ফিমেইল বিড়ালের বয়স ৫-৭ মাস হওয়ার পর থেকে তাদের হিট হওয়া শুরু হয়। What is Cat Heat এই হিট বলতে ফার্টিলাইজেশন এবং বাচ্চা বিড়াল জন্মদানে সক্ষমতা বুঝায়। মেইল বিড়ালকে তারা হিটের সময়টাতে ক্রমাগত আগ্রহ জানায়। এই সময়ে মেইল বিড়ালের সাথে মিলিত হলে তারা প্রেগনেন্টও হতে পারে।
বিড়ালের হিট কি? মূলত হিট হচ্ছে হরমোনাল রিসিপ্টিব ইন্টারকোর্স এবং রিপ্রোডাকশনের জন্য। আপনি আপনার পোষা বিড়ালটিকে স্পে করানোর মাধ্যমে স্থায়ীভাবে হিট হওয়া থেকে মুক্তি দিতে পারেন। তবে এক্ষেত্রে বিড়ালটি আর বাচ্চা বিড়ালে জন্মদানে সক্ষম হবে না।
What is Cat Heat যেসব সাইন এবং সিম্পটমস দেখে বুঝবেন বিড়াল হিটে রয়েছেঃ
আপনার বিড়ালের যদি স্পে না করানো হয়ে থাকে তবে বিড়ালের বেশ কিছু সিম্পটমস দেখে বুঝতে পারবেন যে বিড়ালটি হিটে রয়েছে। সেগুলি হলঃ
১। প্রচুর ডাকাডাকি করবেঃ
বিড়াল স্বাভাবিক সময়ে যতটা মিউমিউ করে ডাকাডাকি করে তার থেকে বেশী ডাকে এই সময়ে। ডাকের পাশাপাশি বিলাপ বা করুন সুরেও তারা আওয়াজ করে। এই সময়ে দিন রাত সর্বক্ষনেই তাদের ডাকতে দেখা যায়।
২। বিশ্রামহীনতাঃ
এই সময়ে বিড়াল একটুও রিলাক্স অনুভব করে না। সবসময় এদিক সেদিক ছুটাছুটি বা ডিস্ট্রেস লক্ষ্য করা যায় তাদের মাঝে।
৩। কান্না করাঃ
এই সময়ে বিড়াল কান্না করা বা মোনিং এর মত আওয়াজ করতে থাকে। আপনি হয়ত ভাবতে পারেন কোথাও ব্যাথা পেয়ে এরকমটা হয়েছে কিন্ত আসলে সেটি ঠিক না। মূলত হিটের কারণেই বিড়াক এরুপ আচরণ করে।
৪। এক্সট্রা এফেকশন বা আদরঃ
এই সময়ে বিড়াল দেয়াল, ফার্নিচার বা আপনার সাথে এসে ঘেষতে চাইবে। সে এক্সট্রা এফেকশনের জন্যই এরকমটা করে।
৫। এক্সিসিভ গ্রুমিংঃ
সে বেশী বেশী লিকিং করবে তার শরীর এই সময়ে। আনকমফোর্টেবল লাগার কারণে এরকম গ্রুমিং করতে পারে সে।
৬। বাসার বিড়াল বাইরে যেতে চাইতে পারেঃ
ক্যাট হিটে থাকলে সে বারবার বাইরে বের হতে চাইবে। এছাড়াও তার গন্ধে আকর্ষিত হয়ে বাইরের বিড়াল আপনার বাসার আশে পাশে ঘুর ঘুর করতে দেখতে পারেন।
৭। লেজঃ
বিড়াল এই সময়ে লেজ এক পাশ করে রাখে। লেজের মুভমেন্ট দেখেও আপনি বুঝে নিতে পারেন বিড়াল হিটে রয়েছে কিনা।
আপনার হয়ত পোষা বিড়াল আছে, আর সেটা আপনার সাথেই রাতে ঘুমায়। আপনি কি জানেন যে পোষা বিড়াল সাথে নিয়ে ঘুমানো যাবে কি যাবে না? বিস্তারিত জানতে চাইলে আমাদের লিংক করা আর্টিকেলটি পড়ুন।

হিট সাইকেল কিভাবে কাজ করে? বিড়ালের হিট কমানোর উপায়
সাধারনত সিজন, ডে লাইট এবং তাপমাত্রার উপর ভিত্তি করে বিড়াল বিভিন্ন সময়ে হিটে যেতে পারে। নির্দিষ্ট কিছু সম পর পর কিছুদিনের জন্য আপনি বিড়ালের মাঝে হিট লক্ষ্য করবেন। এটি অনেকটা সাইকেল টাইমের মতোই। এই সময়ে বিড়াল মেটিং করলে প্রেগনেন্ট হয় সাধারনত। একবার মেটিং হলে বাচ্চা জন্মদান পর্যন্ত বিড়ালের আর হিট হয় না।
বিড়াল হিটে আসলে করনীয় কি?
মেডিকেল অর্থাৎ ভেটের থেকে মোটামুটি স্থায়ীভাবে নীচের দুটি পদ্ধতিতে বিড়ালের হিট কমিয়ে নিয়ে আসতে পারেন।
সার্জিকাল স্পেঃ
আপনি যদি আপনার বিড়ালের আর ব্রিডিং না করাতে চান তবে ৮ সপ্তাহ বা ছয় মাসের সময়ে বিড়ালের স্পে করিয়ে ফেলতে পারেন। এটি একধরনের সার্জিকাল প্রসেস যার মাধ্যমে রিপ্রোডাক্টিভ অর্গ্যান স্থায়ীভাবে রিমুভ করানো হয়। এতে করে বিড়ালের হিট সাইকেল আর হয় না। স্পের বেশকিছু সুবিধা রয়েছে।
বিড়াল যদি প্রথম হিটে আসার পূর্বেই স্পে করিয়ে নিতে পারেন তবে বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন ব্রেস্ট, ইউটেরিন, ওভারিয়ান ইত্যাদিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। এছাড়াও ফ্যাটাল ডিজিজ যেমন পাইওমেট্রা ইনফেকশনের হার একদম কমে যায় বিড়ালের স্পে করালে।
স্পে করানোর ১০ থেকে ১৪ দিনে বিড়াল প্রায় সুস্থ হয়ে উঠে। তবে এই সময়টি বেশ বিপদজনক। খুবই এক্সট্রা সতর্ক থাকতে হয় যেন কোন প্রকার ইনফেকশন না ঘটে। প্রপার মেডিকেশন ফলো করতে হবে এই সময়টিতে। এছাড়াও স্পে করার স্থানটিতে কোন ভাবে তারা যেন স্পর্শ করতে না পারে সেদিকটিও লক্ষ্য রাখতে হয়। প্রয়োজনে ভেট বা পশু চিকিৎসকের নিকট থেকে বিস্তারিত পরামর্শ গ্রহন করুন।
আশাকরি বিড়ালের হিট কমানোর উপায় অবলম্বন করলে ভালো ফলাফল পাবেন।
একটু থামুনঃ বিড়ালের স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন, আর বিড়ালের দাঁতের যত্ন এর মধ্যে অন্যতম। আপনি যদি বিড়ালের দাঁতের যত্ন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আমাদের আর্টিকেলটি পড়ে দেখুন।
ফেলাইন কন্ট্রাসেপটিভসঃ
নন সার্জিকাল প্রসেস এই ফেলাইন কন্ট্রাসেপটিভস। এটিও হিট সাইকেল এবং প্রেগনেন্সি জটিলতাকে নিরাময় করে। আপনি যদি আপনার বিড়ালের বংশ বিস্তার করতে চান তবে এটিকে বেছে নিতে পারেন। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আপনি আপনার বিড়ালকে এই পদ্ধতিতে হিট হওয়া থেকে রক্ষা করতে পারবেন।
বিভিন্ন ব্র্যান্ডের কন্ট্রাসেপটিভ ফেলাইন যেমন GonaCon, Ovaban, Depro-Provera, Norplant এবং Promone ইত্যাদি ব্যবহার করতে পারেন। এসব মেডিসিন সাধারন্ত অভুলেশন কন্ট্রোলের মাধ্যমে কাজ করে। এগুলি শতভাগ ইফেক্টিভ নাও হতে পারে। এগুলির সাইড ইফেক্টস রয়েছে। অনেক সময় রিপ্রোডাক্টিব ডিজওর্ডার, ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এগুলি। আপনার ভেট বা পশুচিকিৎসকের সাথে পরামর্শ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিন।
আপনি যদি প্রফেশনাল এবং রেসপন্সিবল ব্রিডার না হন তবে স্পে করানোটাই ভালো। এতে করে অনাকাঙ্খিত বিভিন্ন জটিলতা আপনাকে ফেস করতে হবে না। তবে এক্সপেরিয়েন্সড ব্রিডার এবং রেস্পন্সিবল হলে ফেলাইন কন্ট্রাসেপটিভস বেছে নিতে পারেন।
বিড়ালের হিট কি? বিড়াল হিটে এলে হোম ট্রিটমেন্টঃ
What is Cat Heat বিড়াল হিটে আসলে করনীয় এবং বিড়ালের হিট কমানোর উপায় জেনে নিন। বাড়িতে বসে প্রাইমারী ভাবে বিড়ালের হিটের সময়ে নিম্নোক্ত বিষয়গুলি মেনে চলতে পারেন। এতে করে হিটের সময়টিতে তার যন্ত্রণা অনেকতা কমিয়ে আনতে পারবেন।
১। এক্সট্রা পেটিং এবং ব্রাশিংঃ
এক্সট্রা এটেনশন দিবেন এই সময়ে আপনার বিড়ালকে। এতে করে সে কিছু শান্ত অনুভব করতে পারে। আপনি এক্সট্রা এটেনশন দেয়ার মাধ্যমে তার স্ট্রেস লেভেলকে অনেকটা কমিয়ে আনতে পারবেন।
২। প্রাইভেট সময় দিন বিড়ালকেঃ
এই সময়ে বিড়াল বেশ এগ্রেসিভ আচরণ করতে পারে। তাই কিছুটা সুয় প্রয়োজন অনুসারে একা থাকতে দিন। এই সময়ে খেয়াল রাখুন সে আরাম পাচ্ছে কিনা। যেকোন প্রকার আওয়াজ এবং বিরক্ত হওয়া থেকে তাকে দূরে এবং নিরিবিলি রাখুন।
৩। এক্সট্রা প্লে টাইমঃ
বিড়ালকে এই সময়ে বিভিন্ন ধরনের এক্সাইটিং খেলনা দিয়ে ব্যস্ত রাখতে পারেন। এতে করে সে অন্যদিকে ডাইভার্ট হওয়ায় হিট নিয়ে তুলনামূলক কম সাফার করবে।
৪। আবাসস্থল নিরাপদ রাখুনঃ
হিটে থাকা একটি বিড়াল সবসময়েই বাইরে যাওয়ার চেষ্টা করবে। তাই আপনার বাস ও থাকার স্থান সিকিউরড করুন যাতে সে কোনভাবেই বাইরে যেতে না পারে। এছাড়াও এই সময়ে বাইরের বিড়ালও হিটে থাকা বিড়ালের স্মেলে চলে আসতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত ভাবে কোন বাইরের বিড়াল যেন প্রবেশ করতে না পারে সেদিকটি লক্ষ্য রাখুন।
৫। হারবাল রেমেডিঃ
এই সম্পর্কে সঠিক ও পর্যাপ্ত তথ্য জানা যায় না। তবে অনেকে বিভিন্ন হারবাল রেমেডির মাধ্যমে বিড়ালকে এই সময়ে শান্ত রাখার চেষ্টা করেন। তবে খুব বেশী এটি ব্যবহার করা এবং অতিরিক্ত নির্ভরশীলতা আপনার বিড়ালের ক্ষতির কারণ হতে পারে।
৬। শান্তিদায়ক মিউজিক প্লে করাঃ
এই সময়ে প্রশান্তিমূলক মিউজিক সফট ভলিউমে প্লে করতে পারেন। এতে করে বিড়ালের স্ট্রেসভাব অনেকটা কমে যাবে এবং বিড়াল ব্যাপারটি খুবই উপভোগ করবে।
৭। লিটার বক্স ক্লিনিংঃ
বিড়াল তাদের টেরিটরি বজায় রাখতে খুবই পছন্দ করে। তাই লিটার বক্স পরিষ্কার রাখার মাধ্যমে আপনি যেখানে সেখানে তাদের ওয়েস্ট নির্গত থেকে দূরে রাখতে পারেন। এতে করে আপনাকে অনাকাঙ্খিত ঝামেলায় পড়তে হবে না। তাই বিড়ালের লিটার বক্স খুবই পরিষ্কার রাখুন বিশেষ করে তারা হিটে এলে।
৮। ধৈর্য্যঃ
এই সময়ে বিড়ালের সাথে খুবই ধৈর্য্য এবং সহনশীল আচরণ করুন। তাদের কোন ভাবেই বিরক্ত করবেন না। এছাড়াও তাদের প্রতি কোন রুক্ষ আচরণ আপনার ঝামেলা বেড়ে যেতে পারে। তাই সে যেন স্ট্রেস না হয় এবং কম্ফোর্ট অনুভব করে সেটি ধৈর্যের সাথে নিশ্চিত করুন।
What is Cat Heat বিড়ালের হিট কি সেটা আশাকরি বুঝতে পেরেছেন এবং জেনে গিয়েছেন বিড়ালের হিট কমানোর উপায় অর্থাৎ বিড়াল হিটে আসলে করনীয়। বিড়ালের এই সময়টিতে সে খুবই ভালনারেবল থাকে। তাই আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করুন এই সময়টিতে সঙ্গে থাকার এবং সাহস দেয়ার।