Some Homemade Cat Food হোমমেইড ক্যাট ফুড রেসিপি

হেলদি ক্যাট ডায়েটের জন্য হোমমেইড ক্যাট ফুড খুবই আদর্শ। আপনি যদি আর্দ্র অথবা শুকনো ক্যাট ফুড বিড়ালকে নিয়মিত খাওয়ান তবে দ্রুতই এসব খাবারের পার্শ্ব প্রতিক্রিয়া আপনার বিড়ালের মাঝে দেখতে পাবেন। কেননা এসব খাবারে (Some homemade cat food) অনেক ধরনের আর্টিফিশিয়াল কম্পোনেন্ট, ফ্লেভার অথবা টেক্সটচার মিশানো হয়ে থাকে যা বিড়ালের স্বাস্থ্যের প্রতি বেশ হুমকিস্বরুপ। এই ধরনের ইনডাস্ট্রিয়াল প্রোডাক্ট সবসময় খাওয়ানো সঠিক সিদ্ধান্ত নয়। 

বিড়াল সাধারনত মাংশাসী প্রাণী। তারা ঘাস জাতীয় খাবার খুব কমই গ্রহণ করে। অনেক ইনডাস্ট্রিয়াল খাবারে গম ও ভুট্টা জাতীয় খাবার মিক্সড করে দেয়া থাকে। সেক্ষেত্রে বিড়াল বিভিন্ন ধরনের এলার্জিক রিয়েকশন, স্টমাক আপসেট, সেন্সিটিভিটি, অতিরিক্ত ওজন ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। 

এসব সমস্যা যদি আপনি আপনার বিড়ালের মাঝে দেখতে না চান তবে বিড়ালকে আদর্শ খাবার খেতে দিন। আর এই আদর্শ খাবার আপনি ঘরে বসেই খুব সহজেই প্রস্তুত করতে পারেন কেননা এগুলি বানানো খুব একটা জটিল নয়। চলুন জেনে নেই বিড়ালের জন্য হোমমেইড কিছু খাবারের (Some homemade cat food) প্রস্তুত প্রণালী সম্পর্কে। 

চিকেন এন্ড রাইসঃ 

এই রেসিপিটি আপনার বিড়াল বেশ পছন্দ করবে। প্রস্তুতি এবং রান্না সবমিলিয়ে দশ মিনিটেই আপনি ঘরে বসেই এটি বানিয়ে ফেলতে পারবেন। 

ইকুয়েপমেন্টঃ

  • বড় বাটি
  • চামুচ 
  • সংরক্ষনের জন্য কন্টেইনার 

ইনগ্রেডিয়েন্টসঃ

  • ৮৫ গ্রাম ডার্ক চিকেন মীট 
  • ৫০ গ্রাম বয়েল সাদা ভাত
  • ৩০ গ্রাম বয়েলড পটেটো 
  • ৪ গ্রাম অলিভ ওয়েল 
  • এক অষ্টমাংশ ভিটামিন নিউট্রিশনাল সাপোর্ট 

ইনস্ট্রাকশনঃ

১। সবকিছু একত্রে মিক্সড করুন 

২। খাবার উত্তমরুপে সংরক্ষন করুন। 

বীফ এন্ড রাইসঃ 

ইনগ্রেডিয়েন্টসঃ

  • ৮৫ গ্রাম বয়েলড বীফ মীট 
  • ৫০ গ্রাম বয়েল সাদা ভাত
  • ৩০ গ্রাম ম্যাসড পটেটো 
  • ৪ গ্রাম সিজমি ওয়েল 
  • এক অষ্টমাংশ ভিটামিন নিউট্রিশনাল সাপোর্ট 

সবকিছু একসাথে মিশিয়ে পরিবেশন করুন। 

টুনা ফিশ এন্ড রাইসঃ

ইনগ্রেডিয়েন্টসঃ

  • ৮৩ গ্রাম ক্যানড অথবা বয়েলড টুনা 
  • ৫০ গ্রাম কুকড সাদা ভাত
  • ৩০ গ্রাম ম্যাশড সুইট পটেটো 
  • ৪ গ্রাম ফিশ ওয়েল 
  • এক অষ্টমাংশ ভিটামিন নিউট্রিশনাল সাপোর্ট 

সবকিছু একসাথে মিশিয়ে পরিবেশন করুন। 

স্যালমন ফিশ এন্ড রাইসঃ 

ইনগ্রেডিয়েন্টসঃ

  • ৮৩ গ্রাম স্টীম কুকড স্যালমন  
  • ৫০ গ্রাম স্টীম কুকড ব্রাউন ভাত
  • ৩০ গ্রাম ম্যাশড সুইট পটেটো 
  • ৪ গ্রাম ওলিভ ওয়েল 
  • এক অষ্টমাংশ ভিটামিন নিউট্রিশনাল সাপোর্ট 

সবকিছু একসাথে মিশিয়ে পরিবেশন করুন। 

চিকেন এন্ড ওটমিলঃ

ইনগ্রেডিয়েন্টসঃ

  • ৮৩ গ্রাম স্টীম কুকড বা বয়েলড চিকেন ডার্ক মীট
  • ৫০ গ্রাম কুকড ওট মীল 
  • ৩০ গ্রাম ম্যাশড সুইট পটেটো 
  • ৪ গ্রাম স্যাফ্লাওয়ার ওয়েল 
  • এক অষ্টমাংশ ভিটামিন নিউট্রিশনাল সাপোর্ট 

সবকিছু একসাথে মিশিয়ে পরিবেশন করুন। 

বীফ এবং ওট্মীল 

ইনগ্রেডিয়েন্টসঃ

  • ৮৩ গ্রাম বয়েলড বীফ
  • ৫০ গ্রাম বয়েলড ওটমীল 
  • ৩০ গ্রাম ম্যাশড পটেটো 
  • ৪ গ্রাম সিজমী ওয়েল 
  • এক অষ্টমাংশ ভিটামিন নিউট্রিশনাল সাপোর্ট 

সবকিছু একসাথে মিশিয়ে পরিবেশন করুন। 

টুনা এবং ওটমীলঃ

ইনগ্রেডিয়েন্টসঃ

  • ৮৩ গ্রাম ক্যানড অথবা বয়েলড টুনা 
  • ৫০ গ্রাম কুকড ওটমীল 
  • ৩০ গ্রাম ম্যাশড সুইট পটেটো 
  • ৪ গ্রাম ওলিভ ওয়েল 
  • এক অষ্টমাংশ ভিটামিন নিউট্রিশনাল সাপোর্ট 

সবকিছু একসাথে মিশিয়ে পরিবেশন করুন। 

স্যালমন ফিশ এবং ওটমীলঃ

ইনগ্রেডিয়েন্টসঃ

  • ৮৩ গ্রাম স্টীম কুকড স্যালমিন 
  • ৫০ গ্রাম কুকড ওটমীল 
  • ৩০ গ্রাম ম্যাশড সুইট পটেটো 
  • ৪ গ্রাম স্যাফ্লাওয়ার ওয়েল 
  • এক অষ্টমাংশ ভিটামিন নিউট্রিশনাল সাপোর্ট 

সবকিছু একসাথে মিশিয়ে পরিবেশন করুন। 

হোমমেইড ক্যাট ফুডের (Some homemade cat food) তিনটি বেনিফিটঃ 

হোমমেইড ক্যাট ফুডের বেশ কিছু ভালো বেনিফিট রয়েছে। তবে মূল যে তিন ধরনের বেনিফিট আপনি পেতে পারেন সেগুলি হচ্ছেঃ

১। এটা পুরোপুরি প্রাকৃতিকঃ

বাসায় ক্যাট ফুড বানালে সেটি হবে পুরোপুরি প্রাকৃতিক এবং দীর্ঘদিন সংরক্ষন করে রাখলেও এর ফ্লেভারের কোন পরিবর্তন হয় না। বাইরের খাবার খাওয়ালে বিড়ালের যে এলার্জিক রিয়েকশন হয় সেটি হোমমেইড ফুডে হয় না। এছাড়াও হোমমেইড ফুডে ন্যাচারাল নিউট্রিয়েন্ট, ভিটামিনস, মিনারেলস এর পরিমাণ অনেক বেশী। এগুলি ফ্রেশভাবে সংরক্ষন করতে পারবেন এবং দ্রুত ডাইজেস্ট হয়। 

২। পিউর প্রোটিনঃ

ড্রাই ফুডে ৩০-৪০% প্রোটিন থাকে। আদ্র ক্যাট ফুডে ৮-১০% প্রোটিন থাকে। মীটের পাশাপাশি ডিম, সয় এবং বীন দ্বারা তৈরী খাবারও দিতে পারেন। এগুলি প্রোটিনের ভালো একটি সোর্স।  তবে সব বিড়ালের জন্য এটি ভালো নাও হতে পারে। তাই খাবার দেয়ার আগে বিড়ালের অবস্থা বুঝে এগুলি খেতে দিতে পারেন।

৩। অতিরিক্ত কিছু নেইঃ

বাইরের খাবারে অনেক ধরনের ওয়েল, গ্রেইনস বা সীডস থাকে যা বিড়ালের কার্বস বা ফ্যাট বাড়িয়ে দেয়। যার কারণে বিড়ালের নানারকম হেলথ প্রবলেম দেখা দেয়। এগুলি ঠিকমত ডাইজেস্টও হয় না। আর ক্ষতিকর এই উপাদানগুলি হোমমেইড ক্যাট ফুড রেসিপিতে আপনি বাদ দিতে পারবেন। যার ফলে বিড়ালের স্বাস্থ্য থাকবে অটুট। এছাড়াও আপনি যদি অনেকদিনের জন্য খাবার সংরক্ষন করে রাখতে চান সেক্ষেত্রেও হোমমেইড ক্যাট ফুড আপনাকে বাড়তি সুবিধা দিবে। 

ক্যাট ডায়েটের নিউট্রিয়েন্ট যে উপাদান গুলি অবশ্যই রাখবেনঃ

১। প্রোটিনঃ 

বিড়ালের জন্য খাবার প্রস্তুতির সময় অবশ্যই খেয়াল রাখবেন বিড়ালকে কতটা প্রোটিন দিচ্ছেন। বিড়ালের বয়স অনুযায়ী প্রোটিনের পরিমাণ নির্ধারন করা উচিত। একটি প্রাপ্ত বয়স্ক বিড়ালকে দৈনিক সাড়ে বারো গ্রাম প্রোটিন খেতে দিন। প্রয়োজনে প্রোটিনের পরিমাণ নির্ণয়ে ভেটের সাথে কনসাল্ট করুন। 

২। ফাইবারঃ

মেটাবলিজম এবং ডাইজেস্টের জন্য ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। যখন বিড়ালের জন্য খাবার প্রস্তুত করবেন তখন ফাইবারের সোর্স সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। কিছু বিড়াল ভেজিটেবল খেতে পছন্দ করে আবার কিছু বিড়াল ফ্রুইটস খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রয়োজনে ভেটের নিকট হতে পরামর্শ গ্রহন করুন। 

৩। ফ্যাটস এন্ড কার্বসঃ

ফ্যাট যদিও স্থূলতা বাড়ায় তবে ভিটামিনস এবং মিনারেলস এবসোর্পশনের জন্য ফ্যাটস বেশ দরকারি। ফ্যাটি এসিড রিপ্রোডাকশন, ব্যাথা নাশক হিসেবে বডির নেচারাল সিস্টেমের মত কাজ করে। এছাড়াও ফ্যাটস এন্ড কার্বস এনার্জি সোর্স হিসেবেও কাজ করে। 

৪। ভিটামিনসঃ

বিড়ালের খাবারে ভিটামিনের প্রাচুর্যতা নিশ্চিত করুন। সব ধরনের ভিটামিন যেন সে সুষমভাবে পেতে পারে সেদিকে খেয়াল রাখুন। ভিটামিন এ, ডি, কে, বি ইত্যাদি খুবই অত্যাবশ্যকীয় ভিটামিন। 

মিনারেলসঃ 

বিড়ালের ডায়েটে নিম্নোক্ত মিনারেলস উলি অবশ্যই রাখবেন। 

  • ক্যালসিয়াম 
  • ফসফরাস
  • ম্যাগনেশিয়াম 
  • সোডিয়াম
  • আইরন
  • ম্যাংগানিজ 
  • সেলেনিয়াম
  • আয়োডিন 

কিছু ইংরেডিয়েন্ট বিড়ালের খাবারে কখনোই ব্যবহার করবেন নাঃ 

  • সয় এবং গমঃ এই দুটি উপাদান বিড়ালের জন্য খুবই এলার্জিক। অনেকেই অবশ্য এটি বুঝতে পারেন না ঠিকমত। তাই আপনার বিড়াল ঠিক কি খাবারে কমফোর্ট 
  • বাদামঃ যদিও প্রোটিনের জন্য খুবই ভালো একটি সোর্স এটি। কিন্তু কিছু কিছু বিড়াল এটি একদমই সহ্য করতে পারে না। 
  • ভুট্টাঃ ভুট্টাতেও প্রোটিন প্রচুর পরিমাণে। কিন্তু বিড়ালেরর স্বাস্থ্যে লং টার্মে এর ইফেক্ট রয়েছে। তাই এটিকে এভোয়েড করুন।  
  • এভোকেডোঃ প্রচুর এলার্জিক উপাদান রয়েছে।
  • জুচিনিঃ প্রচুর এলার্জিক উপাদান রয়েছে।
  • লাল আপেলঃ এটিতেও এলার্জি উপাদান অনেক। 
  • টমেটোঃ এলার্জি উপাদান রয়েছে। 
  • ক্রানবেরিজ ঃ এটিতেও এলার্জি উপাদান প্রত্যক্ষ করবেন। 

হোমমেইড ক্যাট ফুড আপনি রেফ্রিজারেটরে সংরক্ষন করতে পারবেন। প্রয়োজন ভেদে সর্বোচ্চ তিনদিন ফ্রিজের খাবার খাওয়ান। তবে কাচা মাছ মাংস প্রয়োজনে আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষন করতে পারবেন। 

বিড়াল জাতীয় প্রানীর জন্য নিউট্রিশনাল উপাদানসমূহ খুবই জরুরী। তাই খুবই সতর্কতার সাথে বিড়ালের ডায়েট চুজ করুন। কেননা এটির উপরেই আপনার বিড়ালের সুস্বাস্থ্যতা নির্ভর করছে। এছাড়াও আপনার বিড়াল বিভিন্ন ধরনের ডিজিজ যেমন কিডনি ফেইলর, ইনটেস্টিনাল সিস্টেম ইত্যাদি নানাবিধ রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকবে।

যখন হোমমেইড ক্যাট Some homemade cat food প্রস্তুত করবেন তখন প্রোটিন, ফাইবার ইত্যাদির পরিমাণ ব্যালান্সড ভাবে নিয়ন্ত্রন করবেন। এভাবে পারফেক্ট হোমমেইড ক্যাট ফুড প্রস্তুত করতে পারবেন। 

2 thoughts on “Some Homemade Cat Food হোমমেইড ক্যাট ফুড রেসিপি”

Leave a Comment