বিড়ালের জ্বর হলে করণীয় What should I do if my cat has a fever?

আমাদের আদরের পোষা বিডাল অসুস্থ হলে, আমাদের চিন্তিত হওয়াটা স্বাভাবিক, What should I do if my cat has a fever। তাদের কিছুটা আরামবোধ করার জন্য আমাদের যা যা করার থাকে আমরা করি। যদি আপনার বিড়ালের জ্বর হয় তাহলে আপনি আপনার পোষা বিড়ালের কিছুটা আরামবোধ এর জন্য কি করবেন তা নিয়ে আমাদের আজকের আর্টিকেল। এই টিপস গুলো আপনার বিড়ালকে দ্রুত সুস্থ হতেও সাহায্য করবে। 

What should I do if my cat has a fever
What should I do if my cat has a fever

আপনার আদরের পোষা বিড়ালটি জ্বরে আক্রান্ত হলে আপনি এই টিপসগুলো অনুসরণ করবেন, এতে সে দ্রুত সুস্থ হবে। প্রথমে আপনার আদরের পোষা বিড়ালের শরীরের তাপমাত্রা মাপুন। বিড়ালের দেহের সাধারণ তাপমাত্রা ১০০থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইটের মধ্যে থাকে। যদি আপনার বিড়ালের শরীরের তাপমাত্রা ১০৩ডিগ্রী বা এর উপরে হয় তাহলে বুঝতে হবে আপনার বিড়াল জ্বরে আক্রান্ত হয়েছে। তাপমাত্রা মাপার পর বিড়ালের অসুস্থতার লক্ষণ গুলো খেয়াল করুন। যদি আপনার বিড়াল নিস্তেজ হয়ে পড়ে এবং খাবার খাওয়া বা পানি পানের ক্ষেত্রে অনীহা দেখায় তাহলে বুঝবেন আপনার বিড়াল অসুস্থ এবং তাকে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। 

আপনার বিড়ালের জ্বর হলে তাকে কিছুটা আরামবোধ করার জন্য এই টিপস গুলো ফলো করুন-

  • সে যেন পর্যাপ্ত বিশ্রাম পায় তা নিশ্চিত করুন
  • তার শরীরের তাপমাত্রা কমানোর জন্য তাকে কুসুম গরম পানি দিয়ে স্নান করান।
  • তাকে হাইড্রেটেড রাখার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার খেতে দিন
  • তার গলা স্বাভাবিক রাখার জন্য তাকে কিছুটা মধু খেতে দিন।

বিড়ালের জ্বর হলে করণীয় What should I do if my cat has a fever

যদি আপনার বিড়ালের জ্বর হয়ে থাকে তবে দ্রুত কিছু পদক্ষেপ নিন। আপনার বিড়ালকে আরামবোধ করার জন্য নিম্নলিখিত টিপসগুলো ফলো করুন-

  • বিড়ালের শরীরের তাপমাত্রা মাপুন। বিড়ালের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ১০০ থেকে ১০২.৫ডিগ্রী ফারেনিহাইট হয়ে থাকে।  যদি তাপমাত্রা ১০৩ডিগ্রীর বা এর বেশি হয় তাহলে বুঝবেন সে জ্বরে আক্রান্ত হয়েছে।
  • নিকটস্থ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং তার নির্দেশনা অনুযায়ী কাজ করুন। পশুচিকিৎসক হয়তো কিছু ওষুধ প্রেস্ক্রাইব করবে অথবা তাকে কিছু টেস্ট করানোর পরামর্শ দিতে পারে।
  • বিড়াল যেন হাইড্রেটেড থাকে তা নিশ্চিত করুন। জ্বর ডিহাইড্রেটেড এর কারণ হতে পারে তাই আপনার বিড়ালকে হাইড্রেটেড রাখতে তাকে প্রচুর পরিমানে পানি এবিং তরল জাতীয় খাবার খেতে দিন। আপনি তাকে মুরগির গরম ঝোল খাওয়াতে পারেন তবে এটা খেয়াল রাখবেন বিড়ালের খাবার যেন খুব বেশি গরম না হয়।

বিড়ালের জ্বর কি?

যেকোন বয়সেত বিড়াল জ্বরে আক্রান্ত হতে পারে এবং এতে অন্যান্য বিড়াল সংক্রমিত হতে পারে৷ বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে বিড়ালের জ্বর হয়ে থাকে। বিড়ালের জ্বর কখনো কখনো হালকা অবস্থা থেকে মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। হাঁচি, সর্দি, শরীরের তাপমাত্রা বৃদ্ধি, অলসতা এগুলো সাধারণত বিড়ালের জ্বরের লক্ষন। যদি এই লক্ষনগুলোর মধ্যে যেকোন একটি লক্ষন আপনার বিড়ালের মধ্যে দেখা যায় তাহলে তাকে নিকটস্থ পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।

 ব্যাকটেরিয়ার সংক্রমনের কারণে বিড়ালের জ্বর হয়ে থাকে। বিড়ালের জ্বরের সবচেয়ে কমন লক্ষণ হলো শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। বিড়ালের দেহের তাপমাত্রা বেড়ে ১০৩ থেকে ১০৬ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত হতে পারে৷ বিড়ালের জ্বরের অন্যান্য লক্ষনগুলো হচ্ছে, ক্ষুদা হ্রাস, নিস্তেজ হয়ে পড়া, পানিশূন্যতা, বমি। আপনার আদরের পোষা বিড়ালটির মাঝে এই উপসর্গগুলোর যেকোন একটি দেখা মাত্র তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান৷ সময়মত চিকিৎসা না করালে এই জ্বর মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে৷ 

কিভাবে বুঝবেন আপনার বিড়ালের জ্বর হয়েছে কিনা?

যদি আপনার বিড়াল নিস্তেজ হয়ে পড়ে, খাবার খেতে না যায় অথবা তার শরীর গরম অনুভব করে থাকেন তাহলে তার শরীরের তাপমাত্রা মাপুন। সাধারনত বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০ডিগ্রী ফারেনহাইট থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট হয়ে থাকে। যদি আপনাত বিড়ালের দেহের তাপমাত্রা ১০২.৫ডিগ্রী ফারেনহাইটের বেশি হয় তাহলে বুঝে নিবেন সে জ্বরে আক্রান্ত এবং তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ন।

বিড়ালের জ্বরের কারণ কি?

আপনার পোষা বিড়ালের জ্বর হলে আপনি চিন্তিত হবেন এটাই স্বাভাবিক। আপনি কি জানেন, কি কি কারণে বিড়ালের জ্বর হয়? চলুন জেনে নেই কি কি কারণে বিড়ালের জ্বর হয়ে থাকে।

 বিড়ালের জ্বরের সবচেয়ে কমন কারণ হলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমনের কারণে বিড়ালের দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ জ্বর হয়। সংক্রমণে আক্রান্ত বিড়ালদের মধ্যে হাঁচি, ক্ষুদা হ্রাস এবং নিস্তেজ হয়ে পড়ার মত উপসর্গগুলো দেখা যায়৷ যদি আপনার পোষা বিড়ালের মাঝে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই লক্ষণগুলোর যেকোন একটি লক্ষণ দেখা যায় তাহলে তাকে দ্রুত পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। 

বিড়ালদের জ্বরের আরেকটি সম্ভাব্য কারণ হলো ক্যান্সার। ক্যান্সারের কারণে বিড়ালের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ক্যান্সারের জীবাণু পুরো দেহে আস্তে আস্তে ছড়াতে থাকে এবং এতে বিড়ালের জ্বর হয়ে থাকে।

বিড়ালের জ্বর কতদিন স্থায়ী হয়?

বেশিরভাগ সময় বিড়ালের জ্বর ৩দিন থেকে ৫দিনের মধ্যে সেরে যায়। যদি আপনার পোষা বিড়ালের জ্বর এর মধ্যে ভালো না হয় তাহলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। 

বিড়ালের জ্বর খুবই সাধারণ অসুস্থতা, সাধারণত বিড়ালের জ্বর হলে তা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। যদি আপনার বিড়ালের জ্বর হয় এবং তা এক সপ্তাহের মধ্যে ঠিক না হয় তাহলে এই জ্বরের অন্য কোন কারণ থাকতে পারে। তাই আপনার উচিত তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করা। অন্য কোন জটিল রোগের কারণেও বিড়ালের জ্বর হতে পারে৷ তাই পশুচিকিৎসকের কাছে নিয়ে গেলে বিভিন্ন টেস্ট করানোর মাধ্যমে তিনি তা খুঁজে বের করতে পারবেন। 

বিড়ালের জ্বর খুবই সাধারণ একটি অসুস্থতা হলেও আপনার বিড়ালেত জ্বর হলে তার লক্ষণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এই ব্যাপারে অবহেলা না করবেন না। কখনো কখনো জ্বর আপনার বিড়ালের জীবন ঝুঁকিতে ফেলে দিতে পারে। জ্বর এক সপ্তাহের বেশি স্থায়ী হলে তাকে চিকিৎসার জন্য পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। সময়মত চিকিৎসা করালে বেশিরভাগ সময়ই বিড়াল সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 

বিড়ালের জ্বর কি গুরুতর কোন অসুখ?

মানুষ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে জ্বর একটি সাধারণ অসুখ। তবে কিছু কিছু ক্ষেত্রে তা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। 

বেশিরভাগ পশুচিকিৎসক পরামর্শ দেন যে, জ্বর হলে তা অবহেলা না করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা করাতে। কারণ জ্বর কখনো মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। জ্বর অন্যান্য রোগের লক্ষণও হতে পারে, তাই বিড়ালের জ্বর হলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ন।

 জ্বর নিজে থেকে ঠিক হয়ে যায় বলে, বিড়ালের জ্বর হলে অবহেলা করবেন না। যেহেতু অন্য কোন জটিল রোগের লক্ষণ হিসেবে জ্বর হয়ে থাকে তাই জ্বর হলে তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাবস্থা নিন।

What should I do if my cat has a fever জ্বর হলে কি করবেন?

যদি আপনার আদরের পোষা বিড়ালের জ্বর হয়ে থাকে তাহলে আপনি তাকে কিছুটা আরাম বোধ করার জন্য কিছু কাজ করতে পারেন। 

আপনি বিড়ালকে উষ্ণ স্নান করাতে পারেন। এতে তার দেহের তাপমাত্রা কিছুটা কমবে এবং সে কিছুটা আরাম বোধ করবে। 

আপনি তাদের আইবুপ্রোফেন বা অ্যাসিটামিনোফেনের মতো ওভার-দ্য-কাউন্টার ওষুধও দিতে পারেন, তবে ডোজটি সঠিক কিনা তা নিশ্চিত করতে প্রথমে আপনার পশুচিকিত্সকের সাথে কথা বলে নিন। যদি আপনার বিড়ালের জ্বরের সাথে ডায়রিয়া বা বমির মত উপসর্গগুলো দেখা যায় তাহলে দেরী না করে তাকে নিকটস্থ পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। 

আপনার আদরের পোষা বিড়াল অসুস্থ হলে তার সর্বোত্তম যত্ন নেওয়া আপনার কর্তব্য। আপনার অসুস্থ বিড়ালের কিছুটা আরামবোধের জন্য আপনি কিছু সাধারণ কাজ করতে পারেন। যেমন-  কিছুটা উষ্ণ এবং নিরিবিলি যায়গায় তার বিশ্রাম নেওয়ার ব্যাবস্থা করতে পারেন, তার জন্য স্বাস্থ্যসম্মত খাবার এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করুন।

যদি সে খাবার খেতে না চায় কিংবা পানি পান করতে না চায় তাহলে তাকে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হবে। তার লিটার বক্সের দিকে খেয়াল রাখুন। What should I do if my cat has a fever যদি সে লিটার বক্স ব্যাবহার করতে না চায় তাহলে গুরুতর সমস্যার কারণ হতে পারে, তাই তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান এবং পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করুন।

Leave a Comment