ঠিক কি কারণে এবং কখন আপনার বিড়ালকে স্পে বা নিউটার করাবেন When and why should you neuter a cat?

নিউটারিং বা স্পেয়িং আপনার বিড়ালের ঝামেলাবিহীন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেট সংখ্যা বেড়ে যাওয়া এড়াতে এটি খুবই কার্যকরী একটি পন্থা। এছাড়াও বিভিন্ন মেডিকেল ইস্যুর জন্যও স্পেয়িং টা খুবই উপকারি। এতে করে আপনি আপনার বিড়ালকে স্বাস্থ্যকর, দীর্ঘ এবং সুখি এক জীবন কাঁটাতে সাহায্য করতে পারবেন। When and why should you neuter a cat?

When and why should you neuter a cat

স্পেয়িং এবং নিউটারিং সার্জারীর সময়ে কি ঘটে?

স্পেয়িং হচ্ছে এমন একটি সার্জিক্যাল পন্থা যা দ্বারা ফিমেল বিড়ালের ওভারিস এবং ইউটেরাস সরিয়া ফেলা হয়। আর নিউটারিং হচ্ছে সেটিই যা দ্বারা মেল বিড়ালের টেস্টিকল কেটে সরানো হয়। মূলত রিপ্রোডাক্টিব অর্গান গুলি কেটে সরিয়ে ফেলা হয়। দু ধরনের অপারেশনই অল্প কিছু জটিলতা সত্ত্বেও বেশ সহজেই সফলভাবে সম্পন্ন করা সম্ভব। শুধুমাত্র লাইসেন্সড ভেটেরিনারিয়ান দ্বারাই এই অপারেশনগুলি করাবেন। 

সার্জারীর পূর্বেই, আপনার ভেট কিছু টেস্ট এবং এক্সামিনেশন করবেন। এছাড়াও পূর্বেই তিনি বিড়ালের ব্লাড স্যাম্পল নিয়ে এনালাইসিস করবেন। অপারেশনের সময়ে আপনার বিড়ালের ব্যাথা, ডিসকমফোর্ট কমানোর জন্য জেনারেল এনেস্থেশিয়া ব্যবহার করা হয়। 

সার্জারীর পর আপনার ভেট বেশ কিছু ইনস্ট্রাকশন দিবেন ঠিক কিভাবে বিড়ালের যত্ন আত্নি করবেন। এই সময়টি বিড়ালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সময়েই বিড়াল তার রিকোভারি শুরু করে। ঠিকমত পরিচর্যা করলে বেশ স্বল্প সময়েই বিড়াল স্বাভাবিক জীবনে ফিরে আসে। সাধারনত দুই সপ্তাহের মাঝেই সার্জারীর জায়গাটি শুকাতে শুরু করে। এরপরেও ভেটের পরামর্শ মোতাবেক নিয়মিত ফলো আপে থাকবেন। 

আপনার বিড়ালকে কেন স্পে বা নিউটার করাবেন? When and why should you neuter a cat?

বিড়ালকে স্পে বা নিউটার করালে তারা অনিয়ন্ত্রিত জন্মদান হতে বিরত থাকে। এতে করে তাদের শেল্টারে ওভার পপুলেশন কমে যায়। রাস্তা ঘাটে স্ট্রিট ক্যাটের সংখ্যাও বেশ নিয়ন্ত্রনে থাকে। বেশ স্বল্প সংখ্যক স্ট্রিট ক্যাট এডোপ্টশনের সুযোগ পায়। বাকি বিড়াল গুলিই রাস্তায় মারা যায়। নিউটার বা স্পে করানোর মাধ্যমে আপনি এর মাত্রা অনেক কমিয়ে আনতে পারবেন। সঠিক বয়সে যদি নিউটার করাতে পারেন তবে তারা যত্র তত্র ঘুরে বেরায় না।

রোগে আক্রান্ত হওয়ার পরিমাণও অনেকাংশেই কমে যায়। এছাড়াও তাদের মাঝে সেক্সুয়াল বিহেভিওরের মাত্রাও বেশ কমে। ফিমেইল বিড়ালের হিটে যাওয়ার সমস্যাও রোধ করা স্মভব নিউটার করানোর মাধ্যমেই। স্পে বা নিউটারবিহীন বিড়াল অন্য বিড়ালের জন্যও হুমকিস্বরুপ। 

ক্যাটস পার্সোনালিটির কি ধরনের পরিবর্তন হয়?

বিহেভওরের কিছুটা পরিবর্তন হলেও বিড়ালের বেসিক পার্সোনালিটির তেমন কোন পরিবর্তন ঘটে না। মেল বিড়াল কিছুটা নরম হতে পারে যদিও। তবে বিড়ালের প্লেফুল, এক্টিভিটি, ভোকালিজেশন, এক্সাইটমেন্ট ইত্যাদির কোন রুপ পরিবর্তন ঘটে না। 

সার্জারীর পর বিড়ালের ওজন বেড়ে যায় কি?

নিউটারড ও স্পেয়িং বিড়ালের ওজন বেড়ে যাওয়ার কিছুটা প্রবনতা থাকে। কেননা এই সময়ে তারা বেশ কম ঘুরাঘুরি করে। তবে প্রপার ডায়েট মেইনটেইন করে তাদের এই ওজন বৃদ্ধি প্রতিরোধ করতে পারবেন। এছাড়াও তাদের জন্য সুইটেবল কিছু এক্সারসাইজও করাতে হবে। 

কখন বিড়ালের স্পে বা নিউটার করাবেন? When should you neuter a cat?

স্বাস্থ্যকর বিড়াল হলে ছয় সপ্তাহ বয়সেই নিউটার বা স্পে করাতে পারবেন। বেশ নিশ্চিন্তেই নিউটার করাতে পারেন আপনার বিড়ালকে। সাধারনত বয়স বেশী বেড়ে গেলে রিস্কের মাত্রা বেশী বেড়ে যায়। বয়স কম থাকা অবস্থাতে নিউটার করানোর সুবিধাই বেশী। বয়স বেড়ে গেলে বিহেভওরাল বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সার্জারীর পর সব ধরনের বিড়ালের কম বেশী আচরনগত সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ভেট বা বিহেভওরিস্টের পরামর্শ নিন।   

স্পে বা নিউটার বিড়াল কি ডিপ্রেশড হয়?

অনেকের একটি ভুল ধারণা যে, স্পে বা নিউটার করালে বিড়াল খুবই ডিপ্রেশনে চলে যায়। এই ধারনাটি মোটেই ঠিক নয়। বিভিন্ন রিসার্চ থেকে জানা যায় বিড়ালের মাঝে প্রথমদিকে কিছুটা এংজাইটি কাজ করলেও ক্রমেই তারা ঠিক হয়ে যায়। 

আমাদের মাঝে অনেকেই আছেন যারা অপছন্দ বা ভয়ের কারনে বিড়াল পালন করেন না। এলার্জিক রিয়েকশনের জন্যও অনেকেই বিড়াল পালন এভোয়েড করে থাকেন। 

প্রেগনেন্ট অবস্থায় স্পে বা নিউটার করানো যায় কিনা?

অনেক সময় অনাকাঙ্খিত বাচ্চা জন্মদান থেকে বিরত রাখার জন্য বিড়ালকে প্রেগনেন্ট অবস্থাতেও স্পে বা নিউটার করাতে পারবেন। তবে এক্ষেত্রে ভেট মূলত ডিসিশন নিয়ে থাকেন। তবে ভেট চাইলে প্রেগনেন্ট পরবর্তী সময়েও সার্জারী করাতে পারেন। এটি মূলত বিড়ালের স্বাস্থ্যের উপরে নির্ভর করে। 

নিউটার বা স্পেয়িড বিড়াল প্রটেকটিভ হয় কিনা?

নিউটারড বা স্পেয়িড বিড়াল প্রটেকটিভ ধরনের হয়। তাদের হোম এনভায়রনমেন্ট সবমিলিয়ে বেশ শান্তপূর্ণ থাকে। 

নিউটার বা স্পে করালে মেল বিড়াল নিজেকে কি মনে করে?

সাধারনত নিউটার বা স্পে করার পরেও মেল বা ফিমেল বিড়ালের মাঝে আচরনগত কোন পরিবর্তন আসে না। বেসিক পার্সোনালিটি একিই রকমের থাকে। তাদের মাঝে কোনপ্রকার ইমোশনাল বা আইডেন্টিটি ক্রাইসিস লক্ষ্য করা যায় না। 

স্পে বা নিউটার বিড়ালের জন্য ক্ষতিকর কিনাঃ

স্পে বা নিউটার বিড়ালের জন্য ক্ষতিকর না। বরং তাদের জন্য এটি খুবই উপকারি। শুধু স্পে বা নিউটার সার্জারীর সময়ে তারা কিছুটা ডিসকমফোর্ট অনুভব করতে পারে। যদিও তা আস্তে আস্তে কমে যায়। 

পোষা  বিড়ালকে সাথে নিয়ে এক বিছানায় ঘুমানোর কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে যা আপনার অবশ্যই বিবেচনায় আনা উচিত।

বিড়ালের বয়স বেশী হলে স্পে বা নিউটার করানো উচিত কিনা?

বিড়ালের বয়স বেশী হলেও আপনি তাকে স্পে বা নিউটার করাতে পারেন। তবে ভেট এক্ষেত্রে বিভিন্ন টেস্টের মাধ্যমে নিশ্চিত হএ নিবেন যে তিনি স্পে বা নিউটার করাবেন কিনা। 

নিউটার বা স্পে করানোর পর বিড়ালের আচরনের নিম্নোক্ত পরিবর্তন গুলি দেখতে পাবেন। 

  • ক্যাট ফাইট কমে যাওয়াঃ নিউটারড ক্যাট খুব কমই ঝগড়াতে অংশ নিয়ে থাকে। নিউটারড ক্যাট আগের চেয়ে কিছুটা শান্ত প্রকৃতির হয়ে যায়। দিনের অনেকটা সময় দেখতে পাবেন সে ঘুমিয়ে কাটাচ্ছে। 
  • শান্ত হয়ে যাওয়াঃ নিউটারড মেল বা ফিমেল ক্যাট আগের থেকে অনেক বেশী শান্ত হয়ে যায়। লাফালাফি ঝাপাঝাপি তাদের কমে যায়। তাদের এগ্রেসিভনেস ও অনেকাংশেই কমে যায়। এছাড়াও নিউটারড বা স্পেইড বিড়াল খুব কম ডাকাডাকি করে। 
  • স্প্রেয়িংঃ নিউটারড বিড়াল কোন্রুপ স্প্রেয়িং এ অংশ নেয় না। পূর্বে বিভিন্নভাবে তারা যেমন এলাকা মার্কিং করে রাখতো সেরকম মার্কিং পরবর্তীতে তারা আর করে না। 
  • গ্রুমিংঃ অনেক সময় নিয়ে তারা নিজেদের গ্রুমিং করে। নিজেদের প্রতি তারা যত্ন করে বেশি। গ্রুমিং এর পর তারা সাধারনত ঘুমিয়ে সময় কাটায়। আশে পাশে কি হচ্ছে এই ব্যাপারে তাদের মাথা ব্যাথা খুবই কম থাকে এই সময়ে।
  • স্লিপিংঃ এই সময়ে তাদের লাইফ স্টাইল এবং স্লিপিং প্যাটার্নে বেশ পরিবর্তন লক্ষ্য করবেন। এই সময়ে তাদের এক্টিভিটি কমে যায়। ঘুমাতে বেশী পছন্দ করে তারা এই সময়ে। যার কারণে তাদের লাইফ স্টাইল এবং স্থূলতা আগের থেকে অনেক বেড়ে যায়। এই কারণে এই সময়ে আপনি তাদের ডায়েট নিজে থেকেই পরিবর্তন করে দিবেন। তাদের এক্টিভ রাখার চেষ্টা করবেন। এতে করে তাদের স্থূলতা এড়াতে পারবেন। 
  • পার্সোনালিটিঃ তাদের বড় ধরনের কোন পার্সোনালিটির কোন্রুপ পরিবর্তন হয় না এই সময়ে। তবে তাদের আদর নেয়ার মাত্রা অনেক বেড়ে যায়। এটেনশন সিক করার চেষ্টায় থাকে। তাদের মুড হুটহাট পরিবর্তন হবে না। শুধু তাদের আলস্যতার মাত্রা বেড়ে যায় এই সময়ে। 

স্পেয়িং বা নিউটারিং এর কিছু সুবিধাঃ

  • হিট সাইকেল হয় না। তাদের কস্ট কম হবে। 
  • যত্র তত্র ঘুরে বেরায় না।
  • টিউমর বা ক্যান্সারের ঝুঁকি কমে যায়। 
  • অযথা জনসংখ্যা বৃদ্ধি পায় না। 
  • তারা দীর্ঘ এবং সুখী একটি জীবন কাঁটাতে পারে। 
  • স্প্রেয়িং বা মার্কিং কমে যায়। 
  • এগ্রেসিভ ব্যবহার করে যায়। 

স্পে বা নিউটার এর খরচঃ

When and why should you neuter a cat? স্পেয়িং বা নিউটারিং এর খরচ বেশ কমই। আপনি যদি স্পে বা নিউটার না করান তবে যে ধরনের জটিলতার সম্মুখীন হবে এতে করে স্পেয়িং বা নিউটারিং এর খরচ অনেক কমই। 

Related Article:

আপনার বিড়াল কি হুট করেই লিটার বক্স ব্যবহার বন্ধ করে দিয়েছে? বিড়াল লিটার বক্স ব্যবহার বন্ধ করলে কি করবেন?

বিড়ালকে আদর করতে যেয়ে কখনো কি আপনার মনে হয়ে বিড়ালের লোম পূর্বের থেকে বেশ কম?

Leave a Comment