থাকবে না (pregnant cat labor signs)। তবে বেশিরভাগ বিড়ালের ক্ষেত্রে বাচ্চা জন্মদানে এক্সট্রা কোন সাহায্যের দরকার হয় না। কিন্তু মাঝে মাঝে কিছু বিড়ালের ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হতে পারে। আবার কিছু বিড়াল ইচ্ছে করেই আপনার সাহায্য আশা করতে পারে। তবে বেশিরভাগ বিড়াল এই সময়টিতে একদম একাকীই পছন্দ করে।

সন্তান জন্মদানের সময় তারা শরীরে হাত দেয়া কিংবা সরাসরি তার বাচ্চাকে হাত দেয়া একদমই পছন্দ করে না। ভুলেও সেটি করবেন না। তাই প্রেগনেন্ট বিড়ালকে যতটা সম্ভব প্রাইভেসী দিন। তবে দূরে থেকে বা আপনার সুবিধা মত অবস্থা পর্যবেক্ষন করতে পারেন। খেয়াল রাখবেন কোন অসুবিধা হচ্ছে কিনা।

বিড়ালের ডায়রিয়া (Cat Diarrhea) ও তার প্রতিকার

বিড়াল যদি আপনার দেয়া প্রস্তুতকৃত বক্স থেকে সরে যেয়ে নিজের পছন্দ মত কোন স্থান খুজে নেয় তবে বাধা দিবেন না। এই ব্যাপারটিও বেশ ঘটে। তাই অবাক হওয়ার কিছু নেই। তবে সন্তান জন্ম দেয়ার পর আপনি তখন তাদের এনে বক্সে রেখে দিতে পারেন। সদ্য জন্মানো বাচ্চাকে সরাসরি হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন। সতর্কতার সাথে বাচ্চা বিড়ালকে মুভ করান যাতে পড়ে যেয়ে ব্যাথা না পায়। এছাড়াও মা বিড়ালের রিয়েকশন লক্ষ্য রাখবেন। 

বাচ্চা বিড়াল জন্ম হওয়ার পর কী করবেন?

ছানা বিড়াল জন্মানোর পর মা বিড়াল এবং ছানা উভয়েরই যত্ন নিতে হবে। প্রয়োজনে তাদেরকে নিয়ে ভেটের কাছে যান। জন্ম দেয়ার ২৪ থেকে ৪৮ ঘন্টার মাঝেই তাদেরকে চেক আপ করাতে হবে, বিশেষ করে এটা যদি প্রথমবারের মত হয় cat giving birth for the first time। যদি দুর্ঘটনাবশত প্রেগনেন্সি হয়ে যায় তবে ভেটের কাছে নিয়ে স্পে করিয়ে ফেলতে পারেন এই সময়ে। প্রেগনেন্সির পর এই সময়টিই স্পে করানোর জন্য সবচেয়ে ভালো। 

প্রসব পরবর্তী মা বিড়াল ও তার বাচ্চাদের যত্ন সম্পর্কে জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন

আরো পড়ুনঃ Cats Sneeze বা বিড়ালের হাঁচি হলে করনীয় কি?