Cats Sneeze বা বিড়ালের হাঁচি হলে করনীয় কি?

বিড়ালের অনিয়মিত হাঁচি দেয়া বেশ সাধারন একটি ঘটনা। মানুষের মতো বিড়ালেরও হাঁচি হয়ে থাকে এবং এতে চিন্তার তেমন কোন কারণ নেই। বিভিন্ন কারণেই এটি হয়ে থাকতে পারে। মাঝে মাঝে অতিরিক্ত নড়া-চড়া কিংবা হঠাৎ উত্তেজিত হওয়ার জন্যও বিড়াল হাঁচি দিতে পারে।  

কিন্ত যদি আপনার বিড়ালের একাধারে হাঁচি হতেই থাকে অথবা হাঁচির সাথে অন্যান্য লক্ষন দেখা দেয় তবে দ্রুত ভেট বা পশু ডাক্তারের শারনাপন্ন হওয়াই শ্রেয়।

cat sneez বা বিড়ালের হাঁচি
cat sneez বা বিড়ালের হাঁচি

Cats Sneeze বা বিড়ালের হাঁচির কারনসমূহ

আপনার বিড়ালের হাঁচির পরিমান বেশি হলে ভেট অন্যান্য পারিপার্শিক লক্ষন দেখে প্রাথমিকভাবে হয়তো কোন কারন বের করতে পারবেন। প্রধানত সংক্রামক রোগের জন্যই বিড়ালের হাঁচি হয়ে থাকে। ভেট যথাযথভাবে নমুনা সংগ্রহ এবং ল্যাব টেস্টের মাধ্যমে বিড়ালটি কোন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেন। এছাড়াও এ্যালার্জির কারণেও বিড়ালের হাঁচি হয়ে থাকতে পারে।

ভাইরাল, ব্যাক্টেরিয়াল অথবা ফাঙ্গাল ইনফেকশনঃ

আপনার যদি হাঁচিরত কোন বিড়াল থাকে, তবে খুব সম্ভবত বিড়ালটি শ্বাস-যন্ত্রের কোন রোগে আক্রান্ত। মানুষদের যেমন ঠান্ডা-জ্বর হয়, সেরকম কম বয়সী বিড়ালদেরও এটি হতে পারে। এছাড়াও যেসব বিড়াল রাস্তা অথবা বুনো পরিবেশ থেকে উঠে এসেছে তাদের সংক্রামক ব্যাধিতে আক্রান্তের হার তুলনামূলক বেশি। প্রাথমিক অবস্থায় এই সংক্রমন ধরনের রোগ গুলিকে যথাযথ ভ্যাকশিনের দেয়ার মাধ্যমে প্রতিহত করা সম্ভব।

পড়ুনঃ সদ্য জন্ম নেয়া বিড়ালছানার সঠিক যত্ন নিন Newborn Kitten Care

যেসব ভাইরাল ইনফেকশনের জন্য Cats Sneeze বা বিড়ালের হাঁচি হয়ঃ

Feline herpes virus:

এই ভাইরাসটি ছোয়াছুয়ি। আক্রান্ত বিড়ালের সংস্পর্শ থেকে সুস্থ বিড়ালে এটি ছড়িয়ে থাকে। তবে মানুষের মাঝে এই রোগটি হয় না।

ট্রিট্মেন্টের মাধ্যমে এই ভাইরাস দ্বারা আক্রান্ত রোগটিকে নিয়ন্ত্রনে রাখা যায়।

Feline calicivirus:

বিড়ালদের এই ভাইরাসে আক্রান্তের হার বেশ উচ্চমানের। এই রোগে আক্রান্ত বিড়ালের মুখে সাধারনত আলসার হয়ে থাকে তবে বিশেষক্ষেত্রে নিউমোনিয়াও হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন জটিলতা দেখা দেয় বিড়ালের মাঝে। সাধারনত এন্টিবায়োটিকের মাধ্যমে এই ভাইরাসে আক্রান্ত বিড়ালের ট্রিট্মেন্ট দেয়া হয়।

এসব সংক্রামক রোগের পাশাপাশি বিড়ালের আরো বিভিন্ন ধরনের রোগের কারণে হাঁচি হতে পারে। সেগুলি হচ্ছেঃ

  • Feline infectious peritonitis এ আক্রান্ত হলে কোন প্রকার লক্ষন প্রকাশ পায় না।
  • Feline Immunodeficiency Virus (FIV) যা খুবই ধীরে ধীরে লক্ষন প্রকাশ করে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা নস্ট করে দেয়। ফলে খুব সহজেই বিড়াল অন্যান্য ব্যাধিতে সহজেই আক্রান্ত হয়।
  • Feline leukemia যেটা বেশ মারাত্নক রোগ
  • Bordetella
  • Mycoplasma

শ্বাস-প্রশ্বাসজনিত প্রদাহ বা এ্যালার্জেনঃ

যদি লম্বা সময় পর পর আপনার বিড়াল হাঁচি দেয় তবে এটি হয়তো নাসা গহ্বরের কোন প্রদাহের জন্য হচ্ছে। হাঁচি দেয়ার প্যাটার্ন লক্ষ করুন।

বিড়ালটি কি লিটার বক্স থেকে ফেরা পর পরই হাঁচি দিচ্ছে? ঘর পরিষ্কার করার পরেও কি আপনার বিড়ালের হাঁচি হচ্ছে?

আপনি যদি বিড়ালের পটি ট্রেইনিং (cat potty training) নিয়ে দুশ্চিন্ত থাকেন, তাহলে জেনে নিন কীভাবে বিড়ালকে Potty Train করবেন অথবা Litter Box ব্যবহার করা শেখাবেন?

কিছু বিষয়ের জন্য আপনার বিড়ালের এ্যালার্জেন হতে পারে। সেগুলি হচ্ছেঃ

  • সিগারেট
  • পারফিউম
  • পেস্ট
  • ক্যাট লিটার
  • ক্লিনিং এজেন্ট
  • ক্যান্ডেলস
  • পলেন
  • মোল্ড

এলার্জীর জন্য হাঁচি হওয়া বিড়াল কিংবা মানুষ উভয়ের জন্যই বেশ সাধারন একটি ঘটনা। এলার্জীর জন্য বিড়ালের হাঁচি হয়ে থাকলে বিড়ালের চামড়ায় ইচির দেখা পাবেন।

পড়ুনঃ প্রসবের পর মা বিড়াল ও বাচ্চা বিড়ালের যত্ন কীভাবে নিবেন How to Take Care of Newborn Kittens with Mother

অন্যান্য যেসব কারণে বিড়ালের হাঁচি হতে পারেঃ

অন্যান্য অনেক কারণে বিড়ালের হাঁচি হয়ে থাকতে পারে। উদাহরনস্বরুপ Intranasal Vaccine দেয়ার কারণে বেশ কিছুদিন বিড়ালের হাঁচি হতে পারে। এছাড়াও নাসারন্দ্রে কোন কিছু জমাট বাধলেও বিড়ালের হাঁচি হতে পারে। দাঁতে কোনপ্রকার ইনফেকশন কিংবা ব্যাথা পেলেও হাঁচি হতে পারে। তবে ক্যান্সারের লক্ষন হিসেবেও হাঁচি হতে পারে যদিও এটি বেশ বিরল ঘটনা।

পড়ুনঃ গরমে বিড়ালের যত্ন কীভাবে নিবেন? How to Keep Cats Cool in Summer

Cats Sneezeবা বিড়ালের হাঁচির সাথে অন্যান্য লক্ষনঃ

বিড়ালের হাঁচির সাথে অন্য বেশ কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা সংক্রামক রোগের লক্ষন হিসেবে ধরে নেয়া যায়। সেগুলি হচ্ছেঃ

  • চোখে কাতরতা, বেশি ঘাম অনুভত হওয়া অথবা আলসার
  • নাক থেকে হলুদ বা সবুজ পানি পড়া
  • অবসাদ বা ডিপ্রেশন
  • জ্বর
  • শরীর কাপা
  • কাশি দেয়া
  • লসিকা গহবর ফুলে ওঠা
  • শ্বাস নিতে কস্ট হওয়া
  • ডায়রিয়া

কখন ভেট বা পশু ডাক্তারের কাছে নিয়ে যাবেনঃ

আপনার বিড়াল যদি অনেক সময় পর পর হাঁচি দেয় এবং অন্যান্য তেমন কোন লক্ষন দেখা না দেয় তবে বেশ কিছুদিন আপনি নিজে থেকে তার খেয়াল রাখতে পারেন। এক্ষেত্রে বিড়ালকে সবসময় বাড়ির ভেতরে সাবধানে রাখবেন।

পড়ুনঃ বিড়ালের নখ কীভাবে কাটবেন? Cat Nail Clipping

তবে যদি প্রায়ই আপনার বিড়ালের হাঁচি হয়ে থাকে তবে অবশ্যই ভেটের সাথে দ্রুত যোগাযোগ করুন। হাঁচির সাথে অন্যান্য লক্ষন আপনার বিড়ালের অসুস্থতা প্রকাশ করে এবং এসব ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে ভেটের নির্দেশনা মেনে চলা উচিত।

 Cats Sneeze বা বিড়ালের হাঁচির কারণের উপর ভিত্তি করে সাধারনত বিড়ালের ট্রিট্মেন্ট করা হয়ে থাকে। বিড়ালের অবস্থা মোটামুটি ভালো থাকলে ভেট হিউমিডিফাইয়ার বাড়ানো কিংবা বিড়ালের আরামদায়কতা আরেকটু বাড়ানোর পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু অবস্থা জটিল হলে এন্টিবায়োটিক, ডিকনজেস্টেন্ট, স্টেরয়েড বা ফ্লুইড ইত্যাদির দরকার হতে পারে। খুব কম ক্ষেত্রেই বিড়ালের সার্জারীর প্রয়োজন হয়।

লিখেছেন- মোঃ খালিদ বিন জামান